ETV Bharat / state

র‍্যাপিড টেস্টে কলকাতায় 2 কোরোনা পজ়িটিভের হদিস, স্বস্তি হাওড়ায় - corona situation of west bengal

রাজ্যে শুরু হয়েছে র‍্যাপিড স্যাম্পেল টেস্ট । গতকাল মোট 78 জনের র‍্যাপিড টেস্ট হয় । দুইজন কোরোনা পজ়িটিভের সন্ধান পাওয়া গেছে ।

corona
র‍্যাপিড টেস্ট
author img

By

Published : Apr 21, 2020, 2:01 PM IST

কলকাতা, 21 এপ্রিল: র‍্যাপিড টেস্টে বেলগাছিয়া থেকে দুই কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। খবর নবান্ন সূত্রে । স্বাস্থ্য দপ্তরের তরফেও বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে । গতকাল মোট 78 জনের র‍্যাপিড টেস্ট হয় । তার মধ্যে হাওড়ায় হয় 64টি । বেলগাছিয়ায় হয় 14টি । এরমধ্যে হাওড়ায় কোনও কোরোনা পজ়িটিভের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে । আজও ফের শুরু হয়েছে টেস্ট ।

রবিবার জারি হয়েছিল নির্দেশিকা । প্রশাসনের তরফে জানানো হয়, ICMR-এর গাইডলাইন মেনে এই টেস্ট শুরু হবে । হটস্পট ছাড়াও কম সংক্রমিত এলাকাগুলিতেও হবে এই টেস্ট । সন্দেহজনক সংক্রমিতকে এই টেস্টের মাধ্যমে আলাদা করে চিহ্নিত করে শুরু করা হবে চিকিৎসা । বেলগাছিয়া বস্তিতে প্রায় 50 হাজার মানুষ থাকেন । সেখানে বড় ঘটনা ঘটে যাওয়ার আগে প্রশাসন চাইছে সংক্রমিতদের দ্রুত চিহ্নিত করতে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই টেস্টের মাধ্যমে 10 থেকে 15 মিনিটের মধ্যেই সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করা যায় । র‍্যাপিড টেস্ট সরাসরি কোরোনা ভাইরাস চিহ্নিত করতে না পারলেও, আক্রান্তের শরীরে তৈরি হওয়া বিশেষ ধরনের অ্যান্টিবডি চিহ্নিত করতে পারে । এই প্রক্রিয়া সাফল্য পেয়েছে দক্ষিণ কোরিয়ায় । সেই প্রক্রিয়ার সফল প্রয়োগ করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার । যাতে লকডাউনের মধ্যেই সমস্ত সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিত করা যায় সেই চেষ্টা চলছে ।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের মোট 14টি মেডিকেল কলেজে এই টেস্ট করা হবে । সংক্রমণ ছড়িয়েছে এমন জেলাতেও র‍্যাপিড টেস্ট শুরু হতে চলেছে দ্রুত । গতকাল বেলগাছিয়া বস্তির 14 জনের র‍্যাপিড টেস্ট হয়েছে । তাঁদের মধ্যে দু'জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে । ওই ব্যক্তিদের চিকিৎসা শুরু হয়েছে । সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের লোকজনকে কোয়ারানটাইনে পাঠানো হচ্ছে । তবে স্বস্তির খবর হাওড়ায় । সেখানে টেস্ট হওয়া 64 জনের কারও শরীরে মেলেনি ভাইরাস । আজ ফের টেস্ট হবে । এছাড়াও সুতাহাটা, হলদিয়া, মহিষাদলে আজ থেকে র‍্যাপিড টেস্ট শুরু হচ্ছে ।

কলকাতা, 21 এপ্রিল: র‍্যাপিড টেস্টে বেলগাছিয়া থেকে দুই কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। খবর নবান্ন সূত্রে । স্বাস্থ্য দপ্তরের তরফেও বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে । গতকাল মোট 78 জনের র‍্যাপিড টেস্ট হয় । তার মধ্যে হাওড়ায় হয় 64টি । বেলগাছিয়ায় হয় 14টি । এরমধ্যে হাওড়ায় কোনও কোরোনা পজ়িটিভের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে । আজও ফের শুরু হয়েছে টেস্ট ।

রবিবার জারি হয়েছিল নির্দেশিকা । প্রশাসনের তরফে জানানো হয়, ICMR-এর গাইডলাইন মেনে এই টেস্ট শুরু হবে । হটস্পট ছাড়াও কম সংক্রমিত এলাকাগুলিতেও হবে এই টেস্ট । সন্দেহজনক সংক্রমিতকে এই টেস্টের মাধ্যমে আলাদা করে চিহ্নিত করে শুরু করা হবে চিকিৎসা । বেলগাছিয়া বস্তিতে প্রায় 50 হাজার মানুষ থাকেন । সেখানে বড় ঘটনা ঘটে যাওয়ার আগে প্রশাসন চাইছে সংক্রমিতদের দ্রুত চিহ্নিত করতে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই টেস্টের মাধ্যমে 10 থেকে 15 মিনিটের মধ্যেই সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করা যায় । র‍্যাপিড টেস্ট সরাসরি কোরোনা ভাইরাস চিহ্নিত করতে না পারলেও, আক্রান্তের শরীরে তৈরি হওয়া বিশেষ ধরনের অ্যান্টিবডি চিহ্নিত করতে পারে । এই প্রক্রিয়া সাফল্য পেয়েছে দক্ষিণ কোরিয়ায় । সেই প্রক্রিয়ার সফল প্রয়োগ করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার । যাতে লকডাউনের মধ্যেই সমস্ত সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিত করা যায় সেই চেষ্টা চলছে ।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের মোট 14টি মেডিকেল কলেজে এই টেস্ট করা হবে । সংক্রমণ ছড়িয়েছে এমন জেলাতেও র‍্যাপিড টেস্ট শুরু হতে চলেছে দ্রুত । গতকাল বেলগাছিয়া বস্তির 14 জনের র‍্যাপিড টেস্ট হয়েছে । তাঁদের মধ্যে দু'জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে । ওই ব্যক্তিদের চিকিৎসা শুরু হয়েছে । সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের লোকজনকে কোয়ারানটাইনে পাঠানো হচ্ছে । তবে স্বস্তির খবর হাওড়ায় । সেখানে টেস্ট হওয়া 64 জনের কারও শরীরে মেলেনি ভাইরাস । আজ ফের টেস্ট হবে । এছাড়াও সুতাহাটা, হলদিয়া, মহিষাদলে আজ থেকে র‍্যাপিড টেস্ট শুরু হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.