ETV Bharat / state

মালদায় BJP-র প্রচারে বাধা, অভিযুক্ত তৃণমূল - malda

BJP-র প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ এই অভিযোগ করলেন দক্ষিণ মালদা কেন্দ্রের BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি। এই ঘটনা নিয়ে তাঁরা আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানান শ্রীরূপা।

শ্রীরূপা মিত্র চৌধুরি
author img

By

Published : Apr 16, 2019, 5:37 PM IST

Updated : Apr 16, 2019, 6:04 PM IST

মালদা, ১৬ এপ্রিল : BJP-র প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মালদা শহর লাগোয়া ইংরেজবাজার থানার খোয়ার মোড় এলাকার ঘটনা। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ বাগবাড়ি খোয়ার মোড় এলাকায় প্রচার করতে যান দক্ষিণ মালদা কেন্দ্রের BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি। সেইসময় তৃণমূলের কয়েকজন কর্মী তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে জানান শ্রীরূপা।

ভিডিয়োয় শুনুন শ্রীরূপা মিত্র চৌধুরির বক্তব্য

শ্রীরূপা বলেন, " আমরা খোয়ার মোড়ে প্রচারে যাই। সেখানে কয়েকজন তৃণমূলের কর্মী আমাদের কনভয় ও পদযাত্রা আটকে দেয়। এরপর তারা আমাদের উপর হামলা চালায়।ওই এলাকার আমাদের যুব মোর্চার সভাপতি প্রদীপ মণ্ডল, মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মী সুতপা ও মণ্ডল সভাপতি উত্তমদার উপর হামলা চালানো হয়। বাবর শেখ ও সাবির শেখের নেতৃত্বে এই হামলার করা হয়। ঘটনার পর আমারা ইংরেজবাজার থানায় ফোন করি। পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আমরা সেখানের সংখ্যালঘু বস্তিতে যাই। সেখানকার মহিলারা আমাদের বলেন, " এখানে রাস্তা নেই, জলের ব্যবস্থা নেই। কিন্তু, এরা কোনও নেতাকে এলাকায় ঢুকতে দেয় না। কারণ, এরা কোনও নেতাকে আমাদের প্রতিবাদ দেখাতে দিতে চায় না। বাবর ও সাবির সেখানকার তৃণমূল মহিলা পঞ্চায়েত সদস্যাদের আত্মীয়।"

শ্রীরূপা আরও বলেন, " থানা থেকে ঘটনাস্থানের দূরত্ব সামান্য হলেও ৪৫ মিনিট পর পুলিশ সেখানে পৌঁছোয়। আমি ইংরেজবাজার থানায় এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। সেখানকার তৃণমূলের হার্মাদরা আজ আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, সেখানে তারা ভোট করতে দেবে না। আমার সন্দেহ, ভোটে এই এলাকায় রিগিং হবে। ভোটকেন্দ্র লুট হবে। গোটা ঘটনা নিয়ে আমরা নির্বাচন কমিশন নিযুক্ত অবজ়ারভারকেও অভিযোগ জানাব।"

যদিও, এই ঘটনা গ্রামবাসীদের ক্ষোভ বলে মন্তব্য করেছেন জেলা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি দুলাল সরকার। তিনি বলেন, " আজ খোয়ার মোড় এলাকায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন BJP প্রার্থী। গ্রামবাসীরা তাঁদের কাছে জানতে চান, এলাকার সুখে দুঃখে তাঁদের দেখা যায় না কেন? গ্রামবাসীদের প্রশ্নের জবাব দিতে না পেরেই BJP তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে। "

মালদা, ১৬ এপ্রিল : BJP-র প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মালদা শহর লাগোয়া ইংরেজবাজার থানার খোয়ার মোড় এলাকার ঘটনা। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ বাগবাড়ি খোয়ার মোড় এলাকায় প্রচার করতে যান দক্ষিণ মালদা কেন্দ্রের BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি। সেইসময় তৃণমূলের কয়েকজন কর্মী তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে জানান শ্রীরূপা।

ভিডিয়োয় শুনুন শ্রীরূপা মিত্র চৌধুরির বক্তব্য

শ্রীরূপা বলেন, " আমরা খোয়ার মোড়ে প্রচারে যাই। সেখানে কয়েকজন তৃণমূলের কর্মী আমাদের কনভয় ও পদযাত্রা আটকে দেয়। এরপর তারা আমাদের উপর হামলা চালায়।ওই এলাকার আমাদের যুব মোর্চার সভাপতি প্রদীপ মণ্ডল, মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মী সুতপা ও মণ্ডল সভাপতি উত্তমদার উপর হামলা চালানো হয়। বাবর শেখ ও সাবির শেখের নেতৃত্বে এই হামলার করা হয়। ঘটনার পর আমারা ইংরেজবাজার থানায় ফোন করি। পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আমরা সেখানের সংখ্যালঘু বস্তিতে যাই। সেখানকার মহিলারা আমাদের বলেন, " এখানে রাস্তা নেই, জলের ব্যবস্থা নেই। কিন্তু, এরা কোনও নেতাকে এলাকায় ঢুকতে দেয় না। কারণ, এরা কোনও নেতাকে আমাদের প্রতিবাদ দেখাতে দিতে চায় না। বাবর ও সাবির সেখানকার তৃণমূল মহিলা পঞ্চায়েত সদস্যাদের আত্মীয়।"

