ETV Bharat / state

জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামীকাল রাজ্যে বৃষ্টি বাড়বে - rain forecasts

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বিদর্ভ ও ছত্তিশগড়ের উপর দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 16, 2019, 9:53 PM IST

কলকাতা, ১৬ মার্চ : আগামীকাল রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ওড়িশা উপকূলের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বিদর্ভ ও ছত্তিশগড়ের উপর দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল বিদর্ভ এবং ছত্তিশগড়ের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া অফিসের তরফে কোনও সতর্কতা জারি করা হয়নি।

আগামী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভবনা নেই। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা, ১৬ মার্চ : আগামীকাল রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ওড়িশা উপকূলের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বিদর্ভ ও ছত্তিশগড়ের উপর দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল বিদর্ভ এবং ছত্তিশগড়ের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া অফিসের তরফে কোনও সতর্কতা জারি করা হয়নি।

আগামী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভবনা নেই। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস।

Intro:আজ সন্ধ্যার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ও পরশু অর্থাৎ রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। উড়িষ্যা উপকূলের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল শনিবার বৃষ্টি চলবে রবিবার বৃষ্টি পরিমান কমবে ।তবে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা আছে।


Body:উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে দক্ষিণবঙ্গের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। এরফলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর 24 পরগনা ,দক্ষিণ 24 পরগনা ,হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।


Conclusion:গণেশ দাস আবহাওয়া বিদ জানিয়েছেন ঝড় বৃষ্টি প্রভাবে তাপমাত্রা কিছু কমলেও দিনের বেলায় সূর্যের তাপ থাকবে এবং গরম অনুভূত হবে। জলীয় বাষ্প পরিমাণে বেশি থাকায় অস্বস্তিকর ও কষ্টকর আবহাওয়া থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রী বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23. 1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 বেশী।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.