কলকাতা, 11 জুলাই: শীঘ্রই শুরু হতে চলেছে কালীঘাট মন্দির সংস্কারের কাজ । মন্দির চত্বরে থাকা ব্যবসায়ীরা বসবেন অস্থায়ী দোকানঘরে । সেইমতো কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে মন্দির চত্বরের বাইরের রাস্তার উপর অস্থায়ী দোকান ঘর তৈরি করা হয়েছে । গতকাল পৌরনিগমের তরফে লটারির মাধ্যমে 87 জনকে অস্থায়ী দোকানঘর বিলি করা হয় । আজ থেকে তাঁরা ওই দোকানঘরগুলিতে সামগ্রী সরাতে শুরু করেছেন ।
মেয়র পরিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, এই মাসের শেষেই শুরু হয়ে যাবে মন্দির সংস্কারের কাজ । সংস্কার করতে সময় লাগবে প্রায় দেড় বছর । মন্দিরের সামনে রাস্তাটি বন্ধ করা হয়েছে । সেখানেই 87টি স্টল তৈরি করা হয়েছে । প্রত্যেক দোকানদারকে 57 স্কয়্যার ফিট পরিমাপের দোকান ঘর দেওয়া হয়েছে । বর্তমানে মন্দির চত্বরে কিছু দোকানের পরিমাপ ছোটো আবার কয়েকটি দোকান বড় । তবে সংস্কারের পর সবাইকে সমান মাপের দোকানঘর দেওয়া হবে বলেও জানিয়েছেন মেয়র পারিষদ ।