কলকাতা নিয়ে আশাবাদী বলেই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "কলকাতা ফের দেশকে নেতৃত্ব দিতে পারে ৷ অতীতের গৌরব থেকে অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে কলকাতা পুরো ক্ষেত্রের নেতৃত্ব করতে পারে ৷"
2. রাজ্যে ফের দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে টুইটে সতর্কবার্তা রাজ্যপালের
রাজ্যে সিঙ্গল টেন্ডার দেওয়া নিয়ে দুর্নীতি ও পক্ষপাতিত্ব চলছে, এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে টুইট করে সতর্ক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।
3. পূর্ব লাদাখ সমস্যা নিয়ে সামরিক আলোচনা চালিয়ে যেতে চায় ভারত, চিন
এর আগে কয়েকবার বৈঠক হয়েছে ৷ ইতিবাচক পরিস্থিতি কিছুটা হলেও তৈরি হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ৷ এরপরও সমস্যা সমাধানের জন্য সামরিক আলোচনা চালিয়ে যেতে চায় ভারত ও চিন ৷
4. কোরোনা এক্সপ্রেস : সেদিন ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী
'কোরোনা এক্সপ্রেস' নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর । সম্প্রতি অমিত শাহ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়, এই কোরোনা এক্সপ্রেসের মন্তব্য়ই আপনার ক্ষমতা থেকে যাওয়ার পথ প্রশস্ত করবে।" এর পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি বলেননি ।
5. রাজ্যের দোরগোড়ায় উপস্থিত বর্ষা
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হচ্ছে । এবং আগামী 24 ঘণ্টা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
6. কোরোনা সংক্রমণের নিরিখে আজ দেশে আক্রান্ত সর্বোচ্চ, মোট 9996
দেশে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ আজ দেশে রেকর্ড কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় মোট 9 হাজার 996 জন আক্রান্ত কোরোনায় ৷
7. দুশ্চিন্তায় কংগ্রেস, রাজস্থানে ভোট কিনছে গেরুয়া শিবির; অভিযোগ
দুর্নীতির অভিযোগে রাজ্যের দুর্নীতি দমন বিউরোর প্রধানকে চিঠি দিয়েছেন রাজস্থান বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ যোশী ।
8. সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে রাজৌরিতে গুলি পাকিস্তানি সেনার, শহিদ জওয়ান
গতকাল রাত থেকেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছোড়ে পাকিস্তানি সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও ।
9. "IPL-এর জন্য তৈরি হও", রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি সৌরভের
চলতি বছরে IPL মঞ্চস্থ করার জন্য সবরকম বিকল্পের খোঁজ করছে BCCI ৷ জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷
10. বেতন পাচ্ছেন না দিল্লির ডাক্তাররা, সরব রিচা
কোরোনা মোকাবিলায় যেখানে ডাক্তাররা প্রতিদিন নিজেদের জীবনকে তুচ্ছ করে রোগীকে সুস্থ করে তুলছেন, সেখন তাঁদের বেতন না দেওয়াটা অমানবিক । বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেন রিচা চড্ডা ।