ETV Bharat / state

দিলীপে খুশি নেতৃত্ব, মেয়াদ বাড়ছে আরও 5 বছর !

আরও পাঁচ বছর রাজ্য সভাপতি পদে রেখে দেওয়া হবে দিলীপ ঘোষকে । BJP সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা রাখছে তাঁর উপরই ।

দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 25, 2019, 10:09 AM IST

Updated : Aug 26, 2019, 7:24 AM IST

কলকাতা, 25 অগাস্ট : 2014 । লোকসভা নির্বাচনে BJP-র রমরমা । দেশে তখন মোদি ঝড় । কিন্তু, বাংলা ? পশ্চিমবঙ্গে টিমটিম করে জ্বলছে দুই তারা । এক দার্জিলিং, অন্যটি আসানসোল । দার্জিলিঙে তবু গোর্খার সমর্থন ছিল । আর আসানসোলে বাবুল জিতেছেন কিছুটা নিজের ক্যারিশ্মা কিছুটা দোলা সেনের 'বদান্যতায়' । রাজ্যে ছোটোখাটো আন্দোলনের বাইরে বড় কোনও পদক্ষেপ নিতে পারছে না দল । এহেন অবস্থায় 2015 সালে রাহুল সিনহাকে সরিয়ে রাজ্য সভাপতি করে নিয়ে আসা হয় দিলীপ ঘোষকে ।

প্রথমেই সাফল্য আসেনি । 2016 বিধানসভায় মাত্র 3টি আসন দখল করে BJP । যার মধ্যে একটি জিতেছিলেন দিলীপ ঘোষ । খড়গপুর সদরে হারিয়েছিলেন জ্ঞান সিং সোহনপাল (চাচা)-কে । প্রথম বড় যুদ্ধে জিতে দিলীপ তখন ফুটছেন । দলের সংগঠন মজবুত করলেন ধীরে ধীরে । ছুটলেন এদিক-ওদিক । হুমকি-হুঁশিয়ারি দিলেন তৃণমূলকে । কর্মী, সমর্থকরাও উত্তেজিত । রাজ্যে ধীরে ধীরে বহরে বাড়ল BJP । পঞ্চায়েতে আশাতীত সাফল্য না এলেও একদম ফ্লপ বলা যাবে না । অপেক্ষা ছিল লোকসভার । দিলীপ-মুকুল যুগলবন্দীতে সে যাত্রাতে সফল রাজ্য BJP ।

2 থেকে একদম 18 । দিলীপ ঘোষের প্রত্যাশা ছিল আর একটু বেশি । চেয়েছিলেন 23 । বলছেন, "সামনের বার পুষিয়ে দেব ।" তার আগে অবশ্য 2021-কে পাখির চোখ করে এগোচ্ছেন । কেন্দ্রীয় নেতৃত্বও ভরসা রাখছে দিলীপের উপর । BJP সূত্রে খবর, আরও 5 বছর রাজ্য সভাপতি পদে রেখে দেওয়া হবে দিলীপ ঘোষকে । রাজ্যস্তরের নেতারা মুখ ফুটে কিছু না বললেও ফিসফাস শোনা যাচ্ছে, দিলীপ ঘোষের কার্যকালের মেয়াদ বাড়ছে । এবিষয়ে মুখ খুলতে চাননি খোদ দিলীপবাবু । তিনি বলেন, "এটা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার । আমাদের পার্টি একটা আইন মেনে চলে । সামনেই সাংগঠনিক নির্বাচন । আমরা এখন সেদিকে নজর রাখছি ।"

11 সেপ্টেম্বর থেকে BJP-র সাংগঠনিক নির্বাচন শুরু । আগে BJP-তে মনোনিত সদস্যের আধিক্য ছিল । এখন দল বহরে বেড়েছে । একাংশের মতে, বেনোজলও ঢুকছে । তাই, দলের অন্দরেই পদ নিয়ে ভোটাভুটি হবে না তো ? আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই । ভোটাভুটি রুখতে আগেভাগেই ময়দানে নেমেছে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব । সূত্রের খবর, 27 অগাস্ট থেকে 31 অগাস্ট পর্যন্ত (পাঁচ দিন) সাংগঠনিক নির্বাচনের পাঠ দিতে দফায় দফায় বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব ।

