সুতি, 30 ডিসেম্বর : বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার হল 15 লাখ টাকার নিষিদ্ধ মাদক । 2 পাচারকারীকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে সুতির ধলার মোড় এলাকায় । আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে । 3 দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক । ধৃতদের নাম আবদুল হালিম ও তাহিদুর রহমান ।
আরও পড়ুন : সীমান্ত থেকে উদ্ধার তিন লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট
আবদুলের বাড়ি সুতির খাপুরে এবং তাহিদুর মালদার কালিয়াচকের বাসিন্দা । খবর পেয়ে গতরাতে সুতি থানার পুলিশ 34 নম্বর জাতীয় সড়কের ধলারমোড়ে নাকা চেকিং শুরু করে । ভোররাতের দিকে একটি গাড়ি আটক করে তল্লাশি চলে । উদ্ধার হয় প্যাকেটজাত 6 হাজার মাদক । গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ ।
আরও পড়ুন : কালিয়াচকে 10 হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার যুবক
পুলিশ জানিয়েছে, এই বিপুল পরিমাণ মাদক ট্যাবলেটের বাজারমূল্য 15 লাখ টাকা । জেরার মুখে পড়ে ধৃতরা জানায়, এই ইায়াবা ট্যাবলেটগুলি মায়ানমার থেকে আনা হয়েছে । বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল । পুলিশি তদন্ত শুরু হয়েছে । ধৃতদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।