জঙ্গিপুর, 30 অগাস্ট: লরির সঙ্গে বোলেরোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আবগারি দপ্তরের এক সাব ইন্সপেক্টর৷ আহত 2 কনস্টেবলও। মালদা সদর আবগারি দপ্তরে কর্মরত সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দু'জনকেই জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি একজনের চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালেই।
শনিবার দুর্ঘটনাটি ঘটে 34 নম্বর জাতীয় সড়কের উপর রঘুনাথগঞ্জ থানার ওমরপুরে। পুলিশ লরি ও বোলেরো দুটি গাড়িকেই আটক করেছে। জানা গিয়েছে, মালদা জেলার সদর আবগারি দপ্তরে কর্মরত 4 জন কলকাতায় সরকারি কাজে গিয়েছিলেন। আজ বোলেরো গাড়িতে ফিরছিলেন তাঁরা। ওমরপুরে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়ির। তাতেই গুরুতর জখম হন সাব ইন্সপেক্টর ও 2 কনস্টেবল। সাব ইন্সপেক্টর সুদর্শন সরকার ও কনস্টেবল প্রসেনজিৎ কুনালের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷ সুদর্শনবাবুর বাড়ি বালুরঘাটে।
দুর্ঘটনার পর স্থানীয়রাই আহতদের গাড়ি থেকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর দু'জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।