ETV Bharat / state

Legal Metrology Department: প্যাকেটজাত দুধ বিকোচ্ছে সর্বাধিক বিক্রয়মূল্যের চেয়ে বেশি দামে, শহরে চলছে অভিযান - সুরক্ষা দফতরের নির্দেশে তল্লাশি অভিযান

কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় প্যাকেটজাত দুধের দামে এমআরপি-র থেকে বেশি দাম নেওয়া হচ্ছে ৷ এই অভিযোগ পাওয়ার পরেই ক্রেতা সুরক্ষা দফতরের নির্দেশে তল্লাশি অভিযানে নেমেছে লিগ্যাল মেট্রোলজি অধিদফতর ৷

Consumer Protection Right
ক্রেতা সুরক্ষা
author img

By

Published : Apr 19, 2023, 3:14 PM IST

কলকাতা, 19 এপ্রিল: প্যাকেটজাত দুধের দাম 'ম্যাক্সিমাম রিটেল প্রাইস' বা সর্বাধিক বিক্রয়মূল্যর চেয়ে বেশি নেওয়া হচ্ছে ৷ গত কয়েকদিনে শহর ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা সুরক্ষা দফতরে এই অভিযোগ জমা পড়েছে ৷ তারই পরিপ্রেক্ষিতে লিগ্যাল মেট্রোলজি অধিদফতর বা আইনি পরিমাপবিদ্যা অধিদফতর কলকাতা ও শহরতলিতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ৷ রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের নির্দেশেই এই অভিযান চলছে ৷

ক্রেতা সুরক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ক্রেতার কাছ থেকে এমআরপি-র থেকে বেশি মূল্য নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সেই বিক্রেতার বিরূদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ তাই চলছে ধারাবাহিক অভিযান ৷ মূলত, শহর এবং শহরতলিতে দুধের প্যাকেট বিক্রির সময় কিছু দোকান এবং আউটলেট দুধের প্যাকেট বিক্রি করে এমআরপি-র উপরে কমপক্ষে 1 টাকা, বিশেষত বিভিন্ন ব্র্যান্ডের 500 মিলিলিটার প্যাকেটের জন্য দু'টাকা করে বেশি নিচ্ছে ৷

ক্রেতা সুরক্ষা দফতরের এক আধিকারিক বলেন, "আমরা গ্রাহক হিসেবে নানা জায়গায় অভিযান চালাচ্ছি ৷ যে কোনও প্যাকেটজাত পণ্যের জন্য এমআরপি-র থেকে বেশি টাকা নেওয়া অপরাধ ৷ এ ধরনের কোনও অনিয়ম দেখতে পেলে আমরা সেইসব প্যাকেট বাজেয়াপ্ত করি এবং জরিমানা আরোপ করা হয় ৷ সম্প্রতি শেষ হওয়া অর্থবর্ষে আমরা 1.20 কোটি টাকারও বেশি জরিমানা সংগ্রহ করেছি ৷"

শুধু দুধ নয়, পেট্রোল বা ডিজেল কেনার সময় গ্রাহকরা পরিমাণের তুলনায় কম পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে আইনি মেট্রোলজি দল পেট্রোল পাম্পগুলিতে অভিযান চালাচ্ছে ৷ 10 লিটার তেলের জন্য 50 মিলিলিটার পর্যন্ত কম তেল অনুমোদন রয়েছে ৷ কিন্তু গ্রাহককে এর থেকে বেশি পরিমাণ তেল কম দেওয়া হলে জরিমানা আরোপ করা হয় ৷ কোনও নির্দিষ্ট পাম্পে তিনবার অপরাধী ধরা পড়লে আইন অনুযায়ী কারাদণ্ডের বিধান রয়েছে ৷

আইনি পরিমাপবিদ্যা ভোক্তা অধিকার রক্ষার জন্য বাজার এবং দোকানগুলিতে ব্যবহৃত ওজন এবং পরিমাপগুলিও যাচাই করে ৷ ইলেকট্রনিক ওয়েইং মেশিনগুলিকে একটি তার দিয়ে সিল করা হয় এবং তারপর ব্যবহারকারীকে পরের বছর যাচাইয়ের পর পুনর্নবীকরণ করার জন্য একটি শংসাপত্র প্রদান করা হয় ৷ নন-ইলেকট্রনিক মেশিনের ক্ষেত্রে যেখানে ওজন (বাংলা ভাষায় বাটখারা নামে পরিচিত) ব্যবহার করা হয়, 2 বছর পর তা সিল করা হয় ৷ একজন ব্যবসায়ী নাম তোলার জন্য ই-পরিমাপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন ৷ উত্তরবঙ্গের জেলাগুলির প্রয়োজন মেটাতে কলকাতার কাঁকুড়গাছিতে একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি এবং শিলিগুড়িতে একটি আঞ্চলিক মাধ্যমিক মানক পরীক্ষাগার রয়েছে ৷

আরও পড়ুন: নিয়ম-বহির্ভূত পার্কিং ফি আদায়, ক্রেতার সঙ্গে আইনি লড়াইয়ে 61 হাজার টাকা খোয়ালো কফি সংস্থা!

