ETV Bharat / state

মহানন্দায় নৌকাডুবিতে মৃত বেড়ে 9, চলছে তল্লাশি

পঞ্চমীর সন্ধ্যায় চাঁচলের জগন্নাথপুর ঘাটের কাছে মহানন্দায় ডুবে যায় যাত্রীবোঝাই একটি নৌকা ৷ মঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 ।

চলছে উদ্ধারকাজ
author img

By

Published : Oct 5, 2019, 5:54 PM IST

মালদা, ৫ অক্টোবর : মহানন্দায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 । আজ সকালে নদী থেকে আরও পাঁচটি দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ একটি শিশু । উদ্ধারকাজ চলছে ৷ তবে নৌকাটিকে এখনও পাওয়া যায়নি ৷ আজ দুপুর থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে ।

পঞ্চমীর সন্ধ্যায় চাঁচলের জগন্নাথপুর ঘাটের কাছে মহানন্দায় ডুবে যায় যাত্রীবোঝাই একটি নৌকা ৷ নৌকাটিতে প্রায় 100 জন যাত্রী ছিলেন বলে দাবি স্থানীয়দের । যদিও প্রশাসনের দাবি, নৌকায় 35 জন যাত্রী ছিলেন ৷ জগন্নাথপুর ঘাট থেকে উত্তর দিনাজপুরের মুকুন্দপুর ঘাটে যাচ্ছিল নৌকাটি ৷ ওই এলাকায় একটি বাইচ প্রতিযোগিতা ছিল । তা দেখতেই অনেকে মুকুন্দপুর যাচ্ছিলেন ৷ নৌকাটি প্রথমে জগন্নাথপুর ঘাট থেকে যাত্রী তুলে যায় বিহারের আবাদপুর ঘাটে ৷ সেখান থেকেও অনেক যাত্রী নৌকায় ওঠে ৷ এরপর আরও কয়েকটি ঘাট হয়ে মুকুন্দপুরের উদ্দেশে রওনা দেয় নৌকাটি ৷ কিন্তু নাগর, বুড়ি মহানন্দা ও মহানন্দার সঙ্গমস্থলে নৌকাটি ডুবে যায় ৷

গতকাল পর্যন্ত মহানন্দা থেকে উদ্ধার হয় চারটি মৃতদেহ ৷ আজ আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশ জানিয়েছে , আজ মালদার চাঁচল থানার ইসলামপুরের বাসিন্দা নুরুল ইসলাম, ওবাইদুল্লা আলি ও ইনতাজ হোসেন এবং উত্তর দিনাজপুরের ইটাহার থানার পাহাড়িয়াপুর গ্রামের ভূপাল শেখ ও বিহারের আবাদপুর থানার নয়া কামদুলিয়া গ্রামের হাসিরুদ্দিনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত চাঁচলের গৌরিপুর গ্রামের 7 বছরের মৌসুমি পারভিনের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ নদীতে তল্লাশি অভিযান এখনও চলছে ৷ উদ্ধারকার্যের তদারকি করছেন মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ও পুলিশ সুপার অলোক রাজোরিয়া ৷

জেলাশাসক আজ বলেন, "উৎসবের মরশুমে এই ঘটনা মর্মান্তিক ৷ এখনও পর্যন্ত ন'জনের দেহ উদ্ধার হয়েছে৷ প্রশাসনের কাছে নিখোঁজদের যে তালিকা ছিল তার মধ্যে একমাত্র মৌসুমি পারভিনের এখনও খোঁজ পাওয়া যায়নি ৷ তার খোঁজে নদীতে তল্লাশি চলছে ৷ "

চলছে উদ্ধারকাজ

মালদা, ৫ অক্টোবর : মহানন্দায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 । আজ সকালে নদী থেকে আরও পাঁচটি দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ একটি শিশু । উদ্ধারকাজ চলছে ৷ তবে নৌকাটিকে এখনও পাওয়া যায়নি ৷ আজ দুপুর থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে ।

পঞ্চমীর সন্ধ্যায় চাঁচলের জগন্নাথপুর ঘাটের কাছে মহানন্দায় ডুবে যায় যাত্রীবোঝাই একটি নৌকা ৷ নৌকাটিতে প্রায় 100 জন যাত্রী ছিলেন বলে দাবি স্থানীয়দের । যদিও প্রশাসনের দাবি, নৌকায় 35 জন যাত্রী ছিলেন ৷ জগন্নাথপুর ঘাট থেকে উত্তর দিনাজপুরের মুকুন্দপুর ঘাটে যাচ্ছিল নৌকাটি ৷ ওই এলাকায় একটি বাইচ প্রতিযোগিতা ছিল । তা দেখতেই অনেকে মুকুন্দপুর যাচ্ছিলেন ৷ নৌকাটি প্রথমে জগন্নাথপুর ঘাট থেকে যাত্রী তুলে যায় বিহারের আবাদপুর ঘাটে ৷ সেখান থেকেও অনেক যাত্রী নৌকায় ওঠে ৷ এরপর আরও কয়েকটি ঘাট হয়ে মুকুন্দপুরের উদ্দেশে রওনা দেয় নৌকাটি ৷ কিন্তু নাগর, বুড়ি মহানন্দা ও মহানন্দার সঙ্গমস্থলে নৌকাটি ডুবে যায় ৷