27 অগাস্ট প্রথম বৈঠকটি হবে ICCR প্রেক্ষাগৃহে । এই বৈঠকে উপস্থিত থাকবেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন, BJP-র সর্বভারতীয় সহ সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় । এছাড়াও থাকবেন 18 জন সাংসদ, 14 বিধায়ক, 38টি সাংগঠনিক জেলার সভাপতি-সহ রাজ্য কমিটির নেতৃবৃন্দ ।

28 থেকে 31 অগাস্ট রাজ্য BJP-র সদর দপ্তরে 38 সাংগঠনিক জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষক, মণ্ডল সভাপতি, মোর্চা নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা বৈঠক সারবে কেন্দ্রীয় নেতৃত্ব ।

কলকাতা, 25 অগাস্ট : 2014 । লোকসভা নির্বাচনে BJP-র রমরমা । দেশে তখন মোদি ঝড় । কিন্তু, বাংলা ? পশ্চিমবঙ্গে টিমটিম করে জ্বলছে দুই তারা । এক দার্জিলিং, অন্যটি আসানসোল । দার্জিলিঙে তবু গোর্খার সমর্থন ছিল । আর আসানসোলে বাবুল জিতেছেন কিছুটা নিজের ক্যারিশ্মা কিছুটা দোলা সেনের 'বদান্যতায়' । রাজ্যে ছোটোখাটো আন্দোলনের বাইরে বড় কোনও পদক্ষেপ নিতে পারছে না দল । এহেন অবস্থায় 2015 সালে রাহুল সিনহাকে সরিয়ে রাজ্য সভাপতি করে নিয়ে আসা হয় দিলীপ ঘোষকে ।

প্রথমেই সাফল্য আসেনি । 2016 বিধানসভায় মাত্র 3টি আসন দখল করে BJP । যার মধ্যে একটি জিতেছিলেন দিলীপ ঘোষ । খড়গপুর সদরে হারিয়েছিলেন জ্ঞান সিং সোহনপাল (চাচা)-কে । প্রথম বড় যুদ্ধে জিতে দিলীপ তখন ফুটছেন । দলের সংগঠন মজবুত করলেন ধীরে ধীরে । ছুটলেন এদিক-ওদিক । হুমকি-হুঁশিয়ারি দিলেন তৃণমূলকে । কর্মী, সমর্থকরাও উত্তেজিত । রাজ্যে ধীরে ধীরে বহরে বাড়ল BJP । পঞ্চায়েতে আশাতীত সাফল্য না এলেও একদম ফ্লপ বলা যাবে না । অপেক্ষা ছিল লোকসভার । দিলীপ-মুকুল যুগলবন্দীতে সে যাত্রাতে সফল রাজ্য BJP ।

2 থেকে একদম 18 । দিলীপ ঘোষের প্রত্যাশা ছিল আর একটু বেশি । চেয়েছিলেন 23 । বলছেন, "সামনের বার পুষিয়ে দেব ।" তার আগে অবশ্য 2021-কে পাখির চোখ করে এগোচ্ছেন । কেন্দ্রীয় নেতৃত্বও ভরসা রাখছে দিলীপের উপর । BJP সূত্রে খবর, আরও 5 বছর রাজ্য সভাপতি পদে রেখে দেওয়া হবে দিলীপ ঘোষকে । রাজ্যস্তরের নেতারা মুখ ফুটে কিছু না বললেও ফিসফাস শোনা যাচ্ছে, দিলীপ ঘোষের কার্যকালের মেয়াদ বাড়ছে । এবিষয়ে মুখ খুলতে চাননি খোদ দিলীপবাবু । তিনি বলেন, "এটা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার । আমাদের পার্টি একটা আইন মেনে চলে । সামনেই সাংগঠনিক নির্বাচন । আমরা এখন সেদিকে নজর রাখছি ।"

11 সেপ্টেম্বর থেকে BJP-র সাংগঠনিক নির্বাচন শুরু । আগে BJP-তে মনোনিত সদস্যের আধিক্য ছিল । এখন দল বহরে বেড়েছে । একাংশের মতে, বেনোজলও ঢুকছে । তাই, দলের অন্দরেই পদ নিয়ে ভোটাভুটি হবে না তো ? আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই । ভোটাভুটি রুখতে আগেভাগেই ময়দানে নেমেছে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব । সূত্রের খবর, 27 অগাস্ট থেকে 31 অগাস্ট পর্যন্ত (পাঁচ দিন) সাংগঠনিক নির্বাচনের পাঠ দিতে দফায় দফায় বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব ।

