কলকাতা, ২ ফেব্রুয়ারি : এক রোগীর মৃত্যু ঘিরে গতরাতে SSKM হাসপাতালে ভাঙচুর চালানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার।
মৃতের নাম পূর্ণিমা দাস। বয়স ৩৩। গড়িয়ার বাসিন্দা। ২ বছর আগে তাঁর ব্রেন টিউমার ধরা পড়েছিল। গতকাল সকাল ১১ টায় SSKM হাসপাতালের এমারজেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরিবারের অভিযোগ, তাঁর চিকিৎসা না করিয়ে ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হয়। বিধায়কের সই করা চিঠি নিয়ে আসার পরও চিকিৎসা শুরু হওয়া তো দূর, বেড পর্যন্ত পাওয়া যায়নি। এমন কী দেওয়া হয়নি অক্সিজেনও। রাতে শ্বাসকষ্ট শুরু হলে তখন অক্সিজেন দেওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। রাত ১০ টা নাগাদ মৃত্যু হয় পূর্ণিমার।
রোগীর মৃত্যুর খবর পেয়ে উত্তেজিত হয়ে পড়ে পরিবারের লোকজন। তারপর তারা ভাঙচুর চালানোর চেষ্টা করলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে হাসপাতালে নিযুক্ত ফাঁড়ির পুলিশ কর্মীরা। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত করা হবে।