কলকাতা, 28 সেপ্টেম্বর : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তৎপরতার সঙ্গে সেই মামলার তদন্ত করে উলটোডাঙা থানা। যথাসময়ে ফাইল করা হয় চার্জশিট। তার জেরে মাত্র 7 মাসেই POCSO আদালতে দোষী সাব্যস্ত হল অভিযুক্ত । আজ শিয়ালদা আদালত তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ।
গত বছর 26 ডিসেম্বর উলটোডাঙা থানা এলাকার কৃত্তিবাস মুখার্জি রোডের বাসিন্দা এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। জানান তাঁর 8 বছরের নাবালিকা মেয়ের যৌন হেনস্থা করেছে প্রতিবেশী এক ব্যক্তি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করে উলটোডাঙা থানা । মামলার তদন্তভার পান সাব-ইন্সপেক্টর দীপক মণ্ডল। তিনি গ্রেপ্তার করেন অভিযুক্তকে। সেই মামলায় দ্রুত চার্জশিট দিয়ে দেয় পুলিশ। ফলে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হয়ে যায়। বেশ কয়েক জনের সাক্ষ্য নেওয়ার পর আজ সেই মামলার রায়দানের দিন ছিল।
শিয়ালদা আদালতের POCSO কোর্টের বিচারক তথা ADJ আজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। মামলার তদন্তের জন্য তিনি প্রশংসা করেন দীপকের। পাশাপাশি দোষীকে পাঁচ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানাও করা হয়েছে।