ETV Bharat / state

Govt Allowance Refund Notice: প্রায় 700 মহিলাকে ভাতার টাকা ফেরানোর নোটিশ বিডিওর, চাঞ্চল্য কালিয়াচকে - চাঞ্চল্য কালিয়াচকে

সরকারি ভাতার টাকা ফেরানোর নোটিশ পাঠালেন বিডিও ৷ প্রায় 700 মহিলার কাছে এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর ৷ টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ৷ ঘটনাটি মালদার কালিয়াচকের ৷

Govt Allowance Refund Notice
ভাতার টাকা ফেরতের নোটিশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 9:18 PM IST

মালদা, 30 অগস্ট: অবাক ঘটনা ৷ গরিব মহিলারা পেয়েছিলেন সরকারি ভাতা ৷ তাও আবার বছর তিনেক আগে ৷ প্রশাসনের তরফেই সেই ভাতা দেওয়া হয়েছিল দুঃস্থ মহিলাদের ৷ সম্প্রতি সেই মহিলাদের কাছেই পৌঁছেছে ভাতার টাকা ফেরতের নোটিশ ৷ তাতে রয়েছে বিডিওর স্বাক্ষরও ৷ নোটিশ অনুযায়ী টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিডিও ৷ এ নিয়ে বিতর্ক ছড়িয়েছে কালিয়াচক 1 নম্বর ব্লকে ৷ জেলাশাসকের আশ্বাস, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন ৷ এ দিকে ব্লক দফতর সূত্রে জানা যাচ্ছে, গোটা ঘটনাটির তদন্ত চাইছেন দফতরের কর্মীদের একাংশও ৷ তাহলেই নাকি তিন বছর আগের অনেক বেনিয়ম সামনে উঠে আসবে ৷

সূত্রের খবর, ঘটনাটি করোনাকালের ৷ দেশজুড়ে লকডাউন ঘোষিত হওয়ায় সমস্যায় পড়ে যান নিম্নবিত্ত মানুষজন ৷ বিশেষ করে বৃদ্ধা কিংবা বিধবাদের সমস্যা চরম আকার নেয় ৷ সেই সময় প্রশাসনের তরফে এই মহিলাদের বার্ধক্য ও বিধবা ভাতার পাশাপাশি মানবিক ভাতা দেওয়া হয় ৷ গ্রাম পঞ্চায়েতগুলির তরফে তখন ঢালাও নামের তালিকা ব্লক দফতরে জমা করা হয়েছিল ৷ তাতেই ঘটেছিল বেনিয়ম ৷ একই প্রাপকের নামে দু'তিন ধরনের ভাতা বরাদ্দ করা হয়েছিল ৷ সেই সময় এই খাতে দু'কোটিরও বেশি টাকা খরচ হয় সরকারের ৷

অভিযোগ, কালিয়াচক 1 নম্বর ব্লকের তৎকালীন বিডিও সন্দীপ ঘোষ সেই তালিকা পরীক্ষা না করেই ভাতা মঞ্জুর করে দেন ৷ এই বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগ ওঠে তৎকালীন পঞ্চায়েত প্রধান-সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ৷ সরকারি সেই টাকা ফেরত পেতেই বর্তমান বিডিও সেলিম হাবিব হায়দার এই ব্লকের 14টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 700 জন মহিলা উপভোক্তার কাছে এই নোটিশ পাঠিয়েছেন বলে খবর ৷

বিডিওর এই নোটিশ পেয়েছেন সুজাপুরের মনজুরা বিবি ৷ সেই নোটিশে বলা হয়েছে, 'আপনি একইসঙ্গে একাধিক ভাতা যথা বার্ধক্য ভাতা/বিধবা ভাতা/মানবিক ভাতার সুবিধে ভোগ করছেন, যা সরকারি আইন বিরুদ্ধ ৷ যে পরিমাণ অতিরিক্ত ভাতা আপনি পেয়েছেন তার পরিমাণ 19 হাজার টাকা ৷ উল্লিখিত মোট ফেরতযোগ্য অর্থ অতি সত্ত্বর ফেরত দেওয়ার ব্যবস্থা করুন ৷ এই পত্র প্রাপ্তির সাতদিনের মধ্যে কালিয়াচক-1 ব্লক অফিসের সমাজকল্যাণ দফতরে যোগাযোগ করুন ৷ অন্যথায় আপনার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ৷'

মনজুরা বিবি বলেন, "বিডিওর নোটিশ পেয়ে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট পরীক্ষা করি ৷ দেখি, অ্যাকাউন্টে তিন দফায় তিন হাজার করে মোট ন'হাজার টাকা ঢুকেছে ৷ এ দিকে বিডিও আমাকে 19 হাজার টাকা ফেরত দিতে বলেছেন ৷ বাকি 10 হাজার টাকা গেল কোথায়? আমি 19 হাজার টাকা কীভাবে জোগাড় করব, বুঝতে পারছি না ৷"

আরও পড়ুন: ইটিভি ভারতের খবরের জের, বন্ধ হল ফুলু বিবির বিধবা ভাতা; শাসকদলকে তোপ বিজেপির

বিডিও সেলিম হাবিব হায়দারের বক্তব্য, "একই মানুষ একাধিক সরকারি ভাতা পেতে পারেন না ৷ যাঁরা একাধিক ভাতা নিয়েছেন, তাঁদের ভাতার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আইন মোতাবেকই সব করা হচ্ছে ৷" এ দিকে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, কালিয়াচক-1 নম্বর ব্লকে ঠিক কী ঘটনা ঘটেছে তা তাঁর জানা নেই ৷ খোঁজ নিয়ে দেখতে হবে ৷ তবে বিভিন্ন ভাতা নিয়ে সারা বছরই সংশোধন, সংযোজন কিংবা নাম বিয়োজনের প্রক্রিয়া চলে ৷

