ETV Bharat / state

প্লাস্টিক সংগ্রহ করে স্কুলে জমা দিলে ভরতিতে মিলবে ছাড় !

বিশ্ব পরিবেশ দিবসে এক অভিনব উদ্যোগ । কোনও ছাত্র সারা বছরে নিজের বাড়ি ও তার চারপাশের এলাকা থেকে প্লাস্টিক কুড়িয়ে স্কুলে জমা করলে ক্লাস 11-এ ভরতিতে দেওয়া হবে বিশেষ ছাড় ।

বিশ্ব পরিবেশ দিবস পালন
author img

By

Published : Jun 5, 2019, 10:11 PM IST

মালদা, 5 জুন : নজরে দূষণ মুক্ত পরিবেশ । আর দূষণ মুক্ত এলাকা-পরিবেশ গড়তে এক অভিনব উদ্যোগ ইংরেজবাজারে শোভানগর হাই স্কুলের । স্কুলের তরফে পড়ুয়াদের কাছে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করতে উৎসাহ দেওয়া হল । যাতে পড়ুয়ারা সেই কাজে আরও বেশি করে উৎসাহ পায়, দায়িত্ব নিয়ে করে সে জন্য ক্লাস 11-এর ভরতির সময়ে বিশেষ ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে ।

আজ বিশ্ব পরিবেশ দিবস । ছাত্রদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে শোভানগর হাই স্কুলের তরফে নেওয়া হয় এক বিশেষ পরিকল্পনা । সেই পরিকল্পনার কথা নিজেই জানালেন স্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস । তাঁর কথায়, "পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ প্লাস্টিক । আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা স্কুলের পক্ষ থেকে একটা বার্তা দিতে চাই ৷ প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়তে হবে ৷''

দূষণমুক্ত পরিবেশ গড়ার কাজে প্রথমেই পড়ুয়াদের মধ্যে উৎসাহ বাড়ানোর চেষ্টা করা হয় স্কুলের তরফে । ঘোষণা করা হয়, কোনও ছাত্র সারা বছর ধরে নিজের বাড়ি ও তার চারপাশের এলাকা থেকে প্লাস্টিক কুড়িয়ে স্কুলে জমা করে তাহলে তাকে ক্লাস 11-এ ভরতিতে বিশেষ ছাড় দেওয়া হবে । প্রধান শিক্ষক বলেন, ''পরবর্তীতে এই ব্যবস্থা আমরা ক্লাস 5 থেকে ক্লাস 10-এর ছাত্রদের জন্যও রাখব ।'' পাশাপাশি, প্লাস্টিকের বোতল ব্যবহার করে স্কুলে একটি গ্রিন হাউস তৈরির কথাও জানান তিনি।

মালদা, 5 জুন : নজরে দূষণ মুক্ত পরিবেশ । আর দূষণ মুক্ত এলাকা-পরিবেশ গড়তে এক অভিনব উদ্যোগ ইংরেজবাজারে শোভানগর হাই স্কুলের । স্কুলের তরফে পড়ুয়াদের কাছে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করতে উৎসাহ দেওয়া হল । যাতে পড়ুয়ারা সেই কাজে আরও বেশি করে উৎসাহ পায়, দায়িত্ব নিয়ে করে সে জন্য ক্লাস 11-এর ভরতির সময়ে বিশেষ ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে ।

আজ বিশ্ব পরিবেশ দিবস । ছাত্রদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে শোভানগর হাই স্কুলের তরফে নেওয়া হয় এক বিশেষ পরিকল্পনা । সেই পরিকল্পনার কথা নিজেই জানালেন স্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস । তাঁর কথায়, "পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ প্লাস্টিক । আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা স্কুলের পক্ষ থেকে একটা বার্তা দিতে চাই ৷ প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়তে হবে ৷''

দূষণমুক্ত পরিবেশ গড়ার কাজে প্রথমেই পড়ুয়াদের মধ্যে উৎসাহ বাড়ানোর চেষ্টা করা হয় স্কুলের তরফে । ঘোষণা করা হয়, কোনও ছাত্র সারা বছর ধরে নিজের বাড়ি ও তার চারপাশের এলাকা থেকে প্লাস্টিক কুড়িয়ে স্কুলে জমা করে তাহলে তাকে ক্লাস 11-এ ভরতিতে বিশেষ ছাড় দেওয়া হবে । প্রধান শিক্ষক বলেন, ''পরবর্তীতে এই ব্যবস্থা আমরা ক্লাস 5 থেকে ক্লাস 10-এর ছাত্রদের জন্যও রাখব ।'' পাশাপাশি, প্লাস্টিকের বোতল ব্যবহার করে স্কুলে একটি গ্রিন হাউস তৈরির কথাও জানান তিনি।

Intro:মালদা, ৫ জুন : আজ বিশ্ব পরিবেশ দিবস৷ গোটা পৃথিবীতেই আজ চলছে বিশ্বকে ভবিষ্যতের জন্য বাসযোগ্য করার কর্মসূচি৷ মালদা জেলাও তার ব্যতিক্রম নয়৷ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন আজ জেলা জুড়ে এই দিনটিকে নিজেদের মতো পালন করছে৷ তারই মধ্যে যেন খানিকটা ব্যতিক্রমী ইংরেজবাজার ব্লকের শোভানগর হাইস্কুল৷ পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক চারদিক থেকে সংগ্রহ করে স্কুলে জমা দিলেই ভরতিতে মিলবে বিশেষ ছাড়৷ তেমনটাই ঘোষণা করেছে এই স্কুল কর্তৃপক্ষ৷Body:         স্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস জানালেন, "পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ প্লাস্টিক৷ আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা স্কুলের পক্ষ থেকে সবাইকে দিতে চাই৷ ভবিষ্যতের পৃথিবীকে বাসযোগ্য করার জন্য আমাদের সবাইকে প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়তে হবে৷ প্লাস্টিক দূষণ যে কতটা ভয়াবহ, তা আজ আমরা সবাই অনুভব করতে পারি৷ প্লাস্টিক দূষণ রোধ করতে আমরা ছাত্রদের উদ্দেশ্যেও একটা বিশেষ বার্তা দিয়েছি৷ যদি কোনও ছাত্র সারা বছর ধরে নিজের বাড়ি এবং বাড়ি সংলগ্ন এলাকা থেকে প্লাস্টিক সংগ্রহ করে স্কুলে জমা করলে তাকে একাদশ শ্রেণির ভরতিতে ফি-এর ক্ষেত্রে আমরা বিশেষ ছাড় দেব৷ পরবর্তীতে এই ব্যবস্থা আমরা পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রদের ক্ষেত্রেও রাখব৷ এছাড়াও আমরা প্লাস্টিক বোতল ব্যবহার করে স্কুলে একটি গ্রিন হাউস তৈরি করেছি৷ সেই গ্রিন হাউস শীতকালীন ফুলের পরিস্ফুটনে সাহায্য করে৷ এভাবে আমরা সবাইকে বার্তা দিতে চাই, প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাই যেন এগিয়ে আসেন৷"Conclusion:         আজকের দিনটিতে জেলার বিভিন্ন জায়গায় হয়তো পথঘাট পরিষ্কার করা হচ্ছে, কোথাও বা জঙ্গল সাফ করে বিশেষ এই দিনটিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে একাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন৷ তার মধ্যে শোভানগর হাইস্কুলের মতো গ্রামের একটি স্কুলের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ব্যতিক্রম৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.