ETV Bharat / state

করোনায় আক্রান্ত মৌসম নুর ও দুলাল সরকার

মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় নির্বাচনী প্রচার শুরু করার আগের দিনই করোনায় আক্রান্ত জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর ও দলের জেলা কো-অর্ডিনেটর দুলালচন্দ্র সরকার ৷

Mausam Noor tests COVID positive
ছবি
author img

By

Published : Apr 20, 2021, 7:26 PM IST

মালদা, 20 এপ্রিল : আগামীকাল থেকেই মালদা জেলায় প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে করোনায় আক্রান্ত হলেন তাঁর দুই অস্ত্র ৷ করোনা পজিটিভ হয়েছেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর ও দলের জেলা কো-অর্ডিনেটর দুলালচন্দ্র সরকার ৷ বর্তমানে তাঁরা দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন ৷ মৌসম জানিয়েছেন, বাড়িতে ওয়াররুম বানিয়ে তিনি ভোট পরিচালনা করবেন ৷

উত্তর দিনাজপুরে প্রচার সেরে গতকালই মালদায় চলে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পুরাতন মালদার একটি হোটেলে রয়েছেন তিনি ৷ আগামীকাল হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় প্রথম নির্বাচনী সভা করতে চলেছেন ৷ দুই দফায় এই জেলায় ছটি সভা করার কথা রয়েছে তাঁর ৷ করোনা আবহে প্রতি সভাতেই তৃণমূলনেত্রীর সঙ্গে মঞ্চে যাঁরা থাকবেন তাঁদের কোরোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ সেই নির্দেশিকা মেনেই নিজেদের লালারস পরীক্ষা করান জেলা তৃণমূলের শীর্ষ নেতানেত্রীরা ৷ তাঁদের মধ্যে আজ মৌসম ও দুলালের রিপোর্ট পজিটিভ এসেছে ৷ মালদা মেডিকেলে আরটিপিসিআর পদ্ধতিতে তাঁদের লালারস পরীক্ষা করা হয় ৷

আরও পড়ুন : 18 ঊর্ধ্বদের টিকায় দেরি, মোদিকে কড়া চিঠি মমতার

ইটিভি ভারতকে দুলাল সরকার বলেন, “গত দু’দিন ধরে সামান্য সর্দি হয়েছিল ৷ সঙ্গে গলায় হালকা ব্যথা ছিল ৷ মুখ্যমন্ত্রীর মঞ্চে থাকার জন্য গতকাল লালারসের নমুনা পরীক্ষা করাই ৷ রিপোর্ট পজিটিভ হওয়ার পরেই আমি ব্যক্তিগত অফিসের নীচে একটি ঘরে নিজেকে বন্দি করে ফেলেছি ৷ চাঁচল ও মালদা কেন্দ্রে ভোটের দায়িত্বে আমি ছিলাম ৷ এখন এই ঘর থেকেই ভোট পরিচালনা করব ৷”

অন্যদিকে মৌসম বলেন, “আমার করোনার কোনও লক্ষ্মণ ছিল না ৷ শুধু দু’দিন আগে সামান্য শরীরে ব্যথা হয়েছিল ৷ সেটা ঠিকও হয়ে যায় ৷ মুখ্যমন্ত্রীর মঞ্চে থাকার নির্দেশিকা মেনে আমরা তিনজন একসঙ্গে লালারসের নমুনা পরীক্ষা করিয়েছিলাম ৷ আমার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তারপরেই আমি বাড়ির একটি ঘরে আইসোলেশনে রয়েছি ৷ ছেলেমেয়েকে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছি ৷ তাদের সঙ্গে দেখাও করছি না ৷ এই ঘর থেকেই আমি নির্বাচন পরিচালনা করব ৷ এটাই হবে ওয়াররুম ৷”

মালদা, 20 এপ্রিল : আগামীকাল থেকেই মালদা জেলায় প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে করোনায় আক্রান্ত হলেন তাঁর দুই অস্ত্র ৷ করোনা পজিটিভ হয়েছেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর ও দলের জেলা কো-অর্ডিনেটর দুলালচন্দ্র সরকার ৷ বর্তমানে তাঁরা দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন ৷ মৌসম জানিয়েছেন, বাড়িতে ওয়াররুম বানিয়ে তিনি ভোট পরিচালনা করবেন ৷

উত্তর দিনাজপুরে প্রচার সেরে গতকালই মালদায় চলে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পুরাতন মালদার একটি হোটেলে রয়েছেন তিনি ৷ আগামীকাল হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় প্রথম নির্বাচনী সভা করতে চলেছেন ৷ দুই দফায় এই জেলায় ছটি সভা করার কথা রয়েছে তাঁর ৷ করোনা আবহে প্রতি সভাতেই তৃণমূলনেত্রীর সঙ্গে মঞ্চে যাঁরা থাকবেন তাঁদের কোরোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ সেই নির্দেশিকা মেনেই নিজেদের লালারস পরীক্ষা করান জেলা তৃণমূলের শীর্ষ নেতানেত্রীরা ৷ তাঁদের মধ্যে আজ মৌসম ও দুলালের রিপোর্ট পজিটিভ এসেছে ৷ মালদা মেডিকেলে আরটিপিসিআর পদ্ধতিতে তাঁদের লালারস পরীক্ষা করা হয় ৷

আরও পড়ুন : 18 ঊর্ধ্বদের টিকায় দেরি, মোদিকে কড়া চিঠি মমতার

ইটিভি ভারতকে দুলাল সরকার বলেন, “গত দু’দিন ধরে সামান্য সর্দি হয়েছিল ৷ সঙ্গে গলায় হালকা ব্যথা ছিল ৷ মুখ্যমন্ত্রীর মঞ্চে থাকার জন্য গতকাল লালারসের নমুনা পরীক্ষা করাই ৷ রিপোর্ট পজিটিভ হওয়ার পরেই আমি ব্যক্তিগত অফিসের নীচে একটি ঘরে নিজেকে বন্দি করে ফেলেছি ৷ চাঁচল ও মালদা কেন্দ্রে ভোটের দায়িত্বে আমি ছিলাম ৷ এখন এই ঘর থেকেই ভোট পরিচালনা করব ৷”

অন্যদিকে মৌসম বলেন, “আমার করোনার কোনও লক্ষ্মণ ছিল না ৷ শুধু দু’দিন আগে সামান্য শরীরে ব্যথা হয়েছিল ৷ সেটা ঠিকও হয়ে যায় ৷ মুখ্যমন্ত্রীর মঞ্চে থাকার নির্দেশিকা মেনে আমরা তিনজন একসঙ্গে লালারসের নমুনা পরীক্ষা করিয়েছিলাম ৷ আমার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তারপরেই আমি বাড়ির একটি ঘরে আইসোলেশনে রয়েছি ৷ ছেলেমেয়েকে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছি ৷ তাদের সঙ্গে দেখাও করছি না ৷ এই ঘর থেকেই আমি নির্বাচন পরিচালনা করব ৷ এটাই হবে ওয়াররুম ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.