মালদা, 30 অগস্ট: অবাক ঘটনা ৷ গরিব মহিলারা পেয়েছিলেন সরকারি ভাতা ৷ তাও আবার বছর তিনেক আগে ৷ প্রশাসনের তরফেই সেই ভাতা দেওয়া হয়েছিল দুঃস্থ মহিলাদের ৷ সম্প্রতি সেই মহিলাদের কাছেই পৌঁছেছে ভাতার টাকা ফেরতের নোটিশ ৷ তাতে রয়েছে বিডিওর স্বাক্ষরও ৷ নোটিশ অনুযায়ী টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিডিও ৷ এ নিয়ে বিতর্ক ছড়িয়েছে কালিয়াচক 1 নম্বর ব্লকে ৷ জেলাশাসকের আশ্বাস, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন ৷ এ দিকে ব্লক দফতর সূত্রে জানা যাচ্ছে, গোটা ঘটনাটির তদন্ত চাইছেন দফতরের কর্মীদের একাংশও ৷ তাহলেই নাকি তিন বছর আগের অনেক বেনিয়ম সামনে উঠে আসবে ৷

সূত্রের খবর, ঘটনাটি করোনাকালের ৷ দেশজুড়ে লকডাউন ঘোষিত হওয়ায় সমস্যায় পড়ে যান নিম্নবিত্ত মানুষজন ৷ বিশেষ করে বৃদ্ধা কিংবা বিধবাদের সমস্যা চরম আকার নেয় ৷ সেই সময় প্রশাসনের তরফে এই মহিলাদের বার্ধক্য ও বিধবা ভাতার পাশাপাশি মানবিক ভাতা দেওয়া হয় ৷ গ্রাম পঞ্চায়েতগুলির তরফে তখন ঢালাও নামের তালিকা ব্লক দফতরে জমা করা হয়েছিল ৷ তাতেই ঘটেছিল বেনিয়ম ৷ একই প্রাপকের নামে দু'তিন ধরনের ভাতা বরাদ্দ করা হয়েছিল ৷ সেই সময় এই খাতে দু'কোটিরও বেশি টাকা খরচ হয় সরকারের ৷

অভিযোগ, কালিয়াচক 1 নম্বর ব্লকের তৎকালীন বিডিও সন্দীপ ঘোষ সেই তালিকা পরীক্ষা না করেই ভাতা মঞ্জুর করে দেন ৷ এই বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগ ওঠে তৎকালীন পঞ্চায়েত প্রধান-সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ৷ সরকারি সেই টাকা ফেরত পেতেই বর্তমান বিডিও সেলিম হাবিব হায়দার এই ব্লকের 14টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 700 জন মহিলা উপভোক্তার কাছে এই নোটিশ পাঠিয়েছেন বলে খবর ৷

বিডিওর এই নোটিশ পেয়েছেন সুজাপুরের মনজুরা বিবি ৷ সেই নোটিশে বলা হয়েছে, 'আপনি একইসঙ্গে একাধিক ভাতা যথা বার্ধক্য ভাতা/বিধবা ভাতা/মানবিক ভাতার সুবিধে ভোগ করছেন, যা সরকারি আইন বিরুদ্ধ ৷ যে পরিমাণ অতিরিক্ত ভাতা আপনি পেয়েছেন তার পরিমাণ 19 হাজার টাকা ৷ উল্লিখিত মোট ফেরতযোগ্য অর্থ অতি সত্ত্বর ফেরত দেওয়ার ব্যবস্থা করুন ৷ এই পত্র প্রাপ্তির সাতদিনের মধ্যে কালিয়াচক-1 ব্লক অফিসের সমাজকল্যাণ দফতরে যোগাযোগ করুন ৷ অন্যথায় আপনার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ৷'

মনজুরা বিবি বলেন, "বিডিওর নোটিশ পেয়ে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট পরীক্ষা করি ৷ দেখি, অ্যাকাউন্টে তিন দফায় তিন হাজার করে মোট ন'হাজার টাকা ঢুকেছে ৷ এ দিকে বিডিও আমাকে 19 হাজার টাকা ফেরত দিতে বলেছেন ৷ বাকি 10 হাজার টাকা গেল কোথায়? আমি 19 হাজার টাকা কীভাবে জোগাড় করব, বুঝতে পারছি না ৷"

আরও পড়ুন: ইটিভি ভারতের খবরের জের, বন্ধ হল ফুলু বিবির বিধবা ভাতা; শাসকদলকে তোপ বিজেপির

বিডিও সেলিম হাবিব হায়দারের বক্তব্য, "একই মানুষ একাধিক সরকারি ভাতা পেতে পারেন না ৷ যাঁরা একাধিক ভাতা নিয়েছেন, তাঁদের ভাতার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আইন মোতাবেকই সব করা হচ্ছে ৷" এ দিকে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, কালিয়াচক-1 নম্বর ব্লকে ঠিক কী ঘটনা ঘটেছে তা তাঁর জানা নেই ৷ খোঁজ নিয়ে দেখতে হবে ৷ তবে বিভিন্ন ভাতা নিয়ে সারা বছরই সংশোধন, সংযোজন কিংবা নাম বিয়োজনের প্রক্রিয়া চলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.