ETV Bharat / state

হরিদেবপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

author img

By

Published : May 8, 2021, 8:46 AM IST

Updated : May 8, 2021, 9:07 AM IST

রঞ্জুর দাবি, সে তৃণমূল কর্মী ৷ পাড়ার সামাজিক কাজের সঙ্গে যুক্ত ৷ সেটা না সহ্য করতে পেরে 115 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রত্না সুরের অনুগামীরা আক্রমণ চালিয়েছে ৷

হরিদেবপুরে তৃণমুলের গোষ্ঠী সংঘর্ষ, এলাকায় উত্তেজনা
হরিদেবপুরে তৃণমুলের গোষ্ঠী সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

হরিদেবপুর, 8 মে : হরিদেবপুর থানা এলাকার 115 নম্বর ওয়ার্ডের পশ্চিম পুটিয়ারিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । 115 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রত্না সুর অনুগামী ও স্থানীয় প্রোমোটার রঞ্জুর অনুগামীদের মধ্যে ব্যাপক মারপিট, ইট বৃষ্টি ৷ সংঘর্ষে আহত দুই গোষ্ঠীর বেশ কয়েকজন ৷

রঞ্জুর দাবি, সে তৃণমূল কর্মী ৷ পাড়ার সামাজিক কাজের সঙ্গে যুক্ত ৷ সেটা না সহ্য করতে পেরে রত্নার অনুগামীরা আক্রমণ চালিয়েছে ৷ অন্যদিকে রত্না বলেন, "রঞ্জু বিজেপি করত ৷ এখন তৃণমূল জিতেছে বলে তৃণমূলের দিকে চলে এসেছে ৷ রঞ্জুই পাড়ায় অশান্তি সৃষ্টি করছে, ও একটা তোলাবাজ ৷"

হরিদেবপুরে তৃণমুলের গোষ্ঠী সংঘর্ষ

খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় নেমেছে ব়্যাফ ৷ এদিকে এই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷

আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ভাঙড়ের তৃণমূল নেতার

হরিদেবপুর, 8 মে : হরিদেবপুর থানা এলাকার 115 নম্বর ওয়ার্ডের পশ্চিম পুটিয়ারিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । 115 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রত্না সুর অনুগামী ও স্থানীয় প্রোমোটার রঞ্জুর অনুগামীদের মধ্যে ব্যাপক মারপিট, ইট বৃষ্টি ৷ সংঘর্ষে আহত দুই গোষ্ঠীর বেশ কয়েকজন ৷

রঞ্জুর দাবি, সে তৃণমূল কর্মী ৷ পাড়ার সামাজিক কাজের সঙ্গে যুক্ত ৷ সেটা না সহ্য করতে পেরে রত্নার অনুগামীরা আক্রমণ চালিয়েছে ৷ অন্যদিকে রত্না বলেন, "রঞ্জু বিজেপি করত ৷ এখন তৃণমূল জিতেছে বলে তৃণমূলের দিকে চলে এসেছে ৷ রঞ্জুই পাড়ায় অশান্তি সৃষ্টি করছে, ও একটা তোলাবাজ ৷"

হরিদেবপুরে তৃণমুলের গোষ্ঠী সংঘর্ষ

খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় নেমেছে ব়্যাফ ৷ এদিকে এই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷

আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ভাঙড়ের তৃণমূল নেতার

Last Updated : May 8, 2021, 9:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.