মালদা, 11 এপ্রিল : "প্রথম দফার নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনের দেখা উচিত।" আজ মালদায় দলীয় কর্মসূচিতে এসে একথা বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি আজ নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন। বলেন, "গোবিন্দ রায়ের গাড়ির উপর যেভাবে আক্রমণ করা হয়েছে বা সাংবাদিকদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তা নিন্দনীয়। বিষয়টি নির্বাচন কমিশনের দেখা উচিত। এখন এখানে নির্বাচন কমিশনই বা কী করল জানি না।"
আজ প্রথম দফায় রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ হয়। কোচবিহারে ছাপ্পা ভোটের পাশাপাশি একাধিক জায়গায় মানুষ ভোট দিতে পারেনি বলে অভিযোগ ওঠে। এবিষয়ে বিমানবাবু বলেন, "লোকসভা নির্বাচনটাকেও পঞ্চায়েত নির্বাচনের মতো করার চেষ্টা হয়েছে। প্রথম পর্বের নির্বাচনে যা হল তাতে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। এরপর যেখানে যেখানে ভোটগ্রহণ হবে সেখানে যেন আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়।"
বাম চেয়ারম্যান আরও বলেন, "আমাদের প্রার্থী গোবিন্দ রায়কে সিতাইয়ে আক্রমণ করা হয়েছে। যেভাবে তাঁর গাড়ির উপর হামলা করা হয়েছে তার নিন্দার কোনও ভাষা নেই। নির্বাচনে যেভাবে স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে ত্রুটি রয়েছে। সিতাইয়ে কোনও বুথ হামলার মুখে পড়বে না, তা মনে করার কোনও কারণ নেই। অথচ সেটাই ঘটেছে। প্রথম পর্বের দু'টি লোকসভা কেন্দ্রের ভোটে যে মহড়া দেখা গেল, তা দেখে আগামী 18 তারিখ দ্বিতীয় পর্বের ভোটের আগে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। সেদিন যে কেন্দ্রগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে এমন ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে ভোট লুটেরারা ভোট লুট করতে না পারে।" তিনি আরও বলেন, "অবাক লাগছে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক কোচবিহারে রয়েছেন। তাঁর উপস্থিতিতেই প্রথম দফার নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটল। আজ যে সব জায়গায় ঠিকভাবে ভোট করা যায়নি, সেই সব জায়গায় ফের ভোটগ্রহণের ব্যবস্থা করা উচিত।"