ETV Bharat / state

ID হাসপাতালেই কোয়ার্টার, কোরোনায় আক্রান্ত দুই কর্মীর মেয়েও - Two girl tested Corona positive

বুধবার জানা গেছিল বেলেঘাটা ID-র চতুর্থ শ্রেণির দুই কর্মী কোরোনায় আক্রান্ত । এবার তাঁদের মেয়েদের শরীরেও মিলল কোরোনা সংক্রমণ । শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : May 16, 2020, 8:07 AM IST

কলকাতা, 16 মে : ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের কোয়ার্টারে আগেই থাবা বসিয়েছে কোরোনা । এবার এই কোয়ার্টারের এক নাবালিকা ও এক কিশোরীর শরীরেও মিলল কোরোনা ভাইরাস । এই দু'জনের বাবারাও কোরোনায় আক্রান্ত বলে জানা গেছে । প্রত্যেকেরই চিকিৎসা চলছে বেলেঘাটা জেনেরালে । এদিকে, হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের ওই কোয়ার্টারটিকে আপাতত কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নাবালিকার বয়স 8 এবং অন্যজনের বয়স 14 বছর । শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । এদিকে, কোয়ার্টারটি কনটেনমেন্ট জ়োন হওয়ায় এখানে বাইরের কাউকে যেমন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তেমনই এই কোয়ার্টার থেকে কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না । পাশাপাশি কোয়ার্টার স্যানিটাইজ়েশনের কাজ চলছে । এখান থেকে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে ।

বুধবার জানা গেছিল, বেলেঘাটার এই হাসপাতালের চতুর্থ শ্রেণির দুই কর্মী এবং এক নার্স কোরোনায় আক্রান্ত হয়েছেন । এরপর এই তিনজনের চিকিৎসা শুরু হয় বেলেঘাটা জেনেরালে । কোরোনায় আক্রান্ত নাবালিকা ও কিশোরীর বাবা অর্থাৎ বেলেঘাটা ID-র ওই দু'জন কর্মীর একজন হাসপাতালের প্রশাসনিক বিল্ডিংয়ে কর্মরত ছিলেন । এবং অন্যজন, এখানকার কোরোনা ওয়ার্ডে ডিউটি করেছেন । এই দু'জনই চতুর্থ শ্রেণির কর্মীদের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন ।

অন্যদিকে, যে নার্স কোরোনায় আক্রান্ত হয়েছেন, তিনি এখানকার কোরোনা ওয়ার্ডে ডিউটি করেছেন । বাসিন্দা খিদিরপুর অঞ্চলের । ডিউটির জন্য খিদিরপুরের বাড়ি থেকে তিনি রোজ হাসপাতালে যাতায়াত করেছেন ।

কলকাতা, 16 মে : ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের কোয়ার্টারে আগেই থাবা বসিয়েছে কোরোনা । এবার এই কোয়ার্টারের এক নাবালিকা ও এক কিশোরীর শরীরেও মিলল কোরোনা ভাইরাস । এই দু'জনের বাবারাও কোরোনায় আক্রান্ত বলে জানা গেছে । প্রত্যেকেরই চিকিৎসা চলছে বেলেঘাটা জেনেরালে । এদিকে, হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের ওই কোয়ার্টারটিকে আপাতত কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নাবালিকার বয়স 8 এবং অন্যজনের বয়স 14 বছর । শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । এদিকে, কোয়ার্টারটি কনটেনমেন্ট জ়োন হওয়ায় এখানে বাইরের কাউকে যেমন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তেমনই এই কোয়ার্টার থেকে কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না । পাশাপাশি কোয়ার্টার স্যানিটাইজ়েশনের কাজ চলছে । এখান থেকে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে ।

বুধবার জানা গেছিল, বেলেঘাটার এই হাসপাতালের চতুর্থ শ্রেণির দুই কর্মী এবং এক নার্স কোরোনায় আক্রান্ত হয়েছেন । এরপর এই তিনজনের চিকিৎসা শুরু হয় বেলেঘাটা জেনেরালে । কোরোনায় আক্রান্ত নাবালিকা ও কিশোরীর বাবা অর্থাৎ বেলেঘাটা ID-র ওই দু'জন কর্মীর একজন হাসপাতালের প্রশাসনিক বিল্ডিংয়ে কর্মরত ছিলেন । এবং অন্যজন, এখানকার কোরোনা ওয়ার্ডে ডিউটি করেছেন । এই দু'জনই চতুর্থ শ্রেণির কর্মীদের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন ।

অন্যদিকে, যে নার্স কোরোনায় আক্রান্ত হয়েছেন, তিনি এখানকার কোরোনা ওয়ার্ডে ডিউটি করেছেন । বাসিন্দা খিদিরপুর অঞ্চলের । ডিউটির জন্য খিদিরপুরের বাড়ি থেকে তিনি রোজ হাসপাতালে যাতায়াত করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.