কলকাতা, ৯ ফেব্রুয়ারি : দৃষ্টিহীনদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন। এবার ভোটার কার্ড তৈরি হবে ব্রেইল-এ। গোটা দেশেই দৃষ্টিহীনরা পাবেন ব্রেইল-এ তৈরি ভোটার কার্ড। কমিশন সূত্রে খবর, দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে এই সংক্রান্ত নির্দেশ। কমিশনের তরফে দ্রুত ব্রেইল-এ ভোটার কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত বিধানসভা নির্বাচনের আগে কলকাতায় সাংবাদিক বৈঠক করে নিজেদের ক্ষোভ জানিয়েছিলেন বিশেষভাবে সক্ষমরা। তাঁদের অভিযোগ, ভোটের তালিকায় নাম থাকলেও তাঁরা ভোট দিতে বুথে যান না। সাংবাদিক বৈঠকে তাঁরা বলেছিলেন, "আমাদের কথা কেউ ভাবে না। অথচ আমরা ভারতবর্ষের নাগরিক। আমাদেরও অধিকার রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে ভোট দেওয়ার।"
তারপর কয়েকটি উপনির্বাচনে বুথে হুইল চেয়ারের ব্যবস্থা করেছিল কমিশন। ভোটকর্মীদের কমিশন নির্দেশ দিয়েছিল, যদি বিশেষভাবে সক্ষম কোনও ভোটার বুথে আসেন তাহলে তিনি যেন লাইনে না দাঁড়িয়েই ভোট দিতে পারেন। এবার কমিশন দৃষ্টিহীন ভোটারদের বিষয়েও ভাবনাচিন্তা শুরু করেছে। গত বছরের ২৭ এপ্রিল কমিশনের তরফে কলকাতায় রাজ্যস্তরের ওয়ার্কশপ করা হয়। যেখানে বিশেষভাবে সক্ষম ভোটারদের পাশাপাশি হাজির ছিলেন তাঁদের নিয়ে কাজ করছে এমন বেশ কিছু NGO-র প্রতিনিধিরা। সেখানে কমিশনের পক্ষ থেকে তাঁদের সমস্যার কথা শোনা হয়। তারপর ব্রেইল-এ ভোটার কার্ড তৈরির বিষয়ে উদ্যোগ নেয় কমিশন।
এতদিন ব্রেইল-এ ব্যালটের ব্যবস্থা ছিল। যারা দৃষ্টিহীন তাঁরা সেই ব্যবস্থার মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতেন। দৃষ্টিহীনরা বুথে ঢোকার পর সরাসরি যেতেন প্রিসাইডিং অফিসারের কাছে। তারপর প্রিসাইডিং অফিসারের সাহায্যে ব্রেইল ব্যালটে তাঁরা ভোট দিতেন।
নির্বাচন কমিশনের তরফে সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের এক নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ব্রেইল-এ ভোটার কার্ড তৈরির জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হবে।