ETV Bharat / state

কল্য়াণীতে BJP কর্মী খুনের প্রতিবাদ, মালদাতে থানা ঘেরাও

BJP-র পক্ষ থেকে বিজয়বাবুকে তাদের দলের কর্মী বলে দাবি করা হয়েছে । গেরুয়া শিবির অভিযোগ তোলে, BJP-কে থামাতে রাজ্যজুড়ে সন্ত্রাসের আবহ তৈরি করছে তৃণমূল ৷

bjp-agitation-in-malda-for-their-party-leader-death
কল্য়াণীতে বিজেপি কর্মী খুনের প্রতিবাদ, মালদাতে থানা ঘেরাও
author img

By

Published : Nov 2, 2020, 9:18 PM IST

মালদা, 2 নভেম্বর : নদিয়ায় নিহত BJP কর্মীর মৃত্য়ুর ঘটনায় এবার থানা ঘেরাও কর্মসূচি রাজ্য় BJP-র ৷ সেইমত আজ ইংরেজবাজার থানা ঘেরাওয়ের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করেন BJP-র জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল। BJP কর্মীর হত্য়ার প্রতিবাদের পাশাপাশি, একুশের নির্বাচনকে লক্ষ্য় রেখেও গেরুয়া শিবিরের এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।


উল্লেখ্য, গতকাল নদিয়ার কল্যাণীতে গাছের ডালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। 35 বছর বয়সি ওই যুবকের নাম বিজয় শীল। BJP-র পক্ষ থেকে বিজয়বাবুকে তাদের দলের কর্মী বলে দাবি করা হয়েছে । গেরুয়া শিবির অভিযোগ তোলে, BJP-কে থামাতে রাজ্যজুড়ে সন্ত্রাসের আবহ তৈরি করছে তৃণমূল ৷ গতকাল ঘটনাস্থলে যান BJP-র বিধায়ক শুভ্রাংশু রায় । তিনি দাবি করেন, বিজয় শীল দলের দীর্ঘদিনের কর্মী । পরিকল্পনামাফিক তাঁকে খুন করে দেহ গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে । যদিও বিজয়বাবুর পরিবারের তরফে দাবি করা হয়, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না । দিনমজুরি করে সংসার চালাতেন । কিন্তু পরিবারের দাবি অগ্রাহ্য করেই এই ঘটনায় আজ সারা রাজ্যের প্রতিটি থানা ঘেরাও করার কথা ঘোষণা করেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর নির্দেশে মালদাতেও সেই কর্মসূচি নিয়েছে বিজেপি।

মালদাতে থানা ঘেরাও

মালদা জেলা BJP-র সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, "পশ্চিমবঙ্গের দিকে দিকে এখন খুন, রাহাজানি, ধর্ষণ দিন দিন বেড়ে যাচ্ছে । BJP কর্মীদের বেছে বেছে খুন করা হচ্ছে । আজ পর্যন্ত এই রাজ্যে তাঁদের 110 জন কর্মীকে খুন করা হয়েছে । খুনের পর ইলেকট্রিক পোল কিংবা গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে । গত পরশু নদিয়ার গয়েশপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা BJP যুবমোর্চার কর্মী বিজয় শীলকে একইভাবে খুন করে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে । প্রতিটি ক্ষেত্রে পুলিশ আত্মহত্যার অভিযোগ দায়ে করছে । তারই প্রতিবাদে BJP-র এই কর্মসূচি বলে জানান তিনি ৷

মালদা, 2 নভেম্বর : নদিয়ায় নিহত BJP কর্মীর মৃত্য়ুর ঘটনায় এবার থানা ঘেরাও কর্মসূচি রাজ্য় BJP-র ৷ সেইমত আজ ইংরেজবাজার থানা ঘেরাওয়ের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করেন BJP-র জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল। BJP কর্মীর হত্য়ার প্রতিবাদের পাশাপাশি, একুশের নির্বাচনকে লক্ষ্য় রেখেও গেরুয়া শিবিরের এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।


উল্লেখ্য, গতকাল নদিয়ার কল্যাণীতে গাছের ডালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। 35 বছর বয়সি ওই যুবকের নাম বিজয় শীল। BJP-র পক্ষ থেকে বিজয়বাবুকে তাদের দলের কর্মী বলে দাবি করা হয়েছে । গেরুয়া শিবির অভিযোগ তোলে, BJP-কে থামাতে রাজ্যজুড়ে সন্ত্রাসের আবহ তৈরি করছে তৃণমূল ৷ গতকাল ঘটনাস্থলে যান BJP-র বিধায়ক শুভ্রাংশু রায় । তিনি দাবি করেন, বিজয় শীল দলের দীর্ঘদিনের কর্মী । পরিকল্পনামাফিক তাঁকে খুন করে দেহ গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে । যদিও বিজয়বাবুর পরিবারের তরফে দাবি করা হয়, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না । দিনমজুরি করে সংসার চালাতেন । কিন্তু পরিবারের দাবি অগ্রাহ্য করেই এই ঘটনায় আজ সারা রাজ্যের প্রতিটি থানা ঘেরাও করার কথা ঘোষণা করেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর নির্দেশে মালদাতেও সেই কর্মসূচি নিয়েছে বিজেপি।

মালদাতে থানা ঘেরাও

মালদা জেলা BJP-র সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, "পশ্চিমবঙ্গের দিকে দিকে এখন খুন, রাহাজানি, ধর্ষণ দিন দিন বেড়ে যাচ্ছে । BJP কর্মীদের বেছে বেছে খুন করা হচ্ছে । আজ পর্যন্ত এই রাজ্যে তাঁদের 110 জন কর্মীকে খুন করা হয়েছে । খুনের পর ইলেকট্রিক পোল কিংবা গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে । গত পরশু নদিয়ার গয়েশপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা BJP যুবমোর্চার কর্মী বিজয় শীলকে একইভাবে খুন করে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে । প্রতিটি ক্ষেত্রে পুলিশ আত্মহত্যার অভিযোগ দায়ে করছে । তারই প্রতিবাদে BJP-র এই কর্মসূচি বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.