ETV Bharat / state

কৌটোর ঢাকনা খুলতে গিয়েই ঘটল বিস্ফোরণ

আজ দুপুরে জাহির শেখ, রফিকুল মিঞা ও চাঁদ মিঞা কুমারগঞ্জ হাইস্কুলের পিছনে আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক কুড়োতে গিয়েছিল। সেখানে রফিকুল একটি ছোটো কৌটো দেখতে পায়। কৌটোর ভিতর কিছু আছে কিনা দেখতে গেলেই সেটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় রফিকুল ও জাহির।

বিস্ফোরণে আহত
author img

By

Published : Mar 3, 2019, 9:14 PM IST

মালদা, ৩ মার্চ : আবর্জনা স্তূপ থেকে পুরানো প্লাস্টিক কুড়োতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হল এক কিশোর ও যুবক। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার অন্তর্গত কুমারগঞ্জ হাইস্কুল সংলগ্ন এলাকায়। আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।

আজ দুপুরে জাহির শেখ, রফিকুল মিঞা ও চাঁদ মিঞা কুমারগঞ্জ হাইস্কুলের পিছনে আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক কুড়োতে গিয়েছিল। সেখানে রফিকুল একটি ছোটো কৌটো দেখতে পায়। কৌটোর ভিতর কিছু আছে কিনা দেখতে গেলেই সেটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় রফিকুল ও জাহির। বিস্ফোরণের আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। জখম দু'জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। পরে চিকিৎসকদের পরামর্শে দু'জনকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দু'জনের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দা সেনাউল হক বলেন,"হাইস্কুলের কাছে আবর্জনা থেকে প্লাস্টিক কুড়োতে গিয়েছিল তিনজন। বিস্ফোরণে রফিকুল ও জাহির গুরুতর জখম হয়।" ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মালদা, ৩ মার্চ : আবর্জনা স্তূপ থেকে পুরানো প্লাস্টিক কুড়োতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হল এক কিশোর ও যুবক। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার অন্তর্গত কুমারগঞ্জ হাইস্কুল সংলগ্ন এলাকায়। আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।

আজ দুপুরে জাহির শেখ, রফিকুল মিঞা ও চাঁদ মিঞা কুমারগঞ্জ হাইস্কুলের পিছনে আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক কুড়োতে গিয়েছিল। সেখানে রফিকুল একটি ছোটো কৌটো দেখতে পায়। কৌটোর ভিতর কিছু আছে কিনা দেখতে গেলেই সেটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় রফিকুল ও জাহির। বিস্ফোরণের আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। জখম দু'জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। পরে চিকিৎসকদের পরামর্শে দু'জনকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দু'জনের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দা সেনাউল হক বলেন,"হাইস্কুলের কাছে আবর্জনা থেকে প্লাস্টিক কুড়োতে গিয়েছিল তিনজন। বিস্ফোরণে রফিকুল ও জাহির গুরুতর জখম হয়।" ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Intro:মালদা, ১ মার্চঃ একগুচ্ছ দাবি নিয়ে ইংরেজবাজার থানা ঘেরাও করে জেল ভরো কর্মসূচি পালন করল বহুজন ক্রান্তি মোর্চা৷ এদিন বহুজন ক্রান্তি মোর্চার পক্ষ থেকে সারা ভারতবর্ষের মালদাতেও থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়৷ বিকেল থেকে প্রায় হাজার খানেক কর্মী-সমর্থকেরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন৷Body:সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে ভিভিপ্যাট পেপার ট্রেলের কাউন্টিং করতে হবে, ধার্মিক অল্পসংখ্যকদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের বিরুদ্ধে কমিউনাল ভায়োলেন্স পিভেন্সন অ্যাক্ট চালু করতে হবে, আদিবাসীদের জল, জমি, জঙ্গল থেকে বেদখল করা চলবে না, এসসি-এসটি-ওবিসি সংরক্ষণের মধ্যে বর্গীকরণ চালু করতে হবে সহ একগুচ্ছ দাবিতে এদিন জেল ভরো কর্মসূচি পালন করে বহুজন ক্রান্তি মোর্চার কর্মী-সমর্থকরা৷Conclusion:বহুজন ক্রান্তি মোর্চার পক্ষ থেকে বাবুরাম কিস্কু বলেন, আজ সারা ভারতবর্ষের সঙ্গে মালদা জেলাতেও তাঁরা এই জেল ভরো কর্মসূচি নিয়েছেন৷ সুপ্রিমকোর্ট জানিয়েছিল, শুধুমাত্র ইভিএম দিয়ে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়৷ ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মেশিন ব্যবহার ও পেপার ট্রেলের কাউন্টিং করতে হবে৷ কিন্তু সুপ্রিমকোর্টের আদেশ অমান্য করে নির্বাচন কমিশন নতুন নিয়ম চালু করেছে৷ বিরোধী প্রতিপক্ষের দাবিতে পেপার ট্রেলের কাউন্টিং হবে বলে জানায় নির্বাচন কমিশন৷ নির্বাচনের কমিশনের এই নির্দেশিকার বিরোধীতায় আজ তাঁদের এই কর্মসূচি৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.