শ্রীরূপা আরও বলেন, " থানা থেকে ঘটনাস্থানের দূরত্ব সামান্য হলেও ৪৫ মিনিট পর পুলিশ সেখানে পৌঁছোয়। আমি ইংরেজবাজার থানায় এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। সেখানকার তৃণমূলের হার্মাদরা আজ আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, সেখানে তারা ভোট করতে দেবে না। আমার সন্দেহ, ভোটে এই এলাকায় রিগিং হবে। ভোটকেন্দ্র লুট হবে। গোটা ঘটনা নিয়ে আমরা নির্বাচন কমিশন নিযুক্ত অবজ়ারভারকেও অভিযোগ জানাব।"

যদিও, এই ঘটনা গ্রামবাসীদের ক্ষোভ বলে মন্তব্য করেছেন জেলা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি দুলাল সরকার। তিনি বলেন, " আজ খোয়ার মোড় এলাকায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন BJP প্রার্থী। গ্রামবাসীরা তাঁদের কাছে জানতে চান, এলাকার সুখে দুঃখে তাঁদের দেখা যায় না কেন? গ্রামবাসীদের প্রশ্নের জবাব দিতে না পেরেই BJP তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে। "

Intro:মালদা, ১৬ এপ্রিল : বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ আজ এই অভিযোগ এনেছেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি৷ এই ঘটনা নিয়ে তাঁরা আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন বলে জানান শ্রীরূপাদেবী৷ Body:ঘটনাটি ঘটেছে মালদা শহর লাগোয়া ইংরেজবাজার থানার খোয়ার মোড় এলাকায়৷ শ্রীরূপাদেবী বলেন, "আজ প্রচারে আমরা সকাল সাড়ে ১০টা নাগাদ বাগবাড়ি খোয়ার মোড়ে পৌঁছোই৷ সেখানে বেশ কিছু তৃণমূলি গুণ্ডা আমাদের ছেলেদের উপর ঝাঁপিয়ে পড়ে৷ তাদের উপর হামলা চালায়৷ ওই এলাকার আমাদের যুব মোর্চার সভাপতি প্রদীপ মণ্ডলের উপর হামলা হয়৷ আমাদের মহিলা মোর্চা ও যুব মোর্চার সঙ্গে যুক্ত সুতপাদির ওপরেও আক্রমণ হয়৷ হামলা চালানো হয় সেখানকার মণ্ডল সভাপতি উত্তমদার উপরেও৷ সেখানে একটি উত্তেজনার সৃষ্টি হয়৷ আমরা জানতে পারি বাবর শেখ ও সাবির শেখের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে৷ তাদের পিছনে বহু মানুষ ছিল৷ তারা আমার গাড়ি, কনভয় ও পদযাত্রা আটকে দেয়৷ আমরা ইংরেজবাজার থানার আইসিকে ফোন করি৷ ইংরেজবাজার থানা থেকে পুলিশ আসে৷ আমরা ভিড় সরিয়ে কোনও রকমে সংখ্যালঘু বস্তিতে যাই৷ সেখানকার সংখ্যালঘু মহিলারা আমার হাত ধরে বলেন, এখানে রাস্তা নেই, জলের ব্যবস্থা নেই৷ কিন্তু এরা কোনও নেতাকে এলাকায় ঢুকতে দেয় না৷ কারণ, এরা মহিলাদের প্রতিবাদ কোনও নেতাকে দেখাতে দিতে চায় না৷ বাবর ও সাবির সেখানকার তৃণমূল মহিলা পঞ্চায়েত সদস্যাদের আত্মীয়৷ সবচেয়ে বড়ো কথা, ঘটনাস্থল থেকে থানার দূরত্ব সামান্য হলেও খবর দেওয়ার ৪৫ মিনিট পর পুলিশ সেখানে পৌঁছোয়৷ আমি এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি৷ সেখানকার তৃণমূলের হার্মাদরা আজ আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, সেখানে তারা ভোট করতে দেবে না৷ আমার সন্দেহ, ভোটে এই এলাকায় রিগিং হবে, ভোটকেন্দ্র লুট হবে৷ গোটা ঘটনা নিয়ে আমরা নির্বাচন কমিশন নিযুক্ত অবজারভারকেও অভিযোগ জানাব৷"Conclusion:যদিও এই ঘটনাকে গ্রামবাসীদের ক্ষোভ বলে মন্তব্য করেছেন জেলা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি দুলাল সরকার৷ তিনি জানান, আজ খোয়ার মোড় এলাকায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী৷ গ্রামবাসীরা তাঁদের কাছে জানতে চান, এলাকার সুখে দুঃখে তাঁদের দেখা যায় না কেন? গ্রামবাসীদের প্রশ্নের জবাব দিতে না পেরেই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে৷
Last Updated : Apr 16, 2019, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.