কলকাতা, 3 জানুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝা সিকিম এবং উত্তরবঙ্গের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। ফলস্বরূপ পাহাড়ি অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে। সেই তালিকায় কালিম্পং, দার্জিলিং এবং সিকিমও রয়েছে। উত্তর পশ্চিম ভারত থেকে ঠাণ্ডা বাতাস ঢুকতে থাকায় সিকিমের ছাঙ্গুতে বরফ পড়ার শুরু হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা মিলছে। উত্তুরে হাওয়ার কারণে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কমের দিকে। আর তা গতকাল, মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে ৷ আর বুধবার বছরের শুরুতে শীতলতম দিন দেখল কলকাতা ৷ তাপমাত্রা নামল 14 ডিগ্রিতে ৷
দশদিন পরে ফের শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে পৌঁছেছে। আজ তা আরও নামবে বলে পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলোতে পারদ 8 থেকে 12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আপাতত সেখানে ঠান্ডা এইরকমই থাকবে। তবে আগামিকাল থেকে ফের তাপমাত্রা বাড়বে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এরই পাশাপাশি প্রায় একইসঙ্গে দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপ সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হতে চলেছে।
নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক অভিমুখী। ফলস্বরূপ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগামিকাল এবং পরশু অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তার আগে রাতের তাপমাত্রা 1 ডিগ্রির কাছাকাছি নামার সম্ভবনা। ভোরের দিকে আজ, বুধবার এবং আগামিকাল শীতের আমেজ কিছুটা বেশি অনুভূত হবে। কলকাতায় সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তার লেশ মাত্র থাকছে না। বদলে বেশ গরমই লাগছে। গায়ে শীতবস্ত্র না-রাখলেও অসুবিধা হচ্ছে না।
মঙ্গলবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বুধবার দিনের আকাশ রৌদ্রজ্বল হলেও ভোরে কুয়াশার দাপট চলবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: