কলকাতা, 24 মে : "বাংলায় ক্ষমতায় থাকার তৃণমূলের আর নৈতিক অধিকার নেই । এই ফলাফলের পর তৃণমূল সেই অধিকার হারিয়েছে ।" গতকাল কলকাতায় রাজ্য BJP-র সদর দপ্তর থেকে একথা বলেন BJP নেতা মুকুল রায় ।
গতকাল দিল্লিতে BJP-র কার্যালয়ে নরেন্দ্র মোদি বক্তব্য রাখার পর কলকাতায় সাংবাদিকের মুখোমুখি হন মুকুল রায় । বলেন, "সপ্তদশ লোকসভা প্রায় সমাপ্ত হওয়ার মুখে । এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই শুনেছেন দেশবাসীর উদ্দেশে নরেন্দ্র দামোদর দাস মোদির বক্তব্য । শুনেছেন দিল্লিতে যে বিজয় সমাবেশ হয়েছে । এটা পশ্চিমবঙ্গের নির্বাচন নয়, ভারতবর্ষের লোকসভা নির্বাচন । এই লোকসভা নির্বাচনে এক নির্বাচিত সরকার আবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতবর্ষের রাজনীতিতে আসন্ন । অনেক দল একবার বহুমত পেয়েছে । কিন্তু দ্বিতীয়বার ফিরে আসেনি । ভারতীয় জনতা পার্টি একবার এককভাবে ক্ষমতায় আসার পর আবার এককভাবেই ক্ষমতায় এল । 40 বছর পর ভারতবর্ষের রাজনীতিতে এই ঘটনা ঘটল ।"
মুকুলবাবু বলেন, "এই ভোটে আমাদের প্রায় 80 জন কর্মী-সমর্থক নিহত হয়েছে । বাংলায় একটাই লড়াই ছিল । বাংলায় গণতন্ত্র থাকবে কি থাকবে না ? বাংলার মানুষ এবার নিশ্চিতভাবে রায় দিয়েছে বাংলায় গণতন্ত্র ফেরাতে হবে । আজ ভারতবর্ষের সমীক্ষা অনুযায়ী যা বলার তা অমিত শাহ ও প্রধানমন্ত্রী বলে দিয়েছেন । আমি সেই নিরিখে যাব না । কিন্তু পশ্চিমবাংলার নিরিখে বলব, যদি এই মুহূর্তে দেখা যায় তাহলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 40 শতাংশের উপর ভোট নিয়ে ইতিমধ্যেই একটা জায়গায় পৌঁছে গেছে । তাই জনসাধারণের সমর্থন হারানোর পর তৃণমূলের আর নৈতিক অধিকার নেই বাংলার ক্ষমতায় থাকার । আমরা এই জয় জনগণকে উৎসর্গ করছি ।"