কলকাতা, 9 নভেম্বর: হালকা ঠান্ডার অনুভূতি সারাদিন। সূর্য ডুবলে বেশ মালুম হচ্ছে শীতের অনুভূতি ৷ গা-ঢাকা পোশাকে বেশ আরাম হচ্ছে। কার্তিকের শেষভাগে ভালোভাবেই নিজের উপস্থিতি জানান দিচ্ছে হেমন্ত। তা শীতের আগমনী না-হলেও প্রস্তুতি যে তাতে সন্দেহ নেই। চলতি সপ্তাহের শেষ দিন দীপাবলী। হাওয়া অফিস বলছে, কালীপুজোতেও শীতের আমেজ বেশ ভালোভাবে মালুম হবে। শুষ্ক আবহাওয়ায় ত্বকে টান পড়ছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তর ও উত্তর-পশ্চিমের হাওয়া বইছে। স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। রবিবার পর্যন্ত শীতের আমেজের এই পর্ব থাকবে গোটা বাংলায়। কলকাতায় গত কয়েকদিনে আরও দু'ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নােমেছে। 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে কলকাতা তাপমাত্রা। আগামী চার দিন শীতের আমেজর পর্বও কলকাতাতেও অনুভূত হবে। সকালের দিকে কুয়াশা পড়তে শুরু করেছে। শীতের আমেজ অনুভূত হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘণ্টায় কমবে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও শীতের আমেজ। আগামী 4 দিন প্রায় একই রকম থাকবে তাপমাত্রা। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভালোভাবে অনুভূত হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে। পরবর্তী তিন থেকে চার দিন একই রকম থাকবে শীতের আমেজ।
বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90 শতাংশ। আজ, বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: ফুরফুরে মেজাজে মকর, বাকিদের ভাগ্য়ে কী ? জানুন রাশিফলে