কলকাতা, 17 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) শোকজ করল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন (WBCPCR) ৷ তিন বছরের এক শিশুর জন্মদিন পালন নিয়ে একটি টুইট নিয়েই তাঁকে শোকজ করা হয়েছে ৷ এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিলেন জনৈকা শিল্পা দাস ৷ সেই অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, দিন কয়েক আগে দু’টি টুইটে দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে একটি জন্মদিনের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার কড়াকড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী ৷ লিখেছিলেন, ‘কয়লা ভাইপোর তিন বছরের ছেলের জন্মদিন’ নিয়ে ৷
আর এই নিয়েই তৈরি হয় বিতর্ক৷ অভিযোগ ওঠে যে শুভেন্দু অধিকারী আসলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) ছেলের জন্মদিন নিয়ে ৷ তিন বছরের এক শিশুকে নিয়ে কেন এমন আক্রমণ করলেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে ৷
এর মধ্যেই পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের করেন জনৈকা শিল্পা দাস ৷ তাঁর দাবি, তিন বছরের এক শিশুকে নিয়ে মিথ্যা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ৷ ওই দিন দক্ষিণ কলকাতার ওই হোটেলে একটি ফুটবল ক্লাবের অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির কিছু ছবিও দেওয়া হয় অভিযোগপত্রের সঙ্গে ৷ তাই বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থার আবেদন জানান শিল্পা ৷
এর পরই পদক্ষেপ করে শিশু সুরক্ষা কমিশন ৷ শোকজ করা হয় শুভেন্দু অধিকারীকে ৷ তবে এই নিয়ে এখনও পর্যন্ত বিজেপি (BJP) বা শুভেন্দুর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: হোয়াটস অ্যাপে কুরুচিকর মন্তব্য, পুলিশে অভিযোগ শুভেন্দুর