ETV Bharat / state

এই বৈঠকটা দু'মাস আগে হওয়া উচিত ছিল : দিলীপ ঘোষ - কলকাতা

রাজ্যে কোরোনা পরিস্থিতি নিয়ে বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বলে জানালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ একই সঙ্গে তিনি জানিয়ে দেন, BJP এই সর্বদলীয় বৈঠকে যোগ দেবে ৷

image
দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 23, 2020, 12:09 AM IST

কলকাতা, 23 জুন : মুখ্যমন্ত্রী নিজে ফোন করে 24 জুন নবান্নে সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন । গতকাল সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানান BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে 24 জুন সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী ।

সর্বদলীয় বৈঠক প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি বলেন, ‘‘আমরা ওই বৈঠকে যাব । সরকারকে যেটা সাজেশন দেওয়ার সেটা দেব। দু'টি বিষয় আমরা তুলে ধরব । জনগণের স্বার্থে আমাদের যে তথ্য দেওয়া উচিত আমরা সেই তথ্য দেব । এই বৈঠকটা অন্তত 2 মাস আগে হওয়া উচিত ছিল । বর্তমানে সমস্যা এখন হাতের বাইরে চলে গিয়েছে । মুখ্যমন্ত্রী এখন সবাইকে ডাকছেন । আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি । আমিই গত দুই মাস ধরে বলে আসছি, প্রধানমন্ত্রী যদি 6 বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বসতে পারেন, দিল্লিতে একাধিকবার সর্বদলীয় বৈঠক হতে পারে, তা হলে পশ্চিমবঙ্গে কেন সর্বদলীয় বৈঠক হবে না? কোরোনা সমস্যার সমাধানে রাজ্য সরকার কি আদৌ আন্তরিকভাবে কাজ করছে ? মতামত তো নিতেই পারে । সবাই সহযোগিতা করছেন । সরকার দেরিতে হলেও এই সিদ্ধান্ত নিয়েছে । ’’

প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্প ইশুতে দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজ্যে কৃষকদের সহযোগিতা করতে প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনার তালিকা কেন্দ্রীয় সরকার চেয়েছে । কিন্তু সেই তালিকা রাজ্য সরকার এখনও পাঠায়নি ।’’

পরিযায়ী শ্রমিক ইশুতে BJP-র রাজ্য সভাপতি বলেন, "পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকার "স্নেহের পরশ" নামে একটি প্রকল্পের সূচনা করেছে । কিন্তু কেন্দ্রীয় সরকারকে রাজ্য থেকে সেবিষয়ও কোনও তালিকা পাঠানো হয়নি । আসলে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কোনও তালিকাই নেই রাজ্যের কাছে । ফলে, বঞ্চিত হচ্ছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ।"

আমফানে ক্ষতিগ্রস্ত মানুষ জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে টাকা না দিয়ে সরকার পার্টির লোককে টাকা দিচ্ছে । নেতাদের কাছের লোকেরা টাকা পাচ্ছেন । তাই স্বাভাবিকভাবে ক্ষোভ, বিক্ষোভ হচ্ছে । প্রাইভেট স্কুলগুলি ফি বাড়িয়েছে অনেক জায়গায় । অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন । কিন্তু তৃণমূল অভিযোগ করছে BJP বিক্ষোভ করছে ।’’

কলকাতা, 23 জুন : মুখ্যমন্ত্রী নিজে ফোন করে 24 জুন নবান্নে সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন । গতকাল সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানান BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে 24 জুন সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী ।

সর্বদলীয় বৈঠক প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি বলেন, ‘‘আমরা ওই বৈঠকে যাব । সরকারকে যেটা সাজেশন দেওয়ার সেটা দেব। দু'টি বিষয় আমরা তুলে ধরব । জনগণের স্বার্থে আমাদের যে তথ্য দেওয়া উচিত আমরা সেই তথ্য দেব । এই বৈঠকটা অন্তত 2 মাস আগে হওয়া উচিত ছিল । বর্তমানে সমস্যা এখন হাতের বাইরে চলে গিয়েছে । মুখ্যমন্ত্রী এখন সবাইকে ডাকছেন । আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি । আমিই গত দুই মাস ধরে বলে আসছি, প্রধানমন্ত্রী যদি 6 বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বসতে পারেন, দিল্লিতে একাধিকবার সর্বদলীয় বৈঠক হতে পারে, তা হলে পশ্চিমবঙ্গে কেন সর্বদলীয় বৈঠক হবে না? কোরোনা সমস্যার সমাধানে রাজ্য সরকার কি আদৌ আন্তরিকভাবে কাজ করছে ? মতামত তো নিতেই পারে । সবাই সহযোগিতা করছেন । সরকার দেরিতে হলেও এই সিদ্ধান্ত নিয়েছে । ’’

প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্প ইশুতে দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজ্যে কৃষকদের সহযোগিতা করতে প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনার তালিকা কেন্দ্রীয় সরকার চেয়েছে । কিন্তু সেই তালিকা রাজ্য সরকার এখনও পাঠায়নি ।’’

পরিযায়ী শ্রমিক ইশুতে BJP-র রাজ্য সভাপতি বলেন, "পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকার "স্নেহের পরশ" নামে একটি প্রকল্পের সূচনা করেছে । কিন্তু কেন্দ্রীয় সরকারকে রাজ্য থেকে সেবিষয়ও কোনও তালিকা পাঠানো হয়নি । আসলে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কোনও তালিকাই নেই রাজ্যের কাছে । ফলে, বঞ্চিত হচ্ছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ।"

আমফানে ক্ষতিগ্রস্ত মানুষ জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে টাকা না দিয়ে সরকার পার্টির লোককে টাকা দিচ্ছে । নেতাদের কাছের লোকেরা টাকা পাচ্ছেন । তাই স্বাভাবিকভাবে ক্ষোভ, বিক্ষোভ হচ্ছে । প্রাইভেট স্কুলগুলি ফি বাড়িয়েছে অনেক জায়গায় । অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন । কিন্তু তৃণমূল অভিযোগ করছে BJP বিক্ষোভ করছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.