ETV Bharat / state

Malda Accidental Death: মহকুমাশাসকের গাড়িতে মৃতের পরিবারকে শর্ত প্রশাসনের, ভয়ঙ্কর অভিযোগ মালদায়

author img

By

Published : Nov 8, 2022, 7:17 PM IST

হয় চাকরি, নয় গ্রেফতারি ৷ মহকুমাশাসকের গাড়িতে মৃতের পরিবারকে শর্ত দিয়েছে প্রশাসন (Malda Accidental Death) ৷ ভয়ঙ্কর অভিযোগ উঠল মালদার ঘটনায় ৷

Malda Accidental Death
Malda Accidental Death

মালদা, 8 নভেম্বর: হয় মহকুমাশাসককে গ্রেফতারি কিংবা চাকরি, দুইয়ের মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে ৷ প্রশাসনের তরফে এমনটাই নাকি শর্ত দেওয়া হয়েছিল সরকারি কর্তার গাড়ির ধাক্কায় মৃতের পরিবারের সদস্যদের ৷ এ নিয়ে পরিবারের কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ না-খুললেও সেকথা জানিয়েছেন প্রতিবেশীরা ৷

তবে মৃতের স্ত্রীকে ক্ষতিপূরণ হিসাবে সরকারি চাকরি দেবেন বলে মন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসে ভরসা করতে পারেননি পরিবারের সদস্যরা ৷ তাঁরা স্ট্যাম্প পেপারে মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি দাবি করেন ৷ সেই কাগজ তৈরি করে নিয়ে গেলেও তাতে অবশ্য স্বাক্ষর করেননি মন্ত্রী ৷ পরিবারের সদস্যদের দাবি, মন্ত্রী তাঁদের জানিয়েছেন, কাগজে কোথাও মহকুমাশাসকের গাড়ি কিংবা গাড়ির নম্বর দেওয়া যাবে না (Malda Accidental Death) ৷

পাপ্পুর প্রতিবেশি সীমা কর্মকার বলেন, "আমরা মহকুমাশাসকের গ্রেফতারি চাইছি ৷ সঙ্গে পাপ্পুর স্ত্রীর সরকারি চাকরিও দাবি করছি ৷ কিন্তু প্রশাসনের তরফে শর্ত দেওয়া হয়েছে, দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে ৷ দুটো একসঙ্গে পাওয়া যাবে না ৷" আরেক প্রতিবেশী শম্পা সাহা বলেন, "আমরা চাইছি যাতে পাপ্পুর স্ত্রী আর বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে ৷ স্ত্রীকে যেন একটা সরকারি চাকরি দেওয়া হয় ৷ আমরা দোষীরও শাস্তি চাই ৷ কিন্তু এখানে এসে শুনছি, প্রশাসনের তরফে দুটোর মধ্যে একটা বেছে নিতে বলা হয়েছে ৷ কী আর বলব ৷"

মহকুমাশাসকের গাড়িতে মৃতের পরিবারকে শর্ত প্রশাসনের

তবে মন্ত্রীর সরকারি চাকরির আশ্বাসে ভরসা রাখতে পারছেন না পাপ্পুর বউদি শিল্পী সিংহ দাস ৷ মন্ত্রী চাকরির লিখিত প্রতিশ্রুতি না-দেওয়ায় তিনি ক্ষোভও প্রকাশ করেন ৷ বলেন, "গতকাল রাতে সাবিনা ইয়াসমিন বলে গেলেন, তিনি সব কিছু করতে রাজি রয়েছেন ৷ তিনি চাকরির লিখিত প্রতিশ্রুতি দেবেন বলেছিলেন ৷ কিন্তু আজ তিনি সেই প্রতিশ্রুতি পালন করলেন না ৷ মহকুমাশাসকের নাম কিংবা গাড়ির নম্বর দেওয়া যাবে না ৷ তিনিও কী ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? এখনও মহকুমাশাসককে গ্রেফতার করা হয়নি ৷ তাঁর গাড়িও বাজেয়াপ্ত করেনি পুলিশ ৷ তাহলে তো মন্ত্রীর চাকরির প্রতিশ্রুতিটাও মিথ্যে ৷ এখনই তিনি লিখিত আশ্বাস না-দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন ৷ পরে গেলে তো বলবেন, তিনি চাকরির কোনও প্রতিশ্রুতিই দেননি ৷ তেমন প্রতিশ্রুতি তাঁরা অনেক দেন ৷ একবারে সরকারি কোনও কাজ হয় না ৷ বারবার ঘুরতে হয় ৷ যদি তা হত, তাহলে আজ মহকুমাশাসক জেলের পিছনে থাকতেন ৷ ঘটনার তিনদিন পরেও ঘটনার কোনও তদন্ত হয়নি ৷"

আরও পড়ুন: মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু, পুলিশে না যাওয়ার জন্য পরিবারকে চাপ !

