ETV Bharat / state

কমবে তাপমাত্রা, শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে - kolkata

পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জন্য যে আবহাওয়া তৈরি হয়েছে রাজ্যে, তার জেরে একধাক্কায় রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নামল। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ও আগামীকাল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া
author img

By

Published : Feb 27, 2019, 3:36 PM IST

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জন্য যে আবহাওয়া তৈরি হয়েছে রাজ্যে, তার জেরে একধাক্কায় রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নামল। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ও আগামীকাল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমী ঝঞ্জা ও নিম্নচাপের সংঘাতের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখনও কাটেনি বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। আজও গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সাধারণত সর্বোচ্চ ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।

উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং জেলাগুলিতে আজ ও আগামীকাল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কলকাতা ও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গেছে।

বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে-

কলকাতা - ৫৫.২ মিলিমিটার
দমদম-৪১.২ মিলিমিটার
হলদিয়া-১১৩.৮ মিলিমিটার
দীঘা-৫০.৯ মিলিমিটার
ব্যারাকপুর -৬১.৬ মিলিমিটার
ক্যানিং -২৭.৬ মিলিমিটার
কাথি-২৫.৪ মিলিমিটার
ডায়ামন্ড হারবার-৩৬.৩ মিলিমিটার
মেদিনীপুর -৩৩.৮ মিলিমিটার
উলুবেড়িয়া -২৬.২ মিলিমিটার

undefined

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জন্য যে আবহাওয়া তৈরি হয়েছে রাজ্যে, তার জেরে একধাক্কায় রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নামল। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ও আগামীকাল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমী ঝঞ্জা ও নিম্নচাপের সংঘাতের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখনও কাটেনি বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। আজও গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সাধারণত সর্বোচ্চ ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।

উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং জেলাগুলিতে আজ ও আগামীকাল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কলকাতা ও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গেছে।

বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে-

কলকাতা - ৫৫.২ মিলিমিটার
দমদম-৪১.২ মিলিমিটার
হলদিয়া-১১৩.৮ মিলিমিটার
দীঘা-৫০.৯ মিলিমিটার
ব্যারাকপুর -৬১.৬ মিলিমিটার
ক্যানিং -২৭.৬ মিলিমিটার
কাথি-২৫.৪ মিলিমিটার
ডায়ামন্ড হারবার-৩৬.৩ মিলিমিটার
মেদিনীপুর -৩৩.৮ মিলিমিটার
উলুবেড়িয়া -২৬.২ মিলিমিটার

undefined
sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.