কলকাতা, 23 জুন : দলবদল করে যারা BJP-তে গেছেন, এবার তাঁদের উদ্দেশ্যে টুইটে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস । তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে আজ একটি পোস্ট করা হয়েছে । সেখানে লেখা হয়েছে, "কায়েমি স্বার্থ ও অসৎ উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস থেকে BJP-তে যোগ দিয়ে যাঁরা ভাবছেন তাঁদের অপরাধ ধুয়ে-মুছে যাবে, তাঁরা ভুল করছেন ।"
লোকসভা নির্বাচনে রাজ্যে BJP-র ভালো ফলের পর তৃণমূল ছাড়ার হিড়িক পড়েছে । রাজ্যে তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়া অব্যাহত । যা নিয়ে দলীয় সভায় ক্ষোভ প্রকাশ করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । দলত্যাগ ঠেকাতে কড়া বার্তাও দিয়েছেন তিনি । এবার টুইটে দলের তরফে দেওয়া হল কড়া বার্তা ।
-
Trinamool Congress: A very few members from panchayats and municipalities have joined the BJP because of their ulterior motives and selfish vested interests. They have done this with the hope that their misdeeds and crimes will be washed away. They are mistaken. pic.twitter.com/Vr6qShw53l
— ANI (@ANI) June 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Trinamool Congress: A very few members from panchayats and municipalities have joined the BJP because of their ulterior motives and selfish vested interests. They have done this with the hope that their misdeeds and crimes will be washed away. They are mistaken. pic.twitter.com/Vr6qShw53l
— ANI (@ANI) June 23, 2019Trinamool Congress: A very few members from panchayats and municipalities have joined the BJP because of their ulterior motives and selfish vested interests. They have done this with the hope that their misdeeds and crimes will be washed away. They are mistaken. pic.twitter.com/Vr6qShw53l
— ANI (@ANI) June 23, 2019
টুইটে লেখা হয়েছে, পঞ্চায়েত ও পৌরসভা থেকে যারা BJP-তে যোগ দিয়েছেন তাঁরা কায়েমি স্বার্থ ও অসৎ উদ্দেশ্যে দলত্যাগ করেছেন । তাঁরা আশা করছেন , এভাবেই তাঁরা বুঝি অপরাধ করে পার পেয়ে যাবেন । কিন্তু, তাঁরা ভুল করছেন ।"
-
Trinamool Congress: If there has been wrongdoing on anyone's part, they will have to face the consequences even though they have the backing of the BJP. https://t.co/SptBSKCqU4
— ANI (@ANI) June 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Trinamool Congress: If there has been wrongdoing on anyone's part, they will have to face the consequences even though they have the backing of the BJP. https://t.co/SptBSKCqU4
— ANI (@ANI) June 23, 2019Trinamool Congress: If there has been wrongdoing on anyone's part, they will have to face the consequences even though they have the backing of the BJP. https://t.co/SptBSKCqU4
— ANI (@ANI) June 23, 2019
টুইটে আরও লেখা হয়, "যদি কেউ খারাপ কিছু করেন, তার ফল অবশ্যই তাঁকে পেতে হবে, তা সেই ব্যক্তির পেছনে যতই BJP-র সমর্থন থাকুক না কেন ।"