গতকাল পর্যন্ত মহানন্দা থেকে উদ্ধার হয় চারটি মৃতদেহ ৷ আজ আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশ জানিয়েছে , আজ মালদার চাঁচল থানার ইসলামপুরের বাসিন্দা নুরুল ইসলাম, ওবাইদুল্লা আলি ও ইনতাজ হোসেন এবং উত্তর দিনাজপুরের ইটাহার থানার পাহাড়িয়াপুর গ্রামের ভূপাল শেখ ও বিহারের আবাদপুর থানার নয়া কামদুলিয়া গ্রামের হাসিরুদ্দিনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত চাঁচলের গৌরিপুর গ্রামের 7 বছরের মৌসুমি পারভিনের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ নদীতে তল্লাশি অভিযান এখনও চলছে ৷ উদ্ধারকার্যের তদারকি করছেন মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ও পুলিশ সুপার অলোক রাজোরিয়া ৷

জেলাশাসক আজ বলেন, "উৎসবের মরশুমে এই ঘটনা মর্মান্তিক ৷ এখনও পর্যন্ত ন'জনের দেহ উদ্ধার হয়েছে৷ প্রশাসনের কাছে নিখোঁজদের যে তালিকা ছিল তার মধ্যে একমাত্র মৌসুমি পারভিনের এখনও খোঁজ পাওয়া যায়নি ৷ তার খোঁজে নদীতে তল্লাশি চলছে ৷ "

চলছে উদ্ধারকাজ
Intro:মালদা, ৫ অক্টোবরঃ মহানন্দায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে৷ আজ সকালে নদী থেকে আরও ৫টি দেহ উদ্ধার হয়েছে৷ এখনও নদীতে চলছে উদ্ধারকাজ৷ তবে এপর্যন্ত অভিশপ্ত নৌকাটি উদ্ধার করা যায়নি৷ এরই মধ্যে আজ দুপুর থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে জেলায়৷ পুলিশের বক্তব্য, নৌকাডুবিতে এখনও নিখোঁজ আরও এক শিশু৷Body:উল্লেখ্য, মহাপঞ্চমীর সন্ধেয় চাঁচলের জগন্নাথপুর ঘাটের কাছে ভরা মহানন্দায় ডুবে যায় যাত্রীবোঝাই একটি নৌকা৷ নৌকাটিতে প্রায় ১০০ যাত্রী ছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের৷ নদীর ওপারে উত্তর দিনাজপুরের মুকুন্দপুর ঘাটে যাচ্ছিল নৌকাটি৷ সেদিন ওই এলাকায় একটি নৌকাবাইচ প্রতিযোগিতা ছিল৷ তা দেখতেই নৌকায় গাদাগাদি ভিড় ছিল বলে স্থানীয় সূত্রে খবর৷ নৌকাটি জগন্নাথপুর ঘাট থেকে যাত্রী তুলে যায় বিহারের আবাদপুর ঘাটে৷ সেখান থেকেও অনেক যাত্রী নৌকায় ওঠে৷ এরপর নৌকা আরও কয়েকটি ঘাট ঘুরে মুকুন্দপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়৷ কিন্তু নাগর, বুড়ি মহানন্দা ও মহানন্দার সঙ্গমস্থলে ঘটে যায় দুর্ঘটনা৷ ডুবে যায় যাত্রীবোঝাই নৌকা৷ স্থানীয়দের দাবি, নৌকার কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও বেশিরভাগই নদীতে তলিয়ে যায়৷ যদিও জেলাশাসক দাবি করেন, জগন্নাথপুর ঘাট থেকে নৌকাটিতে প্রায় ৩৫ জন যাত্রী উঠেছিল৷ তাদের সবাইকেই চিহ্নিত করা গেছে৷ কয়েকজন নিখোঁজ থাকলেও বাকিদের উদ্ধার করা হয়েছে৷
এদিকে গতকাল পর্যন্ত মহানন্দা থেকে উদ্ধার হয়েছিল ৪টি মৃতদেহ৷ আজ আরও ৫টি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ চাঁচল থানার পুলিশ জানিয়েছে, আজ চাঁচল থানার ইসলামপুরের বাসিন্দা নুরুল ইসলাম ও ওবাইদুল্লা আলি, চাঁচল থানারই মহানন্দপুর গ্রামের ইনতাজ হোসেন, উত্তর দিনাজপুরের ইটাহার থানার পাহাড়িয়াপুর গ্রামের ভূপাল শেখ ও বিহারের আবাদপুর থানার নয়া কামদুলিয়া গ্রামের হাসিরুদ্দিনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তবে এখনও পর্যন্ত চাঁচলের গৌরিপুর গ্রামের ৭ বছরের মৌসুমি পারভিনের কোনও খোঁজ পাওয়া যায়নি৷ নদীতে তল্লাশি অভিযান এখনও বহাল রয়েছে৷ ঘটনাস্থলে রয়েছেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ও পুলিশ সুপার অলোক রাজোরিয়া৷ Conclusion:জেলাশাসক আজ জানিয়েছেন, উৎসব মরশুমে এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক৷ নৌকাডুবিতে এখনও পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার হয়েছে৷ প্রশাসনের কাছে নিখোঁজদের যে তালিকা ছিল তার মধ্যে একমাত্র মৌসুমি পারভিনেরই কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি৷ তার খোঁজে নদীতে তল্লাশি চলছে৷ এই দুর্ঘটনায় অন্য জেলা কিংবা রাজ্যের আরও কেউ মারা গেছে কিনা তাও দেখা হচ্ছে৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.