ETV Bharat / state

অভিনব পদ্ধতিতে এটিএম জালিয়াতি, ধৃত 1

author img

By

Published : Dec 24, 2020, 5:28 PM IST

নয়া পদ্ধতিতে এটিএম জালিয়াতির এক পাণ্ডা গ্রেপ্তার । উদ্ধার হয়েছে 6 টি নকল এটিএম কার্ড-সহ নগদ 1 লাখ 30 হাজার টাকা ।

অভিনব পদ্ধতিতে এটিএম জালিয়াতি, ধৃত 1
অভিনব পদ্ধতিতে এটিএম জালিয়াতি, ধৃত 1

বহরমপুর, 24 ডিসেম্বর : মুর্শিদাবাদ জেলা পুলিশের হাতে গতকাল ধরা পড়ল এটিএম জালিয়াতি চক্রের এক পাণ্ডা । উদ্ধার হল বেশ কয়েকটি নকল এটিএম কার্ড, নগদ 1 লাখ 30 হাজার টাকা । আজ 7 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতকে মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করা হয়েছে ।

ধৃতের নাম সামিম লস্কর, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা । জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার বলেন, সালার ও ভরতপুরে পরপর বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে । তদন্তে নেমে সামিমকে গ্রেপ্তার করা হয়েছে । টিআই প্যারেডে সামিমকে হাজির করা হয়েছে ।

আরও পড়ুন : নিউটাউনে ধৃত ATM জালিয়াতি চক্রের 3

পুলিশ জানিয়েছে, জালিয়াতির নয়া ফন্দি এঁটেই মুর্শিদাবাদে ডেরা গেঁড়েছিল সামিম । অনভিজ্ঞ এটিএম গ্রাহকদের সাহায্যের জন্য ওঁত পেতে থাকত বিভিন্ন এটিএম কাউন্টারের পাশে । তার লক্ষ্য ছিল বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্য করার নামে তাদের এটিএম কার্ড বদল করে দেওয়া । আসল কার্ড হাতিয়ে নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করত সামিম । এভাবে একমাসে 2 লাখ 20 হাজার টাকা হাতিয়েছে সামিম ।

আরও পড়ুন : অনলাইনে দেদার স্কিমার, বাড়ছে ATM জালিয়াতির ঝুঁকি

গ্রাহকদের অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । সিসিটিভি ফুটেজ দেখে সামিম লস্করকে গ্রেপ্তার করে । সামিমের কাছ থেকে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের 6 টি নকল এটিএম কার্ড উদ্ধার হয় । আজ পুলিশ গ্রাহকদের হাতে এটিএম কার্ড তুলে দেয় ।

বহরমপুর, 24 ডিসেম্বর : মুর্শিদাবাদ জেলা পুলিশের হাতে গতকাল ধরা পড়ল এটিএম জালিয়াতি চক্রের এক পাণ্ডা । উদ্ধার হল বেশ কয়েকটি নকল এটিএম কার্ড, নগদ 1 লাখ 30 হাজার টাকা । আজ 7 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতকে মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করা হয়েছে ।

ধৃতের নাম সামিম লস্কর, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা । জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার বলেন, সালার ও ভরতপুরে পরপর বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে । তদন্তে নেমে সামিমকে গ্রেপ্তার করা হয়েছে । টিআই প্যারেডে সামিমকে হাজির করা হয়েছে ।

আরও পড়ুন : নিউটাউনে ধৃত ATM জালিয়াতি চক্রের 3

পুলিশ জানিয়েছে, জালিয়াতির নয়া ফন্দি এঁটেই মুর্শিদাবাদে ডেরা গেঁড়েছিল সামিম । অনভিজ্ঞ এটিএম গ্রাহকদের সাহায্যের জন্য ওঁত পেতে থাকত বিভিন্ন এটিএম কাউন্টারের পাশে । তার লক্ষ্য ছিল বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্য করার নামে তাদের এটিএম কার্ড বদল করে দেওয়া । আসল কার্ড হাতিয়ে নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করত সামিম । এভাবে একমাসে 2 লাখ 20 হাজার টাকা হাতিয়েছে সামিম ।

আরও পড়ুন : অনলাইনে দেদার স্কিমার, বাড়ছে ATM জালিয়াতির ঝুঁকি

গ্রাহকদের অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । সিসিটিভি ফুটেজ দেখে সামিম লস্করকে গ্রেপ্তার করে । সামিমের কাছ থেকে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের 6 টি নকল এটিএম কার্ড উদ্ধার হয় । আজ পুলিশ গ্রাহকদের হাতে এটিএম কার্ড তুলে দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.