ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 1 টা - দুপুর 1 টা

বিশ্ব, দেশ, রাজ্য, খেলা, বিনোদনের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Jul 12, 2020, 1:01 PM IST

1. স্থিতিশীল অমিতাভ

স্থিতিশীল অবস্থায় রয়েছেন অমিতাভ বচ্চন। জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ গতকাল বিকেলে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের র্যাপিড অ্যান্টিজ়েন পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপরই তাঁরা মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন ৷


2. অনুপম খেরের পরিবারেও কোরোনার হানা

কোরোনায় আক্রান্ত অনুপম খেরের মা, ভাইঝি, দাদা ও বউদি ৷ পরিবারে একাধিক সদস্যের কোরোনা সংক্রমণের কথা একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন অভিনেতা নিজেই ৷


3. কোরোনায় ফের রেকর্ড সংক্রমণ, দেশে একদিনে আক্রান্ত 28,637

দেশে ফের রেকর্ড সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 28 হাজার 637 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 8 লাখ 49 হাজার 553 ৷


4.জ্বরে আক্রান্ত 12 কর্মী, এবার রাজভবনে কোরোনা আতঙ্ক

জ্বরে আক্রান্ত রাজভবনের 12 জন কর্মী ৷ ফলে, রাজভবনে কোরোনার আতঙ্ক দেখা দিয়েছে ৷


5. সোপোরে নিকেশ 1 জঙ্গি

সোপোরে নিকেশ এক জঙ্গি ৷ সকাল থেকেই সোপোরের রেব্বান এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি লড়াই শুরু হয় ৷ সেই গুলির লড়াই চলাকালীনই ওই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী ৷

6. নেই অ্যাম্বুলেন্স, অটোয় বহন কোরোনায় মৃতের দেহ !

নিয়ম ভেঙে অটোয় করে কোরোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে যাওয়া হল কবরস্থানে ৷ গতকাল এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ ঘটনাটি তেলাঙ্গানার নিজ়ামাবাদের ৷


7. 15 ঘণ্টা বাড়িতেই পড়ে রইল কোরোনায় মৃতের দেহ

শুক্রবার রাতে মৃত্যু হয় কোরোনায় আক্রান্ত ওই বৃদ্ধের ৷ এরপর টানা 15 ঘণ্টা বাড়িতেই পড়ে ছিল তাঁর দেহ ৷


8.অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করে টুইট মমতার

অমিতাভ বচ্চনের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ামাত্র তাঁর আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

9. কোরোনায় আক্রান্ত চেতন চৌহান

গত শুক্রবার চেতনের COVID-19 পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁকে লখনউয়ের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷


10. নিরাপত্তারক্ষী কোরোনায় আক্রান্ত, সিল করা হল রেখার বাংলো

আজই BMC-র তরফ থেকে সিল করে দেওয়া হয় রেখার বাংলো ৷ বাংলোটিকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয় ৷

1. স্থিতিশীল অমিতাভ

স্থিতিশীল অবস্থায় রয়েছেন অমিতাভ বচ্চন। জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ গতকাল বিকেলে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের র্যাপিড অ্যান্টিজ়েন পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপরই তাঁরা মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন ৷


2. অনুপম খেরের পরিবারেও কোরোনার হানা

কোরোনায় আক্রান্ত অনুপম খেরের মা, ভাইঝি, দাদা ও বউদি ৷ পরিবারে একাধিক সদস্যের কোরোনা সংক্রমণের কথা একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন অভিনেতা নিজেই ৷


3. কোরোনায় ফের রেকর্ড সংক্রমণ, দেশে একদিনে আক্রান্ত 28,637

দেশে ফের রেকর্ড সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 28 হাজার 637 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 8 লাখ 49 হাজার 553 ৷


4.জ্বরে আক্রান্ত 12 কর্মী, এবার রাজভবনে কোরোনা আতঙ্ক

জ্বরে আক্রান্ত রাজভবনের 12 জন কর্মী ৷ ফলে, রাজভবনে কোরোনার আতঙ্ক দেখা দিয়েছে ৷


5. সোপোরে নিকেশ 1 জঙ্গি

সোপোরে নিকেশ এক জঙ্গি ৷ সকাল থেকেই সোপোরের রেব্বান এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি লড়াই শুরু হয় ৷ সেই গুলির লড়াই চলাকালীনই ওই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী ৷

6. নেই অ্যাম্বুলেন্স, অটোয় বহন কোরোনায় মৃতের দেহ !

নিয়ম ভেঙে অটোয় করে কোরোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে যাওয়া হল কবরস্থানে ৷ গতকাল এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ ঘটনাটি তেলাঙ্গানার নিজ়ামাবাদের ৷


7. 15 ঘণ্টা বাড়িতেই পড়ে রইল কোরোনায় মৃতের দেহ

শুক্রবার রাতে মৃত্যু হয় কোরোনায় আক্রান্ত ওই বৃদ্ধের ৷ এরপর টানা 15 ঘণ্টা বাড়িতেই পড়ে ছিল তাঁর দেহ ৷


8.অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করে টুইট মমতার

অমিতাভ বচ্চনের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ামাত্র তাঁর আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

9. কোরোনায় আক্রান্ত চেতন চৌহান

গত শুক্রবার চেতনের COVID-19 পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁকে লখনউয়ের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷


10. নিরাপত্তারক্ষী কোরোনায় আক্রান্ত, সিল করা হল রেখার বাংলো

আজই BMC-র তরফ থেকে সিল করে দেওয়া হয় রেখার বাংলো ৷ বাংলোটিকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.