ETV Bharat / state

Farm Laws Repeal : কৃষি আইন প্রত্যাহারে কৃষকদের অভিনন্দন জানানোর ধুম বামেদের, মমতাকে খোঁচা সুজনের - কৃষি আইন প্রত্যাহার নিয়ে দীপঙ্কর ভট্টাচার্য

কেন্দ্রের 3টি বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় 2020-র নভেম্বরে দিল্লি সীমান্তে আন্দোলনে নেমেছিলেন কৃষকেরা ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা জড়ো হয়েছেন এখানে ৷ আজ সেই আন্দোলনের জয় হল ৷

দীপঙ্কর ভট্টাচার্য ও সুজন চক্রবর্তী
দীপঙ্কর ভট্টাচার্য ও সুজন চক্রবর্তী
author img

By

Published : Nov 19, 2021, 11:24 AM IST

Updated : Nov 19, 2021, 1:07 PM IST

কলকাতা, 19 নভেম্বর : কৃষি আইন প্রত্যাহারকে কৃষক আন্দোলনের জয় বললেন সিপি(আই)এম-এর রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ টুইটে তিনি লিখেছেন, "শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃষক আন্দোলনের শহীদদের। এই জয় সংযুক্ত কৃষক আন্দোলনের । সংযুক্ত কিষান মোর্চাকে অভিনন্দন । আমাদের রাজ‍্যের আইনে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কৃষক বিরোধী সংশোধনীগুলিকেও বাতিল করা হোক ।" আজ 19 নভেম্বর দিনটিকে 'ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন' হিসেবে চিহ্নিত করলেন প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এর থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে বেশি পরাক্রম না দেখানোর পরামর্শ দিলেন তিনি ৷

  • শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃষক আন্দোলনের শহীদদের।এই জয় সংযুক্ত কৃষক আন্দোলনের। সংযুক্ত কিষান মোর্চা কে অভিনন্দন। আমাদের রাজ‍্যের আইনে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কৃষক বিরোধী সংশোধনীগুলিকেও বাতিল করা হোক। #FarmersProtest #farmlaws #Farmlawsrepealed pic.twitter.com/Flrr1HO1MY

    — Surjya Kanta Mishra (@mishra_surjya) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কৃষক আন্দোলনের এই জয় প্রসঙ্গে সুজন বলেন "ভারতবর্ষের কৃষক আন্দোলন, মানুষের আন্দোলন ৷ এত বড় জয় দেশ কখনও পায়নি ৷" তিনি প্রধানমন্ত্রীকে 'পরাক্রমশালী' হিসেবে উল্লেখ করে বলেন, "অবশেষে বাধ্য হয়ে মাথা নিচু করে ক্ষমা চেয়ে পরাক্রমশালী মোদিজিকে বলতে হল যে, জনবিরোধী আইন তিনি প্রত্যাহার করছেন ৷ এটা অত্যন্ত বড় কৃষক আন্দোলনের জয় ৷"

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহার কৃষকদের জয়, জানালেন সুজন চক্রবর্তী, দীপঙ্কর ভট্টাচার্য

কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে গোটা দেশের অসংখ্য কৃষক সংগঠন ৷ পশ্চিমবঙ্গ থেকে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বাম নেতা হান্নান মোল্লা ৷ তাঁর এই ঐতিহাসিক আন্দোলনে যুক্ত থাকা নিয়ে গর্ব প্রকাশ করেন বামনেতা সুজন চক্রবর্তী ৷ বাম নেতা বলেন, "আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কমরেড হান্নান মোল্লা, যিনি বাংলার মানুষ ৷ বাংলার মানুষ হিসেবে আমি গর্ব বোধ করব ৷ এত সহজ নয়, বুঝিয়ে দেওয়ার মতো লড়াই তাঁরা পালন করে গিয়েছেন ৷"

