ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 1 টা - sports

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at 1 pm
টপ নিউজ় @ দুপুর 1 টা
author img

By

Published : Jul 13, 2020, 1:12 PM IST

1.BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, কাল 12 ঘণ্টার বনধ দলের

বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানের বারান্দায় বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের(65) দেহ উদ্ধার হয় ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ দলের। ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন দলীয় নেতৃত্ব। পাশাপাশি কাল জেলায় 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে জেলা BJP-র তরফে।

2.রাজ্যে হিংসা কমার কোনও লক্ষণ নেই : রাজ্যপাল

BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ আজ টুইটারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, রাজ্যে রাজনৈতিক হিংসা ও প্রতিহিংসা কমার কোনও লক্ষণ নেই ৷

3.বিধায়ককে পরিকল্পনামাফিক খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল : রাহুল সিনহা

হেমতাবাদের বিধায়কের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য ৷ তার মৃত্যুতে CBI তদন্তের দাবি জানালেন BJP নেতা রাহুল সিনহা ৷ তিনি বলেন, এই হত্যার ঘটনার সঙ্গে তৃণমূল সরাসরিভাবে জড়িত ৷


4.অনন্তনাগে নিকেশ 1 জঙ্গি

আজ সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের শ্রীগুফওয়াড়ায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থানে মোতায়েন রয়েছে পুলিশও ৷ নিকেশ হওয়া জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি ৷

5.বৈঠকে না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা, হুইপ জারি কংগ্রেসের

কংগ্রেসের বিধায়কদলের যে বৈঠক আজ সকালে হওয়ার কথা রয়েছে, তাতে অবশ্যই উপস্থিত থাকতে হবে দলের সব বিধায়ককে ৷ যে বিধায়করা কোনও কারণ ছাড়া বৈঠকে উপস্থিত থাকবেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ৷ এই মর্মে হুইপ জারি করল রাজস্থান কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে ৷

6.ঝাড়খণ্ডের স্কুলে পড়ুয়াদের পাকিস্তানের জাতীয় সংগীত আত্মস্থ করার নির্দেশ

পড়ুয়াদের পাকিস্তানের জাতীয় সংগীত আত্মস্থ করার নির্দেশ নিয়ে সুর চড়িয়েছে BJP । ঝাড়খণ্ড BJP-র তরফে সুর চড়িয়ে এনিয়ে বলা হয়েছে, যে স্কুলে এই ধরনের নির্দেশ দেওয়া হয়, সেই স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকার ।


7.প্রথম দেশ হিসেবে কোভিড ভ্যাকসিনের সফল হিউম্যান ট্রায়াল রাশিয়ার

কোরোনা ভাইরাসের ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ সফল হল রাশিয়ায় ৷ যাঁদের শরীরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাদের একটি দলকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হবে ৷ বাকিদের ছাড়া হবে 20 জুলাই ৷


8.ফাঁড়া কাটল ক্যারিবিয়ানদের, ইংল্যান্ডের মাটিতে 21 টেস্টের পর জয়

শেষ ইনিংসে 200 বা তার কম রান তাড়া করতে নেমে কখনও হারেনি ওয়েস্ট ইন্ডিজ় ৷ এবারও সেই রেকর্ড ধরে রাখল হোল্ডার অ্যান্ড কোং ৷


9.প্রার্থনার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে টুইট অমিতাভের

অমিতাভের সুস্থতা কামনা করে পুজোর আয়োজন করা হয় দেশের বিভিন্ন জায়গায় । এর জন্য টুইট করে সবাইকে ধন্যবাদ জানান বিগ বি ।


10."আমি মৃত্যু শয্যায়", মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই পোস্ট অভিনেত্রীর

প্রয়াত অভিনেত্রী দিব্যা চৌকসি । ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি । অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর বোন সৌম্যা আনিশ ভর্মা ।

1.BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, কাল 12 ঘণ্টার বনধ দলের

বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানের বারান্দায় বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের(65) দেহ উদ্ধার হয় ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ দলের। ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন দলীয় নেতৃত্ব। পাশাপাশি কাল জেলায় 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে জেলা BJP-র তরফে।

2.রাজ্যে হিংসা কমার কোনও লক্ষণ নেই : রাজ্যপাল

BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ আজ টুইটারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, রাজ্যে রাজনৈতিক হিংসা ও প্রতিহিংসা কমার কোনও লক্ষণ নেই ৷

3.বিধায়ককে পরিকল্পনামাফিক খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল : রাহুল সিনহা

হেমতাবাদের বিধায়কের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য ৷ তার মৃত্যুতে CBI তদন্তের দাবি জানালেন BJP নেতা রাহুল সিনহা ৷ তিনি বলেন, এই হত্যার ঘটনার সঙ্গে তৃণমূল সরাসরিভাবে জড়িত ৷


4.অনন্তনাগে নিকেশ 1 জঙ্গি

আজ সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের শ্রীগুফওয়াড়ায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থানে মোতায়েন রয়েছে পুলিশও ৷ নিকেশ হওয়া জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি ৷

5.বৈঠকে না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা, হুইপ জারি কংগ্রেসের

কংগ্রেসের বিধায়কদলের যে বৈঠক আজ সকালে হওয়ার কথা রয়েছে, তাতে অবশ্যই উপস্থিত থাকতে হবে দলের সব বিধায়ককে ৷ যে বিধায়করা কোনও কারণ ছাড়া বৈঠকে উপস্থিত থাকবেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ৷ এই মর্মে হুইপ জারি করল রাজস্থান কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে ৷

6.ঝাড়খণ্ডের স্কুলে পড়ুয়াদের পাকিস্তানের জাতীয় সংগীত আত্মস্থ করার নির্দেশ

পড়ুয়াদের পাকিস্তানের জাতীয় সংগীত আত্মস্থ করার নির্দেশ নিয়ে সুর চড়িয়েছে BJP । ঝাড়খণ্ড BJP-র তরফে সুর চড়িয়ে এনিয়ে বলা হয়েছে, যে স্কুলে এই ধরনের নির্দেশ দেওয়া হয়, সেই স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকার ।


7.প্রথম দেশ হিসেবে কোভিড ভ্যাকসিনের সফল হিউম্যান ট্রায়াল রাশিয়ার

কোরোনা ভাইরাসের ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ সফল হল রাশিয়ায় ৷ যাঁদের শরীরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাদের একটি দলকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হবে ৷ বাকিদের ছাড়া হবে 20 জুলাই ৷


8.ফাঁড়া কাটল ক্যারিবিয়ানদের, ইংল্যান্ডের মাটিতে 21 টেস্টের পর জয়

শেষ ইনিংসে 200 বা তার কম রান তাড়া করতে নেমে কখনও হারেনি ওয়েস্ট ইন্ডিজ় ৷ এবারও সেই রেকর্ড ধরে রাখল হোল্ডার অ্যান্ড কোং ৷


9.প্রার্থনার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে টুইট অমিতাভের

অমিতাভের সুস্থতা কামনা করে পুজোর আয়োজন করা হয় দেশের বিভিন্ন জায়গায় । এর জন্য টুইট করে সবাইকে ধন্যবাদ জানান বিগ বি ।


10."আমি মৃত্যু শয্যায়", মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই পোস্ট অভিনেত্রীর

প্রয়াত অভিনেত্রী দিব্যা চৌকসি । ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি । অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর বোন সৌম্যা আনিশ ভর্মা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.