কলকাতা, 17 এপ্রিল : বিলে গরমিল রয়েছে অভিযোগ করায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল ক্যাফের কর্মীদের বিরুদ্ধে। মারধর করা হয় তাঁর স্বামীকেও। নিউটাউনের ইকোপার্কের ক্যাফের ঘটনা। নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন দম্পতি।
বাংলা নববর্ষের আগের সন্ধ্যায় ইকোপার্কের ক্যাফেতে যান ওই দম্পতি। তাঁদের অভিযোগ, খাওয়া-দাওয়ার বিল মেটাতে গিয়ে দেখেন তাতে গরমিল রয়েছে। অভিযোগ, ক্যাফের কাউন্টারে বিষয়টি নিয়ে অভিযোগ করতে গেলে সুরাহা তো হয়নি, উলটে মহিলার শ্লীলতাহানি করা হয়। ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তাঁকে। বাধা দিতে গেলে ব্যাপক মারধর করা হয় তাঁর স্বামীকেও। পরে ক্যাফেতে আসা অন্যান্যরা ওই দম্পতিকে উদ্ধার করেন।
ওই দম্পতিকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। পরে MR বাঙুর হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 15 এপ্রিল নিউটাউন থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন দম্পতি।
অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন দম্পতি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।