পাপ্পুর মাসি জয়ন্তী চৌধুরী বলেন, "মহকুমাশাসক গ্রেফতার না-হলে আমরা কিছুই পাব না ৷ তাঁকে আগে গ্রেফতার করতে হবে ৷ আর রাজ্য সরকারের মৌখিক প্রতিশ্রুতিতে আমাদের কোনও আস্থা নেই ৷ পরে এই মন্ত্রীই বলবেন, আমাদের কাছে কোনও লিখিত কিছু নেই ৷ তাই চাকরি হবে না ৷"

মালদা, 8 নভেম্বর: হয় মহকুমাশাসককে গ্রেফতারি কিংবা চাকরি, দুইয়ের মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে ৷ প্রশাসনের তরফে এমনটাই নাকি শর্ত দেওয়া হয়েছিল সরকারি কর্তার গাড়ির ধাক্কায় মৃতের পরিবারের সদস্যদের ৷ এ নিয়ে পরিবারের কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ না-খুললেও সেকথা জানিয়েছেন প্রতিবেশীরা ৷

তবে মৃতের স্ত্রীকে ক্ষতিপূরণ হিসাবে সরকারি চাকরি দেবেন বলে মন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসে ভরসা করতে পারেননি পরিবারের সদস্যরা ৷ তাঁরা স্ট্যাম্প পেপারে মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি দাবি করেন ৷ সেই কাগজ তৈরি করে নিয়ে গেলেও তাতে অবশ্য স্বাক্ষর করেননি মন্ত্রী ৷ পরিবারের সদস্যদের দাবি, মন্ত্রী তাঁদের জানিয়েছেন, কাগজে কোথাও মহকুমাশাসকের গাড়ি কিংবা গাড়ির নম্বর দেওয়া যাবে না (Malda Accidental Death) ৷

পাপ্পুর প্রতিবেশি সীমা কর্মকার বলেন, "আমরা মহকুমাশাসকের গ্রেফতারি চাইছি ৷ সঙ্গে পাপ্পুর স্ত্রীর সরকারি চাকরিও দাবি করছি ৷ কিন্তু প্রশাসনের তরফে শর্ত দেওয়া হয়েছে, দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে ৷ দুটো একসঙ্গে পাওয়া যাবে না ৷" আরেক প্রতিবেশী শম্পা সাহা বলেন, "আমরা চাইছি যাতে পাপ্পুর স্ত্রী আর বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে ৷ স্ত্রীকে যেন একটা সরকারি চাকরি দেওয়া হয় ৷ আমরা দোষীরও শাস্তি চাই ৷ কিন্তু এখানে এসে শুনছি, প্রশাসনের তরফে দুটোর মধ্যে একটা বেছে নিতে বলা হয়েছে ৷ কী আর বলব ৷"

মহকুমাশাসকের গাড়িতে মৃতের পরিবারকে শর্ত প্রশাসনের

তবে মন্ত্রীর সরকারি চাকরির আশ্বাসে ভরসা রাখতে পারছেন না পাপ্পুর বউদি শিল্পী সিংহ দাস ৷ মন্ত্রী চাকরির লিখিত প্রতিশ্রুতি না-দেওয়ায় তিনি ক্ষোভও প্রকাশ করেন ৷ বলেন, "গতকাল রাতে সাবিনা ইয়াসমিন বলে গেলেন, তিনি সব কিছু করতে রাজি রয়েছেন ৷ তিনি চাকরির লিখিত প্রতিশ্রুতি দেবেন বলেছিলেন ৷ কিন্তু আজ তিনি সেই প্রতিশ্রুতি পালন করলেন না ৷ মহকুমাশাসকের নাম কিংবা গাড়ির নম্বর দেওয়া যাবে না ৷ তিনিও কী ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? এখনও মহকুমাশাসককে গ্রেফতার করা হয়নি ৷ তাঁর গাড়িও বাজেয়াপ্ত করেনি পুলিশ ৷ তাহলে তো মন্ত্রীর চাকরির প্রতিশ্রুতিটাও মিথ্যে ৷ এখনই তিনি লিখিত আশ্বাস না-দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন ৷ পরে গেলে তো বলবেন, তিনি চাকরির কোনও প্রতিশ্রুতিই দেননি ৷ তেমন প্রতিশ্রুতি তাঁরা অনেক দেন ৷ একবারে সরকারি কোনও কাজ হয় না ৷ বারবার ঘুরতে হয় ৷ যদি তা হত, তাহলে আজ মহকুমাশাসক জেলের পিছনে থাকতেন ৷ ঘটনার তিনদিন পরেও ঘটনার কোনও তদন্ত হয়নি ৷"

আরও পড়ুন: মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু, পুলিশে না যাওয়ার জন্য পরিবারকে চাপ !

পাপ্পুর মাসি জয়ন্তী চৌধুরী বলেন, "মহকুমাশাসক গ্রেফতার না-হলে আমরা কিছুই পাব না ৷ তাঁকে আগে গ্রেফতার করতে হবে ৷ আর রাজ্য সরকারের মৌখিক প্রতিশ্রুতিতে আমাদের কোনও আস্থা নেই ৷ পরে এই মন্ত্রীই বলবেন, আমাদের কাছে কোনও লিখিত কিছু নেই ৷ তাই চাকরি হবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.