ETV Bharat / state

বৃষ্টিতে মাটি হতে পারে মহালয়ার আনন্দ, আভাস আবহাওয়া দপ্তরের - Kolkata

গতকাল সকাল সাড়ে আটটা থেকে আজ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টি হয়েছে ৷ আলিপুরে বৃষ্টির পরিমাণ 80. 5 মিলিমিটার ৷ যদিও আজ বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ৷ কিন্তু মহালয়ায় বৃষ্টি হতে পারে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর ৷

rain
author img

By

Published : Sep 25, 2019, 8:36 PM IST

কলকাতা , 25 সেপ্টেম্বর : মহালয়াতেও বৃষ্টি হবে শহরে ৷ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ৷ সামনেই পুজো, তার জন্য বাঙালির প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ৷ এরকম সময়ে শহরের আবহাওয়ায় বদল হল ৷

গতকাল সকাল সাড়ে আটটা থেকে আজ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টি হয়েছে ৷ আলিপুরে বৃষ্টির পরিমাণ 80. 5 মিলিমিটার ৷ যদিও আজ বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ৷ আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই আগামী কাল এবং পরশু বৃষ্টির পরিমাণ কমবে । 26 ও 27 তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে আগামী কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এখন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হলেও আগামী দুদিনে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ পাঁচটি জেলার তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং ৷

Kolkata
জলমগ্ন কলকাতা ৷ ফাইল ফোটো

গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ।

কলকাতা , 25 সেপ্টেম্বর : মহালয়াতেও বৃষ্টি হবে শহরে ৷ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ৷ সামনেই পুজো, তার জন্য বাঙালির প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ৷ এরকম সময়ে শহরের আবহাওয়ায় বদল হল ৷

গতকাল সকাল সাড়ে আটটা থেকে আজ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টি হয়েছে ৷ আলিপুরে বৃষ্টির পরিমাণ 80. 5 মিলিমিটার ৷ যদিও আজ বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ৷ আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই আগামী কাল এবং পরশু বৃষ্টির পরিমাণ কমবে । 26 ও 27 তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে আগামী কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এখন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হলেও আগামী দুদিনে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ পাঁচটি জেলার তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং ৷

Kolkata
জলমগ্ন কলকাতা ৷ ফাইল ফোটো

গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ।

Intro:গতকাল সকাল সাড়ে আটটা থেকে আজ 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই বৃষ্টি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আলিপুরে বৃষ্টি হয়েছে 80 দশমিক 5 মিলিমিটার। এই বৃষ্টিকে ভারী বৃষ্টি বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পক্ষ থেকে। আজ বিকেলের পর থেকে বৃষ্টি খানিকটা কমেছে। আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছে আগামীকাল ও পরশু বৃষ্টির পরিমাণ কমবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই। 26 ও 27 তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামী 28 তারিখ অর্থাৎ মহালয়ার দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বত্রই সারাদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।


Body:আগামীকাল পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এ আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলা গুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পং এ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।


Conclusion:আগামী 24 ঘণ্টায় পুজোতে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। টানা বৃষ্টির ফলে সর্বোচ্চ তাপমাত্রা বেশ খানিকটা কমেছে স্বাভাবিকের থেকে। গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 দশমিক 8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5° কম। সর্বোচ্চ তাপমাত্রা 24 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.