মালদা, 31 অক্টোবর : রেলের টিকিটের জালিয়াতি রুখতে ফের রেল পুলিশ ও RPF যৌথভাবে হানা দিল মালদা শহরে ৷ IRCTC-র একাধিক ব্যক্তিগত আইডি থেকে রেলের ই-টিকিট বিক্রির অভিযোগে ফের এক ট্রাভেল এজেন্সির মালিককে গ্রেপ্তার করল RPF ৷ বুধবার মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় হানা দিয়ে ওই ট্রাভেল এজেন্সির দপ্তরে দীর্ঘক্ষণ তল্লাশি চালান RPF-এর কর্তারা ৷ একাধিক ই-টিকিট ও নথিসহ ওই সংস্থার কর্ণধারকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে ওই সংস্থার একটি ল্যাপটপ, কম্পিউটারের CPU-সহ একাধিক জিনিস ৷ যদিও এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি RPF কর্তৃপক্ষ৷
দীর্ঘদিন ধরে মালদা শহরে রেলের টিকিট জালিয়াতির অভিযোগ উঠছে৷ মাস দুয়েক আগে মালদা শহরের নেতাজি মোড়ের একটি বেসরকারি রেলের টিকিট বিক্রয়কারী সংস্থায় হানা দিয়েছিল RPF ও রেল পুলিশ৷ গতকাল দুপুরে ফের মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় হানা দেয় তারা৷ টিকিট ও নথিপত্রে গড়মিল থাকায় ওই সংস্থার কর্ণধার অমিত ঘোষকে গ্রেপ্তার করা হয়৷ অমিতবাবুর বাড়ি পুরাতন মালদার খইহাট্টা এলাকায়৷ জানা গেছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে RPF-এর সাইবার ক্রাইম ব্রাঞ্চের কর্তারা দীর্ঘদিন ধরে অমিতবাবুর ব্যক্তিগত IRCT-র আইডির উপর নজরদারি রাখছিলেন৷ সেখান থেকে তথ্য পেয়ে বুধবার দুপুরে সিঙ্গাতলার ওই এজেন্সিতে তাঁরা হানা দেন৷ এজেন্সির কম্পিউটার ও ল্যাপটপে একাধিক পার্সোনাল IRCTC আইডির হদিশ পান তাঁরা৷ এদিন সকাল থেকে ওই এজেন্সি থেকে ব্যক্তিগত আইডি ব্যবহার করে 42টি টিকিট কাটা হয়৷ যার মূল্য 77 হাজার 127 টাকা৷ সেসব বাজেয়াপ্ত করা হয়৷ জানা গেছে, 2017 সাল থেকে 2019 পর্যন্ত এই সংস্থাটি ব্যক্তিগত আইডি ব্যবহার করে রেলের তৎকাল ও প্রিমিয়াম তৎকাল মিলিয়ে 151টি টিকিট কেটেছে৷ ওই টিকিটের মূল্য প্রায় 3 লক্ষ টাকা৷ জিজ্ঞাসাবাদে RPF কর্তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, মোট 13টি ব্যক্তিগত আইডি ব্যবহার করত ওই সংস্থাটি৷ টিকিট পিছু ক্রেতাদের কাছ থেকে 200 থেকে 300 টাকা অতিরিক্ত আদায় করত তারা৷ জানা গেছে, ধৃত অমিত ঘোষকে আগামীকাল জেলা আদালতে পেশ করা হবে৷
রেলের টিকিটের জালিয়াতি নিয়ে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকেই ৷এই দুর্নীতি কি বন্ধ হবে?প্রশ্ন উঠছে ভুক্তভোগীদের মনে৷