মালদা, 18 এপ্রিল : "ভোটকর্মীরাও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছেন৷ কিছু কর্মী যারা রাজনৈতিকভাবে যুক্ত, তাঁরা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটাচ্ছেন৷" মালদায় দলীয় প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে প্রচারে এসে ভোটকর্মীদের প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়৷
দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে আজ সকালে মালদা শহরে পদযাত্রা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজীববাবু বলেন, "তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করে না৷ আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি৷ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের জন্য কাজ করেন৷ কোথাও কোনও বিরোধী নেই৷ একটাই দল, তৃণমূল কংগ্রেস৷ আমরা আশাবাদী, 42-এ 42 হবে৷"
এতদিন CPI(M) রাজ্যে ক্ষমতায় থেকেও মালদায় কংগ্রেসের মাটি কাড়তে পারেনি, তৃণমূল কী পারবে? উত্তরে তিনি বলেন, "CPI(M)-কে পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিকভাবে বিতাড়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, তিনি যেভাবে মানুষের পাশে থাকেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিকে বিরোধীরা ঝড়ের মতো উড়ে চলে যাবে৷"
বিরোধীরা পঞ্চায়েতে সন্ত্রাসের অভিযোগ তুলেছে, এখন ভোটকর্মীরা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে চাইছেন না৷ এর প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজীববাবু বলেন, "আমার মনে হয় ভোটকর্মীরাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন৷ কোথাও কোনও গন্ডগোল নেই৷ গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন৷ 2011-তে মা-মাটি-মানুষের সরকার আসার পর দেখিয়ে দিয়েছে নির্বাচন উৎসবের মেজাজে হয়৷ এবারও তার ব্যতিক্রম হবে না৷"