কলকাতা, 19 এপ্রিল: প্যাকেটজাত দুধের দাম 'ম্যাক্সিমাম রিটেল প্রাইস' বা সর্বাধিক বিক্রয়মূল্যর চেয়ে বেশি নেওয়া হচ্ছে ৷ গত কয়েকদিনে শহর ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা সুরক্ষা দফতরে এই অভিযোগ জমা পড়েছে ৷ তারই পরিপ্রেক্ষিতে লিগ্যাল মেট্রোলজি অধিদফতর বা আইনি পরিমাপবিদ্যা অধিদফতর কলকাতা ও শহরতলিতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ৷ রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের নির্দেশেই এই অভিযান চলছে ৷

ক্রেতা সুরক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ক্রেতার কাছ থেকে এমআরপি-র থেকে বেশি মূল্য নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সেই বিক্রেতার বিরূদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ তাই চলছে ধারাবাহিক অভিযান ৷ মূলত, শহর এবং শহরতলিতে দুধের প্যাকেট বিক্রির সময় কিছু দোকান এবং আউটলেট দুধের প্যাকেট বিক্রি করে এমআরপি-র উপরে কমপক্ষে 1 টাকা, বিশেষত বিভিন্ন ব্র্যান্ডের 500 মিলিলিটার প্যাকেটের জন্য দু'টাকা করে বেশি নিচ্ছে ৷

ক্রেতা সুরক্ষা দফতরের এক আধিকারিক বলেন, "আমরা গ্রাহক হিসেবে নানা জায়গায় অভিযান চালাচ্ছি ৷ যে কোনও প্যাকেটজাত পণ্যের জন্য এমআরপি-র থেকে বেশি টাকা নেওয়া অপরাধ ৷ এ ধরনের কোনও অনিয়ম দেখতে পেলে আমরা সেইসব প্যাকেট বাজেয়াপ্ত করি এবং জরিমানা আরোপ করা হয় ৷ সম্প্রতি শেষ হওয়া অর্থবর্ষে আমরা 1.20 কোটি টাকারও বেশি জরিমানা সংগ্রহ করেছি ৷"

শুধু দুধ নয়, পেট্রোল বা ডিজেল কেনার সময় গ্রাহকরা পরিমাণের তুলনায় কম পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে আইনি মেট্রোলজি দল পেট্রোল পাম্পগুলিতে অভিযান চালাচ্ছে ৷ 10 লিটার তেলের জন্য 50 মিলিলিটার পর্যন্ত কম তেল অনুমোদন রয়েছে ৷ কিন্তু গ্রাহককে এর থেকে বেশি পরিমাণ তেল কম দেওয়া হলে জরিমানা আরোপ করা হয় ৷ কোনও নির্দিষ্ট পাম্পে তিনবার অপরাধী ধরা পড়লে আইন অনুযায়ী কারাদণ্ডের বিধান রয়েছে ৷

আইনি পরিমাপবিদ্যা ভোক্তা অধিকার রক্ষার জন্য বাজার এবং দোকানগুলিতে ব্যবহৃত ওজন এবং পরিমাপগুলিও যাচাই করে ৷ ইলেকট্রনিক ওয়েইং মেশিনগুলিকে একটি তার দিয়ে সিল করা হয় এবং তারপর ব্যবহারকারীকে পরের বছর যাচাইয়ের পর পুনর্নবীকরণ করার জন্য একটি শংসাপত্র প্রদান করা হয় ৷ নন-ইলেকট্রনিক মেশিনের ক্ষেত্রে যেখানে ওজন (বাংলা ভাষায় বাটখারা নামে পরিচিত) ব্যবহার করা হয়, 2 বছর পর তা সিল করা হয় ৷ একজন ব্যবসায়ী নাম তোলার জন্য ই-পরিমাপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন ৷ উত্তরবঙ্গের জেলাগুলির প্রয়োজন মেটাতে কলকাতার কাঁকুড়গাছিতে একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি এবং শিলিগুড়িতে একটি আঞ্চলিক মাধ্যমিক মানক পরীক্ষাগার রয়েছে ৷

আরও পড়ুন: নিয়ম-বহির্ভূত পার্কিং ফি আদায়, ক্রেতার সঙ্গে আইনি লড়াইয়ে 61 হাজার টাকা খোয়ালো কফি সংস্থা!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.