ETV Bharat / state

ছিনতাইয়ে বাধা, ট্রেন থেকে ফেলা হল মহিলাকে - yogbani express

সংরক্ষিত কামরায় ছিনতাই করতে গেলে বাধা দেওয়ায় মহিলাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আক্রান্ত মহিলা
author img

By

Published : Feb 21, 2019, 5:15 PM IST

মালদা, ২১ ফেব্রুয়ারি : সংরক্ষিত কামরায় ছিনতাই করতে গেলে বাধা দিয়েছিলেন। তাই মহিলাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি।

যোগবাণী এক্সপ্রেসে কলকাতা থেকে পূর্ণিয়ায় এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন অঞ্জলি দাস (৩৪)। সঙ্গে ছিল ছেলে আদিত্য দাস। অঞ্জলি আয়কর বিভাগের কর্মী। গতরাতে ফরাক্কা ব্রিজ সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিতে গেলে চলন্ত ট্রেন থেকে অঞ্জলিকে ফেলে দেওয়া হয়। যাত্রীরা চেন টানলেও ট্রেন থামেনি। মালদা স্টেশনে ট্রেন পৌঁছালে অঞ্জলিকে উদ্ধার করেন RPF কর্মীরা। তারপর তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অঞ্জলির ছেলে আদিত্য বলে, "রাতে আমরা ঘুমোচ্ছিলাম। হঠাৎ চিৎকারে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি মা'য়ের কম্বল ও জুতো পড়ে আছে। খোঁজাখুঁজি করেও মা'কে পাইনি। চেন টানার পরও ট্রেন থামেনি। মালদা পৌঁছে জানতে পারি মা'কে উদ্ধার করা হয়েছে। মায়ের কাছে শুনলাম কয়েকজন দুষ্কৃতী মায়ের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। তখনই মা'কে ট্রেন থেকে ফেলে দেয় দুষ্কৃতীরা।"

মালদা GRP-র IC ভাস্কর প্রধান জানান, তিনি RPF কর্মীদের কাছে ঘটনাটি শুনেছেন। বনিডাঙা এলাকায় যোগবাণী এক্সপ্রেসের গতি কমলে এক দুষ্কৃতী ওই মহিলার ব্যাগ নিয়ে পালাতে যায়। সেই সময় ওই মহিলা তাঁকে ধরতে গিয়ে ট্রেন থেকে পড়ে যান। ফরাক্কা RPF কর্মীরা তাঁকে উদ্ধার করে সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন।

মালদা, ২১ ফেব্রুয়ারি : সংরক্ষিত কামরায় ছিনতাই করতে গেলে বাধা দিয়েছিলেন। তাই মহিলাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি।

যোগবাণী এক্সপ্রেসে কলকাতা থেকে পূর্ণিয়ায় এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন অঞ্জলি দাস (৩৪)। সঙ্গে ছিল ছেলে আদিত্য দাস। অঞ্জলি আয়কর বিভাগের কর্মী। গতরাতে ফরাক্কা ব্রিজ সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিতে গেলে চলন্ত ট্রেন থেকে অঞ্জলিকে ফেলে দেওয়া হয়। যাত্রীরা চেন টানলেও ট্রেন থামেনি। মালদা স্টেশনে ট্রেন পৌঁছালে অঞ্জলিকে উদ্ধার করেন RPF কর্মীরা। তারপর তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অঞ্জলির ছেলে আদিত্য বলে, "রাতে আমরা ঘুমোচ্ছিলাম। হঠাৎ চিৎকারে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি মা'য়ের কম্বল ও জুতো পড়ে আছে। খোঁজাখুঁজি করেও মা'কে পাইনি। চেন টানার পরও ট্রেন থামেনি। মালদা পৌঁছে জানতে পারি মা'কে উদ্ধার করা হয়েছে। মায়ের কাছে শুনলাম কয়েকজন দুষ্কৃতী মায়ের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। তখনই মা'কে ট্রেন থেকে ফেলে দেয় দুষ্কৃতীরা।"

মালদা GRP-র IC ভাস্কর প্রধান জানান, তিনি RPF কর্মীদের কাছে ঘটনাটি শুনেছেন। বনিডাঙা এলাকায় যোগবাণী এক্সপ্রেসের গতি কমলে এক দুষ্কৃতী ওই মহিলার ব্যাগ নিয়ে পালাতে যায়। সেই সময় ওই মহিলা তাঁকে ধরতে গিয়ে ট্রেন থেকে পড়ে যান। ফরাক্কা RPF কর্মীরা তাঁকে উদ্ধার করে সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন।

Intro:মালদা, ১৯ ফেব্রুয়ারিঃ মানবিকতার উদাহরণ দিলেন মালদা শহরের কৃষ্ণপল্লির দুই বাসিন্দা৷ রাত থেকেই রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়েছিলেন অজ্ঞাতপরিচয় এক মহিলা৷ সকালে সেই খবর পেয়ে স্থানীয় ওই দুই বাসিন্দা ছুটে যান ঘটনাস্থলে৷ অচৈতন্য মহিলাকে উদ্ধার করে তাঁরা ভর্তি করেন মালদা মেডিকেলে৷ ওই মহিলা বর্তমানে মালদা মেডিকেলেই চিকিৎসাধীন৷Body:ঘটনাটি আজ সকালের৷ প্রতিদিনের মতো আজও কর্মব্যস্ত দিন শুরু হচ্ছিল৷ তখনই কৃষ্ণপল্লিতে অচৈতন্য অবস্থায় এক মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ ওই মহিলা জীবিত না মৃত তা নিয়েও নিশ্চিত হতে পারছিলেন না কেউ৷ সেই খবর যায় স্থানীয় দুই বাসিন্দা হরিশ সাহা ও শিবাশিস চৌধুরির কানে৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তাঁরা৷ বুঝতে পারেন, মহিলা তখনও জীবিত৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করেন হরিশবাবুরা৷ খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়৷ পুলিশও খুব তাড়াতাড়ি মেডিকেলে ছুটে আসে৷Conclusion:প্রাথমিকভাবে এলাকাবাসীর ধারনা, বছর চল্লিশের ওই মহিলা এলাকার কেউ নন৷ পোশাক দেখে তাঁকে অত্যন্ত নিম্নবিত্ত বলেই মনে করছেন সবাই৷ তবে তাঁর পাশ থেকে একটি ব্যাগ পাওয়া গিয়েছে৷ সেই ব্যাগ দেখে অনেকে মনে করছেন, হয়তো ওই মহিলা চিকিৎসার জন্য মালদা শহরে এসেছিলেন৷ এদিকে মেডিকেল সূত্রে জানা গিয়েছে, এখনও অচৈতন্য রয়েছেন ওই মহিলা৷ তাঁর নিম্ন রক্তচাপ রয়েছে৷ মাথায় গুরুতর চোট থাকায় সিটিস্ক্যান করা হয়েছে৷ তবে এখনও তাঁর নাম পরিচয় জানা যায়নি৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.