ETV Bharat / state

রাতে কলকাতায় অমিত শাহ, আজ 4 টি সভা করবেন - Dilip Ghosh

রাতে কলকাতায় আসেন অমিত শাহ । উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা ও মুকুল রায়। আজ উলুবেড়িয়া, কৃষ্ণনগর, রামপুরহাট ও বর্ধমানে চারটি জনসভা করবেন ।

AMIT SHAH
author img

By

Published : Apr 22, 2019, 3:36 AM IST

Updated : Apr 22, 2019, 3:44 AM IST

কলকাতা, 22 এপ্রিল : কলকাতায় এলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সোমবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ও মুকুল রায় । নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন অমিত শাহ ।

BJP সূত্রে খবর, রাতেই তিনি দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন । আজ সকাল সাড়ে 8 টা 30 মিনিট নাগাদ নিউটাউনের হোটেলে সাংবাদিক বৈঠক করবেন । তারপর উলুবেড়িয়া, কৃষ্ণনগর, রামপুরহাট ও বর্ধমানের নির্বাচনীসভায় যোগ দেবেন ।

দিলীপ ঘোষ বলেন, "বাংলায় সোমবার BJP ঝড় উঠবে ।" প্রতিটি জনসভাতেই রের্কড ভিড় হবে ।

কলকাতা, 22 এপ্রিল : কলকাতায় এলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সোমবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ও মুকুল রায় । নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন অমিত শাহ ।

BJP সূত্রে খবর, রাতেই তিনি দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন । আজ সকাল সাড়ে 8 টা 30 মিনিট নাগাদ নিউটাউনের হোটেলে সাংবাদিক বৈঠক করবেন । তারপর উলুবেড়িয়া, কৃষ্ণনগর, রামপুরহাট ও বর্ধমানের নির্বাচনীসভায় যোগ দেবেন ।

দিলীপ ঘোষ বলেন, "বাংলায় সোমবার BJP ঝড় উঠবে ।" প্রতিটি জনসভাতেই রের্কড ভিড় হবে ।

Intro:

22-04-19

সুজয় ঘোষ, কলকাতা



কলকাতাঃ শহরে এলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে তাকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, বিজেপি নেতা মুকুল রায়। রাতে নিউটাউনে একটি নামী পাচতারা হোটেলে থাকবেন তিনি।


বিজেপি সূত্রে খবর, রাতেই বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বের সঙ্গেও একটি বৈঠক করবেন। সকালে ৮ টা ৩০ নাগাদ সুইজ হোটেলে সাংবাদিক বৈঠক করবেন।
এর পর কাল হেলিকপ্টার করে মোট ৪ টি জনসভায় যোগ দেবন তিনি। উলুবেড়িয়া, কৃষ্ণনগর, রামপুর হাট ও বর্ধমান।



কাল অমিত শাহ হেলিকপ্টারে করে সকাল থেকেই দফায় দফায় জনসভ সারবেন। মূলত, রাজ্যের লোকসভা নির্বাচণের প্রচারে এই প্রথম তিনি একই দিনে ৪ টি জনসভা করবেন।


এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলায় কাল বিজেপি ঝড় উঠবে। অমিত শাহ কাল বাংলায় হেলিকপ্টারে করে টানা ৪ টি জনসভায় যোগ দেবেন। প্রতিটি জনসভাতেই রের্কড সংখ্যক ভিড় হবে বলেও তিনি জানান।Body:কপিConclusion:
Last Updated : Apr 22, 2019, 3:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.