27 অগাস্ট প্রথম বৈঠকটি হবে ICCR প্রেক্ষাগৃহে । এই বৈঠকে উপস্থিত থাকবেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন, BJP-র সর্বভারতীয় সহ সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় । এছাড়াও থাকবেন 18 জন সাংসদ, 14 বিধায়ক, 38টি সাংগঠনিক জেলার সভাপতি-সহ রাজ্য কমিটির নেতৃবৃন্দ ।

28 থেকে 31 অগাস্ট রাজ্য BJP-র সদর দপ্তরে 38 সাংগঠনিক জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষক, মণ্ডল সভাপতি, মোর্চা নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা বৈঠক সারবে কেন্দ্রীয় নেতৃত্ব ।

Intro:25-08-19



সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: সেপ্টেম্বর মাসে বিজেপির সাংগঠনিক নির্বাচণ এর পাঠদিতে টানা ৫ দিন ধরে দফায় দফায় বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির সাংঠনিক নির্বাচণে বড় ধরণের গন্ডোগোল এড়াতে। টানা৫ দিন রাজ্যের সবস্থরে নেতৃত্বের সঙ্গে বিশেষ বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বের।



১১ সেপ্টেম্বর থেকে বুথ, মন্ডল, জেলা, রাজ্যস্থরে শান্তিপূন ভাবে নেতা বাছাই করতেই এই বৈঠক। এই নির্বাচণের মাধ্যমে সব স্থরের নেতা নির্বাচণ করা হবে।


২৭ আগষ্ট মঙ্গলবার প্রথম বৈঠকটি হবে ICCR পেক্ষাগৃহে। এই বৈঠকে উপস্থিত থাকবে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গী, বিজেপির সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন, বিজেপির সর্ব ভারতীয় সহ সাধারণ সম্পাদক ( সংগঠন) শিবপ্রকাশ, দিলীপ ঘোষ থেকে শুরু করে মুকুল রায় সহ বিজেপির শীর্ষস্থরের সব নেতৃত্ব, বিজেপির ১৮ জন সাংসদ, ১৪ জন বিধায়ক, বিজেপির ৩৮ টি সাংগঠনিক জেলা সভাপতি সহ রাজ্য কমিটির সমস্ত নেতৃত্ব।

২৮ থেকে ৩১ আগষ্ট বিজেপির সদর দপ্তরে ৩৮ টি সাংগঠনিক জেলা সভাপতি, জেলার পর্যবেক্ষক, মন্ডল সভাপতি,মোর্চা ও সেল এর সমস্ত নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা বৈঠক সারবেন কেন্দ্রীয় নেতৃত্ব।


মূলত, বিজেপির সাংগঠিন নির্বাচণ বলা হলেও এই নির্বাচণ মনোনিত করা হয়।বিজেপির ইতিহাসে আগে একবার মাত্র তপন শিকদার রাজ্য সভাপতি থাকাকালিন একবার ভোট হয়েছিলো। তার পর বিজেপির সাংগঠিক নির্বাচণ পর্বে ভোট হয় নি। তাই এবার বঙ্গে বিজেপি হাওয়া প্রবল। আর ভিতরে ভিতরে বিজেপির একাধিক লবি। আদি ও নব্য বিজেপির কর্মীদের মধ্যে প্রায়ই গন্ডোগোল চলে। তারপর এবার তৃণমূল থেকে বহুবেনজল বিজেপিতে ঢুকেছে। তাই আগাম প্রস্তুতি কেন্দ্রীয় নেতৃত্বের।


সুত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেই আবারও ৫ বছরের জন্য সভাপতি মনোনয়ন করার প্রস্তুতি শুরু করল কেন্দ্রীয় নেতৃত্ব। তাই রাজ্যের সব নেতৃত্বকেই এই বার্তা বুঝিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। তার জন্যই এই বৈঠক।



বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, " এটা মূলত সাংগঠনিক নির্বাচণের প্রস্তুতি নিয়ে বৈঠক। কেন্দ্রীয় নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত থাকবে"
Body:কপিConclusion:
Last Updated : Aug 26, 2019, 7:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.