ETV Bharat / state

শাকের বোঝা নিয়ে বাজারে যাওয়ার পথে খুন সবজি বিক্রেতা

author img

By

Published : Dec 22, 2020, 3:23 PM IST

মালদার দিয়ারা গ্রামে এক সবজি বিক্রেতাকে খুন করল দুষ্কৃতীরা । ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ ।

Malda
Malda

মালদা, 22 ডিসেম্বর : জমি থেকে ফসল বাজারে নিয়ে যাওয়ার সময় খুন হলেন এক সবজি বিক্রেতা ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার দিয়ারা গ্রামে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে রতুয়া থানার পুলিশ ৷ তবে এই ঘটনার সঙ্গে এখনও রাজনৈতিক যোগের অভিযোগ তোলেনি মৃতের পরিবার ৷ মৃতের নাম হেমন্ত মণ্ডল (35) ।

প্রতিদিনের মতো আজ সকালেও সাইকেলে শাক নিয়ে কাহালা গাঁজা মোড় বাজারে যাচ্ছিলেন তিনি ৷ কিছুক্ষণ পর বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে একটি গম খেতে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা । খবর দেওয়া হয় তাঁর বাড়িতে ৷ জানানো হয় রতুয়া থানাতেও ৷ খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থানে যায় ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ ঘটনায় হেমন্তবাবুর পরিবারের তরফে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনায় জেরার জন্য এলাকারই এক যুবককে আটক করা হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

হেমন্তবাবুর ভাই শ্রীমন্ত মণ্ডল বলেন, “সকাল 6টা নাগাদ পিছনে শাকের বোঝা বেঁধে দাদা সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে আসছিল । গাঁজা মোড়ে প্রতিদিনই ও সবজি বিক্রি করতে যায় ৷ রাস্তার ধারে একটু জঙ্গল রয়েছে ৷ সম্ভবত সেখানেই কেউ বা কারা লুকিয়ে ছিল ৷ দাদা সেখানে আসতেই তারা হামলা চালায় ৷ হাঁসুয়া দিয়ে দাদার পুরো শরীরে আঘাত করা হয়েছে ৷ পরে মৃতদেহ গমের জমিতে ফেলে দেওয়া হয় ৷ স্থানীয় কয়েকজন শৌচকর্ম করতে গিয়ে দাদার মৃতদেহ দেখতে পায় ৷ তারাই আমাদের খবর দেয় ৷ এসে দেখি, দাদার লাশ পড়ে রয়েছে ৷ কী কারণে ওকে খুন করা হল বুঝতে পারছি না ৷ ওর সঙ্গে কারো শত্রুতা ছিল বলে জানা নেই ৷ রাজনীতিও করত না ৷ আমরা যাকে বলতাম, দাদা তাকেই ভোট দিত ।”

মালদা, 22 ডিসেম্বর : জমি থেকে ফসল বাজারে নিয়ে যাওয়ার সময় খুন হলেন এক সবজি বিক্রেতা ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার দিয়ারা গ্রামে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে রতুয়া থানার পুলিশ ৷ তবে এই ঘটনার সঙ্গে এখনও রাজনৈতিক যোগের অভিযোগ তোলেনি মৃতের পরিবার ৷ মৃতের নাম হেমন্ত মণ্ডল (35) ।

প্রতিদিনের মতো আজ সকালেও সাইকেলে শাক নিয়ে কাহালা গাঁজা মোড় বাজারে যাচ্ছিলেন তিনি ৷ কিছুক্ষণ পর বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে একটি গম খেতে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা । খবর দেওয়া হয় তাঁর বাড়িতে ৷ জানানো হয় রতুয়া থানাতেও ৷ খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থানে যায় ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ ঘটনায় হেমন্তবাবুর পরিবারের তরফে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনায় জেরার জন্য এলাকারই এক যুবককে আটক করা হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

হেমন্তবাবুর ভাই শ্রীমন্ত মণ্ডল বলেন, “সকাল 6টা নাগাদ পিছনে শাকের বোঝা বেঁধে দাদা সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে আসছিল । গাঁজা মোড়ে প্রতিদিনই ও সবজি বিক্রি করতে যায় ৷ রাস্তার ধারে একটু জঙ্গল রয়েছে ৷ সম্ভবত সেখানেই কেউ বা কারা লুকিয়ে ছিল ৷ দাদা সেখানে আসতেই তারা হামলা চালায় ৷ হাঁসুয়া দিয়ে দাদার পুরো শরীরে আঘাত করা হয়েছে ৷ পরে মৃতদেহ গমের জমিতে ফেলে দেওয়া হয় ৷ স্থানীয় কয়েকজন শৌচকর্ম করতে গিয়ে দাদার মৃতদেহ দেখতে পায় ৷ তারাই আমাদের খবর দেয় ৷ এসে দেখি, দাদার লাশ পড়ে রয়েছে ৷ কী কারণে ওকে খুন করা হল বুঝতে পারছি না ৷ ওর সঙ্গে কারো শত্রুতা ছিল বলে জানা নেই ৷ রাজনীতিও করত না ৷ আমরা যাকে বলতাম, দাদা তাকেই ভোট দিত ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.