ETV Bharat / bharat

রাতে পুদুচেরি উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফেঞ্জল - CYCLONE FENGAL UPDATE

রাতে পুদুচেরির উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফেঞ্জল ৷ এই মুহূর্তে মহাবলীপুরমের 50 কিলোমিটার দক্ষিণে এটি অবস্থান করছে ।

CYCLONE FENGAL UPDATE
তামিলনাড়ুতে জারি লাল সতর্কতা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2024, 12:30 PM IST

Updated : Nov 30, 2024, 10:45 PM IST

চেন্নাই, 30 নভেম্বর: অবশেষে স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফেঞ্জল ৷ রাত 8টা 20 মিনিট নাগাদ পুদুচেরির কাছে আছড়ে পড়ে ৷ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর কেন্দ্রীভূত ঘূর্ণিঝড় ফেঞ্জল বর্তমানে ঘণ্টায় 7 কিলোমিটার বেগে পশ্চিম দিয়ে এগিয়ে চলেছে ৷ সেটি এই মুহূর্তে মহাবলীপুরমের 50 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে । আর পুদুচেরির 80 কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে রয়েছে ৷

শনিবার দুপুরে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল দিল্লির মৌসম ভবন ৷ ইতিমধ্য়েই, দক্ষিণী রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ৷ সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া ৷ রাজ্যবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে জারি করা হয়েছে লাল সতর্কতা ৷

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ফেঞ্জল ৷ এরপর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে গত 6 ঘণ্টায় 12 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি ক্রমে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ৷ শনিবার সকাল 5টা 30 মিনিটে ঘূর্ণিঝড়টি পুদুচেরি থেকে 150 কিমি ও চেন্নাই থেকে 140 কিমি দক্ষিণ-পূর্বে রয়েছে ৷ আগামী কয়েক ঘণ্টার মধ্যে এদিন বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

তামিলনাড়ুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ চেন্নাই, পুদুচেরি, তিরুভাল্লুর, চেঙ্গলপত্তু-সহ রাজ্য়ের 7 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্য়েই, রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ বাতিল করা হয়েছে মাদরাস বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ডিস্ট্যান্সের পরীক্ষা ৷ আগামী 14 ডিসেম্বর নেওয়া হবে এই পরীক্ষা বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর ৷ শনিবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে ৷ সেখানে লেখা, "খারাপ আবহাওয়ায় বিমান চালানো ঝুঁকিপূর্ণ ৷ সে কারণে পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আবহাওয়ার উন্নতি হলে ফের পরিষেবা স্বাভাবিক করা হবে ৷"

স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে । সরকারের তরফে জানানো হয়েছে ইস্ট কোস্ট রোড এবং ওল্ড মহাবলীপুরম রোডে শনিবার বিকেলে যান চলাচল বন্ধ থাকবে বলেও । ইতিমধ্য়েই, রাজ্যের বিভিন্ন জেলায় 2 হাজারেরও বেশি ত্রাণশিবির খোলা হয়েছে তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে ৷

বিমান পরিষেবার পাশাপাশি ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাব পড়েছে রেল পরিষেবার উপরেও ৷ ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাই শাখার একাধিক ট্রেনের সংখ্যা কমিয়ে দিয়েছে দক্ষিণ রেল কর্তৃপক্ষ ৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল ৷

পড়ুন: ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাবে ঊর্ধ্বমুখী বাংলার পারদ, তাপমাত্রা বাড়ল 3.5 ডিগ্রি

চেন্নাই, 30 নভেম্বর: অবশেষে স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফেঞ্জল ৷ রাত 8টা 20 মিনিট নাগাদ পুদুচেরির কাছে আছড়ে পড়ে ৷ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর কেন্দ্রীভূত ঘূর্ণিঝড় ফেঞ্জল বর্তমানে ঘণ্টায় 7 কিলোমিটার বেগে পশ্চিম দিয়ে এগিয়ে চলেছে ৷ সেটি এই মুহূর্তে মহাবলীপুরমের 50 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে । আর পুদুচেরির 80 কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে রয়েছে ৷

শনিবার দুপুরে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল দিল্লির মৌসম ভবন ৷ ইতিমধ্য়েই, দক্ষিণী রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ৷ সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া ৷ রাজ্যবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে জারি করা হয়েছে লাল সতর্কতা ৷

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ফেঞ্জল ৷ এরপর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে গত 6 ঘণ্টায় 12 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি ক্রমে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ৷ শনিবার সকাল 5টা 30 মিনিটে ঘূর্ণিঝড়টি পুদুচেরি থেকে 150 কিমি ও চেন্নাই থেকে 140 কিমি দক্ষিণ-পূর্বে রয়েছে ৷ আগামী কয়েক ঘণ্টার মধ্যে এদিন বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

তামিলনাড়ুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ চেন্নাই, পুদুচেরি, তিরুভাল্লুর, চেঙ্গলপত্তু-সহ রাজ্য়ের 7 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্য়েই, রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ বাতিল করা হয়েছে মাদরাস বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ডিস্ট্যান্সের পরীক্ষা ৷ আগামী 14 ডিসেম্বর নেওয়া হবে এই পরীক্ষা বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর ৷ শনিবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে ৷ সেখানে লেখা, "খারাপ আবহাওয়ায় বিমান চালানো ঝুঁকিপূর্ণ ৷ সে কারণে পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আবহাওয়ার উন্নতি হলে ফের পরিষেবা স্বাভাবিক করা হবে ৷"

স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে । সরকারের তরফে জানানো হয়েছে ইস্ট কোস্ট রোড এবং ওল্ড মহাবলীপুরম রোডে শনিবার বিকেলে যান চলাচল বন্ধ থাকবে বলেও । ইতিমধ্য়েই, রাজ্যের বিভিন্ন জেলায় 2 হাজারেরও বেশি ত্রাণশিবির খোলা হয়েছে তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে ৷

বিমান পরিষেবার পাশাপাশি ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাব পড়েছে রেল পরিষেবার উপরেও ৷ ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাই শাখার একাধিক ট্রেনের সংখ্যা কমিয়ে দিয়েছে দক্ষিণ রেল কর্তৃপক্ষ ৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল ৷

পড়ুন: ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাবে ঊর্ধ্বমুখী বাংলার পারদ, তাপমাত্রা বাড়ল 3.5 ডিগ্রি
Last Updated : Nov 30, 2024, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.