কলকাতা, 25 অগাস্ট : 2014 । লোকসভা নির্বাচনে BJP-র রমরমা । দেশে তখন মোদি ঝড় । কিন্তু, বাংলা ? পশ্চিমবঙ্গে টিমটিম করে জ্বলছে দুই তারা । এক দার্জিলিং, অন্যটি আসানসোল । দার্জিলিঙে তবু গোর্খার সমর্থন ছিল । আর আসানসোলে বাবুল জিতেছেন কিছুটা নিজের ক্যারিশ্মা কিছুটা দোলা সেনের 'বদান্যতায়' । রাজ্যে ছোটোখাটো আন্দোলনের বাইরে বড় কোনও পদক্ষেপ নিতে পারছে না দল । এহেন অবস্থায় 2015 সালে রাহুল সিনহাকে সরিয়ে রাজ্য সভাপতি করে নিয়ে আসা হয় দিলীপ ঘোষকে ।
প্রথমেই সাফল্য আসেনি । 2016 বিধানসভায় মাত্র 3টি আসন দখল করে BJP । যার মধ্যে একটি জিতেছিলেন দিলীপ ঘোষ । খড়গপুর সদরে হারিয়েছিলেন জ্ঞান সিং সোহনপাল (চাচা)-কে । প্রথম বড় যুদ্ধে জিতে দিলীপ তখন ফুটছেন । দলের সংগঠন মজবুত করলেন ধীরে ধীরে । ছুটলেন এদিক-ওদিক । হুমকি-হুঁশিয়ারি দিলেন তৃণমূলকে । কর্মী, সমর্থকরাও উত্তেজিত । রাজ্যে ধীরে ধীরে বহরে বাড়ল BJP । পঞ্চায়েতে আশাতীত সাফল্য না এলেও একদম ফ্লপ বলা যাবে না । অপেক্ষা ছিল লোকসভার । দিলীপ-মুকুল যুগলবন্দীতে সে যাত্রাতে সফল রাজ্য BJP ।
2 থেকে একদম 18 । দিলীপ ঘোষের প্রত্যাশা ছিল আর একটু বেশি । চেয়েছিলেন 23 । বলছেন, "সামনের বার পুষিয়ে দেব ।" তার আগে অবশ্য 2021-কে পাখির চোখ করে এগোচ্ছেন । কেন্দ্রীয় নেতৃত্বও ভরসা রাখছে দিলীপের উপর । BJP সূত্রে খবর, আরও 5 বছর রাজ্য সভাপতি পদে রেখে দেওয়া হবে দিলীপ ঘোষকে । রাজ্যস্তরের নেতারা মুখ ফুটে কিছু না বললেও ফিসফাস শোনা যাচ্ছে, দিলীপ ঘোষের কার্যকালের মেয়াদ বাড়ছে । এবিষয়ে মুখ খুলতে চাননি খোদ দিলীপবাবু । তিনি বলেন, "এটা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার । আমাদের পার্টি একটা আইন মেনে চলে । সামনেই সাংগঠনিক নির্বাচন । আমরা এখন সেদিকে নজর রাখছি ।"
11 সেপ্টেম্বর থেকে BJP-র সাংগঠনিক নির্বাচন শুরু । আগে BJP-তে মনোনিত সদস্যের আধিক্য ছিল । এখন দল বহরে বেড়েছে । একাংশের মতে, বেনোজলও ঢুকছে । তাই, দলের অন্দরেই পদ নিয়ে ভোটাভুটি হবে না তো ? আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই । ভোটাভুটি রুখতে আগেভাগেই ময়দানে নেমেছে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব । সূত্রের খবর, 27 অগাস্ট থেকে 31 অগাস্ট পর্যন্ত (পাঁচ দিন) সাংগঠনিক নির্বাচনের পাঠ দিতে দফায় দফায় বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব ।
27 অগাস্ট প্রথম বৈঠকটি হবে ICCR প্রেক্ষাগৃহে । এই বৈঠকে উপস্থিত থাকবেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন, BJP-র সর্বভারতীয় সহ সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় । এছাড়াও থাকবেন 18 জন সাংসদ, 14 বিধায়ক, 38টি সাংগঠনিক জেলার সভাপতি-সহ রাজ্য কমিটির নেতৃবৃন্দ ।
28 থেকে 31 অগাস্ট রাজ্য BJP-র সদর দপ্তরে 38 সাংগঠনিক জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষক, মণ্ডল সভাপতি, মোর্চা নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা বৈঠক সারবে কেন্দ্রীয় নেতৃত্ব ।