ETV Bharat / state

ভিড় এড়িয়ে আগামীকাল 'টক টু মেয়র' অনুষ্ঠান ফিরহাদের - emergency services

পাঁচজন আধিকারিক উপস্থিত থাকবেন আগামীকালের 'টক টু মেয়র' অনুষ্ঠানে । জমায়েত রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরনিগম । এবার 'টক টু মেয়র'-এর ক্ষেত্রেও সেই নির্দেশিকায় পালন করা হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম ।

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
author img

By

Published : Mar 20, 2020, 7:32 PM IST

Updated : Mar 20, 2020, 9:09 PM IST

কলকাতা, 20 মার্চ : জমায়েত রুখতে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগম । এবার 'টক টু মেয়র'-এর ক্ষেত্রেও সেই নির্দেশিকায় পালন করা হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম । ফিরহাদ এ বিষয়ে বলেন, পাঁচজন আধিকারিক উপস্থিত থাকবেন আগামীকালের 'টক টু মেয়র' অনুষ্ঠানে । অন্যান্য 'টক টু মেয়র'-র মতো আগামীকাল বিভিন্ন বিভাগের পৌর আধিকারিক, DG , মেয়র পারিষদরা উপস্থিত থাকবেন না । ভিড় এড়াতে নির্ধারিত কয়েকজন পৌর আধিকারিককে নিয়ে আগামীকাল আলোচনায় বসবেন তিনি ।

ভিড় এড়িয়ে আগামীকাল 'টক টু মেয়র' অনুষ্ঠান ফিরহাদ হাকিমের

তিনি জানান, এই সময় 'টক টু মেয়র'-র মত অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে । এই অনুষ্ঠানে শহরবাসী তাদের বিভিন্ন অভাব-অভিযোগ সরাসরি মেয়রের কাছে জানায় ফোনের মাধ্যমে । সেক্ষেত্রে এই বিশেষ জরুরী অবস্থায় নাগরিকদের কোথায় কী সমস্যা হচ্ছে তা জানা প্রয়োজন বলেই মনে করছেন তিনি । সমস্যার কথা দায়িত্বপ্রাপ্ত পৌর আধিকারিক ও দপ্তরকে জানিয়ে দেওয়া হবে । সেই মতই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।

ফিরহাদ আরও বলেন, "নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই আগামীকাল 'টক টু মেয়র' অনুষ্ঠানে বসবেন । জঞ্জাল ,পানীয় জল পরিষেবা ,পৌর স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সঠিকভাবে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন কিনা তা জানার জন্যই আগামীকালের অনুষ্ঠানটি বিশেষ গুরুত্বপূর্ণ ।"

কলকাতা, 20 মার্চ : জমায়েত রুখতে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগম । এবার 'টক টু মেয়র'-এর ক্ষেত্রেও সেই নির্দেশিকায় পালন করা হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম । ফিরহাদ এ বিষয়ে বলেন, পাঁচজন আধিকারিক উপস্থিত থাকবেন আগামীকালের 'টক টু মেয়র' অনুষ্ঠানে । অন্যান্য 'টক টু মেয়র'-র মতো আগামীকাল বিভিন্ন বিভাগের পৌর আধিকারিক, DG , মেয়র পারিষদরা উপস্থিত থাকবেন না । ভিড় এড়াতে নির্ধারিত কয়েকজন পৌর আধিকারিককে নিয়ে আগামীকাল আলোচনায় বসবেন তিনি ।

ভিড় এড়িয়ে আগামীকাল 'টক টু মেয়র' অনুষ্ঠান ফিরহাদ হাকিমের

তিনি জানান, এই সময় 'টক টু মেয়র'-র মত অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে । এই অনুষ্ঠানে শহরবাসী তাদের বিভিন্ন অভাব-অভিযোগ সরাসরি মেয়রের কাছে জানায় ফোনের মাধ্যমে । সেক্ষেত্রে এই বিশেষ জরুরী অবস্থায় নাগরিকদের কোথায় কী সমস্যা হচ্ছে তা জানা প্রয়োজন বলেই মনে করছেন তিনি । সমস্যার কথা দায়িত্বপ্রাপ্ত পৌর আধিকারিক ও দপ্তরকে জানিয়ে দেওয়া হবে । সেই মতই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।

ফিরহাদ আরও বলেন, "নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই আগামীকাল 'টক টু মেয়র' অনুষ্ঠানে বসবেন । জঞ্জাল ,পানীয় জল পরিষেবা ,পৌর স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সঠিকভাবে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন কিনা তা জানার জন্যই আগামীকালের অনুষ্ঠানটি বিশেষ গুরুত্বপূর্ণ ।"

Last Updated : Mar 20, 2020, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.