কলকাতা, 7 সেপ্টেম্বর: মেট্রো কর্তৃপক্ষ দখল করে নিতে পারে জমি । এই আশঙ্কায় ঘর ছাড়ছেন না বউবাজারের গৌর দে লেনের বাসিন্দারা । তাঁদের দাবি, তাঁদের যদি বাড়ি ছাড়তে হয় তাহলে মেট্রো কর্তৃপক্ষকে প্রত্যেক বাসিন্দার নামে চিঠি দিতে হবে । তারপরেই বাড়ি ছাড়বেন তাঁরা ।
গতকাল থেকেই বাড়ির অবস্থা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে গৌর দে লেনের বাসিন্দাদের মধ্যে ৷ জমি হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই বাড়ি ছাড়ছেন না সেখানকার বাসিন্দারা । গৌর দে লেনের 2-বি বাড়ির বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, "সন্ধ্যেবেলা মেট্রোর লোকেরা বলে বাড়ি ঠিক আছে, জমি স্টেবল হয়ে গেছে । আবার রাতে বলে পুরো গলি খালি করতে হবে । আমরা বাড়ি ছাড়ব না । আমরা কোথায় গিয়ে উঠব এবং সেটা কতদিনের জন্য উঠব এগুলো লিখিতভাবে জানাতে হবে । তবেই আমরা বাড়ি ছাড়ব ৷"
আজ মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন গৌর দে লেনের বাসিন্দারা ৷ সেখানে মেট্রো কর্তৃপক্ষ গৌর দে লেনের বাসিন্দাদের জমি-বাড়ির নথিপত্র তৈরি রাখতে বলেছে । মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওই এলাকার মাটি পরীক্ষা করবে, সেখানকার মাটি শক্ত হয়ে গেলে গৌর দে লেন খালি করা হবে না ৷
অন্যদিকে, আজ দুর্গা পিতুরি লেনের পিছন দিকের বাড়িগুলো থেকে জিনিসপত্র বের করে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় বাসিন্দাদের । 30-45 মিনিটের মতো সময় দেওয়া হচ্ছে এক একটি পরিবারকে । তার মধ্যে যাঁরা যতটা পারছেন প্রয়োজনীয় জিনিস বের করে নিয়ে আসছেন । অনেকে জানান, বহু জিনিস পড়ে রয়েছে ঘরের ভিতর । বের করতে পারেননি ৷
দুর্গা পিতুরি লেনের পিছন দিকের বাড়িগুলি থেকে জিনিসপত্র বের করে নিয়ে যেতে পারলেও সামনের দিকে বাড়িগুলির বাসিন্দাদের আজ খালি হাতেই ফিরে যেতে হয়েছে । বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি তাঁদের ।