- সামাজিক দূরত্ব মেনে ক্যাথিড্রাল স্ট্রিটে গান গেয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী ৷
লাইভ আপডেট : কোরোনায় মৃত জাদুঘরে কর্মরত CISF জওয়ান - coronapandemic
17:00 May 08
কলকাতা, 7 মে : লকডাউনের আজ 45 দিনে । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?
16:59 May 08
- লকডাউনের মাঝে "কবি প্রণাম"-এ বাজল মুখ্যমন্ত্রীর গান । কলকাতার একাধিক রাস্তার মোড়ে রবীন্দ্র জয়ন্তী পালন করে কলকাতা পুলিশ ।
16:58 May 08
- কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে ফিরহাদ হাকিমকে বসানোর সিদ্ধান্তকে সংবিধানের পরিপন্থী বললেন রাজ্যপাল ৷
16:58 May 08
- আসানসোল পৌরনিগমের উদ্যোগে রবীন্দ্রভবন ও BNR অফিসে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন মেয়র সহ অনান্য কাউন্সিলররা ।
16:58 May 08
- কলকাতা জাদুঘরে কর্মরত এক CISF জওয়ানের মৃত্যু হয়। পরে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ।
11:37 May 08
- রেশন দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে কালিম্পঙে BJP-র অবস্থান বিক্ষোভ ৷
11:37 May 08
- NRS হাসপাতালে নতুন করে কোরোনায় পাঁচজন আক্রান্ত বলে সূত্রের খবর ৷ এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে৷ তবে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে ৷
11:34 May 08
- কোরোনা আতঙ্ক, সামাজিক দূরত্ব মেনে রবীন্দ্রমূর্তিতে মালা দিলেন মন্ত্রী গৌতম দেব এবং মেয়র অশোক ভট্টাচার্য ।
11:34 May 08
- রাজ্যের কোরোনা পরিস্থিতি মোকাবিলায় দল কীভাবে কাজ করবে সেই রণকৌশল ঠিক করতে আজ ভিডিয়ো কনফারেন্সে জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
11:21 May 08
- কোরোনা আতঙ্ক, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে সুনসান শান্তিনিকেতন ৷
09:45 May 08
- আজ থেকে রায়গঞ্জে চারটি রুটে বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ৷
17:00 May 08
কলকাতা, 7 মে : লকডাউনের আজ 45 দিনে । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?
- সামাজিক দূরত্ব মেনে ক্যাথিড্রাল স্ট্রিটে গান গেয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী ৷
16:59 May 08
- লকডাউনের মাঝে "কবি প্রণাম"-এ বাজল মুখ্যমন্ত্রীর গান । কলকাতার একাধিক রাস্তার মোড়ে রবীন্দ্র জয়ন্তী পালন করে কলকাতা পুলিশ ।
16:58 May 08
- কলকাতা পৌরনিগমের প্রশাসক পদে ফিরহাদ হাকিমকে বসানোর সিদ্ধান্তকে সংবিধানের পরিপন্থী বললেন রাজ্যপাল ৷
16:58 May 08
- আসানসোল পৌরনিগমের উদ্যোগে রবীন্দ্রভবন ও BNR অফিসে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন মেয়র সহ অনান্য কাউন্সিলররা ।
16:58 May 08
- কলকাতা জাদুঘরে কর্মরত এক CISF জওয়ানের মৃত্যু হয়। পরে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ।
11:37 May 08
- রেশন দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে কালিম্পঙে BJP-র অবস্থান বিক্ষোভ ৷
11:37 May 08
- NRS হাসপাতালে নতুন করে কোরোনায় পাঁচজন আক্রান্ত বলে সূত্রের খবর ৷ এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে৷ তবে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে ৷
11:34 May 08
- কোরোনা আতঙ্ক, সামাজিক দূরত্ব মেনে রবীন্দ্রমূর্তিতে মালা দিলেন মন্ত্রী গৌতম দেব এবং মেয়র অশোক ভট্টাচার্য ।
11:34 May 08
- রাজ্যের কোরোনা পরিস্থিতি মোকাবিলায় দল কীভাবে কাজ করবে সেই রণকৌশল ঠিক করতে আজ ভিডিয়ো কনফারেন্সে জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
11:21 May 08
- কোরোনা আতঙ্ক, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে সুনসান শান্তিনিকেতন ৷
09:45 May 08
- আজ থেকে রায়গঞ্জে চারটি রুটে বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ৷