ETV Bharat / state

2 দিন নিখোঁজ থাকার পর পিসির বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ - Pukhuria

দুদিন নিখোঁজ থাকার পর বুধবার পিসির বাড়ি থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ । ঘটনাটি ঘটে মালদার পুখুরিয়ার নওগামা এলাকায় । মৃত যুবকের নাম আশিস মণ্ডল (25) ।

malda
মালদায় দুদিন নিখোঁজ থাকার পর পিসির বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
author img

By

Published : Jun 30, 2021, 10:51 PM IST

মালদা, 30 জুন : দুদিন নিখোঁজ থাকার পর অবশেষে পিসির বাড়ি থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার পুখুরিয়ার নওগামা এলাকায় ।

মৃত যুবকের নাম আশিস মণ্ডল (25) । বাড়ি ইংরেজবাজারের নরহাট্টা জোতবসন্ত এলাকায় । জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বন্ধুদের সঙ্গে আশিসের ঝামেলা চলছিল । বন্ধুরা বেশ কয়েকদিন গভীর রাতে এসে আশিসের সঙ্গে ঝামেলা করত । আশিসের পরিবারের লোকজন বিষয়টি জানার চেষ্টা করলেও আশিস কিছুই জানায়নি । অভিযোগ, আশিসের বন্ধুরা আশিসকে বেশ কয়েকবার প্রাণে মেরে ফেলার কথাও বলেছিল । কয়েকদিন আগে বিষয়টি জানতে আশিসের পরিবারের লোকজনও চাপ দিতে থাকে । আশিস কোনওভাবেই কিছু বলতে রাজি না হওয়ায় আশিসের মা তাকে মারধরও করে । রাগে আশিস বাড়িতে কিছু না বলে পিসির বাড়ি চলে যায় ।

মালদায় দুদিন নিখোঁজ থাকার পর পিসির বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যে ফের গঙ্গায় ভেসে আসা লাশ উদ্ধার মানিকচকে

অবশেষে পিসির বাড়ি থেকে আশিসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বুধবার । স্থানীয় এক বাসিন্দা জলি সরকার বলেন, “বন্ধুদের সঙ্গে আশিসের কিছু নিয়ে সমস্যা ছিল । আশিস যখন বাড়িতে থাকত তখন প্রায়শই গভীর রাতে ওর বন্ধুরা আশিসের বাড়িতে গিয়ে ঝামেলা করত । কিন্তু কী নিয়ে ঝামেলা তা আশিস কিংবা তার বন্ধুরা কখনও পরিবারের লোকজনকে জানায়নি ।" পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

মালদা, 30 জুন : দুদিন নিখোঁজ থাকার পর অবশেষে পিসির বাড়ি থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার পুখুরিয়ার নওগামা এলাকায় ।

মৃত যুবকের নাম আশিস মণ্ডল (25) । বাড়ি ইংরেজবাজারের নরহাট্টা জোতবসন্ত এলাকায় । জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বন্ধুদের সঙ্গে আশিসের ঝামেলা চলছিল । বন্ধুরা বেশ কয়েকদিন গভীর রাতে এসে আশিসের সঙ্গে ঝামেলা করত । আশিসের পরিবারের লোকজন বিষয়টি জানার চেষ্টা করলেও আশিস কিছুই জানায়নি । অভিযোগ, আশিসের বন্ধুরা আশিসকে বেশ কয়েকবার প্রাণে মেরে ফেলার কথাও বলেছিল । কয়েকদিন আগে বিষয়টি জানতে আশিসের পরিবারের লোকজনও চাপ দিতে থাকে । আশিস কোনওভাবেই কিছু বলতে রাজি না হওয়ায় আশিসের মা তাকে মারধরও করে । রাগে আশিস বাড়িতে কিছু না বলে পিসির বাড়ি চলে যায় ।

মালদায় দুদিন নিখোঁজ থাকার পর পিসির বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যে ফের গঙ্গায় ভেসে আসা লাশ উদ্ধার মানিকচকে

অবশেষে পিসির বাড়ি থেকে আশিসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বুধবার । স্থানীয় এক বাসিন্দা জলি সরকার বলেন, “বন্ধুদের সঙ্গে আশিসের কিছু নিয়ে সমস্যা ছিল । আশিস যখন বাড়িতে থাকত তখন প্রায়শই গভীর রাতে ওর বন্ধুরা আশিসের বাড়িতে গিয়ে ঝামেলা করত । কিন্তু কী নিয়ে ঝামেলা তা আশিস কিংবা তার বন্ধুরা কখনও পরিবারের লোকজনকে জানায়নি ।" পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.