  • आज ही सरकार ने कृषि क्षेत्र से जुड़ा एक और अहम फैसला लिया है।

    जीरो बजट खेती यानि प्राकृतिक खेती को बढ़ावा देने के लिए,

    देश की बदलती आवश्यकताओं को ध्यान में रखकर क्रॉप पैटर्न को वैज्ञानिक तरीके से बदलने के लिए - PM @narendramodi (1/2)

    — PMO India (@PMOIndia) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এই প্রসঙ্গে মোদিজির পরাক্রমের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানলেন বামনেতা ৷ তিনি বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, খেয়াল রাখুন ৷ অত পরাক্রমশালী মোদিজি পারেননি, তাঁকে মাথা নিচু করতে হয়েছে ৷ বেশি পরাক্রম না দেখিয়ে মানুষের অন্তরের কথাটা বোঝার চেষ্টা করুন, কায়দাবাজি কমান ৷ ঠেলা বুঝবেন ৷"

আরও পড়ুন : Farm Laws : তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির

এই কৃষি আইন পাশ করার সময় সংসদে অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস ৷ অথচ এখন তৃণমূলের বিভিন্ন নেতারা এনিয়ে মত প্রকাশ করছেন ৷ একে কটাক্ষ করে সুজন বলেন, "যে কোনও আন্দোলনে সাফল্য এলে, তখন সবাই বলে আমরা আছি ৷ কিন্তু এটা কারা ছিল, কী ভাবে ছিল, এটা সারা দেশের মানুষ বুঝেছে ৷ প্রথম দিন থেকে এটা তৃণমূলের বাহিনী সেটা বুঝলে ভাল হত ৷ এরা কায়দাবাজি করে মাঝেমধ্যে ৷ কিন্তু লোকের চোখে ধরা পড়ে যাবে ৷ এখন এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষক আন্দোলনের জয় ৷"

সিপিআই(এমএল) লিবারেশন-এর (CPIML) সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বললেন, "ক্ষমা প্রধানমন্ত্রী কৃষকদের কাছে চাননি । তিনি ক্ষমা চেয়েছেন কৃষি বিলের সমর্থকদের কাছে ৷ কৃষকরা গত একবছর ধরে মাটি কামড়ে পড়েছিলেন । এই জয় কৃষক আন্দোলনের জয়, সমস্ত গণআন্দোলনের জয় ।" তাঁর মতে একটি প্রশ্নে মোদী সরকার পিছু হটলেও এবার অনেক প্রশ্ন বাকি আছে । এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ, সারাদেশ জুড়ে নতুন শ্রম কোড, দেশের সম্পত্তি নিলাম করার যে অ্যাসেট পাইপ লাইন মোদি সরকার এনেছে, তাতেও এভাবেই পিছু হটতে হবে প্রধানমন্ত্রীকে ।

আরও পড়ুন : Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

তবে এই জয় সমস্ত গণআন্দোলনকে অনুপ্রেরণা দেবে বলে আশা প্রকাশ করেছেন দীপঙ্কর ভট্টাচার্য । পাশাপাশি কৃষকদের সতর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, "আইন প্রত্যাহার করে চোর যেন অন্য দরজা দিয়ে না ঢোকে অন্যভাবে না হয় ।" এই সিদ্ধান্তের পিছনে উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের ভোটের অঙ্ক রয়েছে বলে মনে করেন সিপিআই(এমএল) লিবারেশন-এর সম্পাদক ।

আরও পড়ুন : Adhir Chowdhury : খাগড়ায় আক্রান্ত কংগ্রেস নেতা, তৃণমূলকে কাঠগড়ায় তুললেন অধীর

কলকাতা, 19 নভেম্বর : কৃষি আইন প্রত্যাহারকে কৃষক আন্দোলনের জয় বললেন সিপি(আই)এম-এর রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ টুইটে তিনি লিখেছেন, "শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃষক আন্দোলনের শহীদদের। এই জয় সংযুক্ত কৃষক আন্দোলনের । সংযুক্ত কিষান মোর্চাকে অভিনন্দন । আমাদের রাজ‍্যের আইনে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কৃষক বিরোধী সংশোধনীগুলিকেও বাতিল করা হোক ।" আজ 19 নভেম্বর দিনটিকে 'ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন' হিসেবে চিহ্নিত করলেন প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এর থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে বেশি পরাক্রম না দেখানোর পরামর্শ দিলেন তিনি ৷

  • শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃষক আন্দোলনের শহীদদের।এই জয় সংযুক্ত কৃষক আন্দোলনের। সংযুক্ত কিষান মোর্চা কে অভিনন্দন। আমাদের রাজ‍্যের আইনে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কৃষক বিরোধী সংশোধনীগুলিকেও বাতিল করা হোক। #FarmersProtest #farmlaws #Farmlawsrepealed pic.twitter.com/Flrr1HO1MY

    — Surjya Kanta Mishra (@mishra_surjya) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কৃষক আন্দোলনের এই জয় প্রসঙ্গে সুজন বলেন "ভারতবর্ষের কৃষক আন্দোলন, মানুষের আন্দোলন ৷ এত বড় জয় দেশ কখনও পায়নি ৷" তিনি প্রধানমন্ত্রীকে 'পরাক্রমশালী' হিসেবে উল্লেখ করে বলেন, "অবশেষে বাধ্য হয়ে মাথা নিচু করে ক্ষমা চেয়ে পরাক্রমশালী মোদিজিকে বলতে হল যে, জনবিরোধী আইন তিনি প্রত্যাহার করছেন ৷ এটা অত্যন্ত বড় কৃষক আন্দোলনের জয় ৷"

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহার কৃষকদের জয়, জানালেন সুজন চক্রবর্তী, দীপঙ্কর ভট্টাচার্য

কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে গোটা দেশের অসংখ্য কৃষক সংগঠন ৷ পশ্চিমবঙ্গ থেকে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বাম নেতা হান্নান মোল্লা ৷ তাঁর এই ঐতিহাসিক আন্দোলনে যুক্ত থাকা নিয়ে গর্ব প্রকাশ করেন বামনেতা সুজন চক্রবর্তী ৷ বাম নেতা বলেন, "আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কমরেড হান্নান মোল্লা, যিনি বাংলার মানুষ ৷ বাংলার মানুষ হিসেবে আমি গর্ব বোধ করব ৷ এত সহজ নয়, বুঝিয়ে দেওয়ার মতো লড়াই তাঁরা পালন করে গিয়েছেন ৷"

  • आज ही सरकार ने कृषि क्षेत्र से जुड़ा एक और अहम फैसला लिया है।

    जीरो बजट खेती यानि प्राकृतिक खेती को बढ़ावा देने के लिए,

    देश की बदलती आवश्यकताओं को ध्यान में रखकर क्रॉप पैटर्न को वैज्ञानिक तरीके से बदलने के लिए - PM @narendramodi (1/2)

    — PMO India (@PMOIndia) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এই প্রসঙ্গে মোদিজির পরাক্রমের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানলেন বামনেতা ৷ তিনি বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, খেয়াল রাখুন ৷ অত পরাক্রমশালী মোদিজি পারেননি, তাঁকে মাথা নিচু করতে হয়েছে ৷ বেশি পরাক্রম না দেখিয়ে মানুষের অন্তরের কথাটা বোঝার চেষ্টা করুন, কায়দাবাজি কমান ৷ ঠেলা বুঝবেন ৷"

আরও পড়ুন : Farm Laws : তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির

এই কৃষি আইন পাশ করার সময় সংসদে অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস ৷ অথচ এখন তৃণমূলের বিভিন্ন নেতারা এনিয়ে মত প্রকাশ করছেন ৷ একে কটাক্ষ করে সুজন বলেন, "যে কোনও আন্দোলনে সাফল্য এলে, তখন সবাই বলে আমরা আছি ৷ কিন্তু এটা কারা ছিল, কী ভাবে ছিল, এটা সারা দেশের মানুষ বুঝেছে ৷ প্রথম দিন থেকে এটা তৃণমূলের বাহিনী সেটা বুঝলে ভাল হত ৷ এরা কায়দাবাজি করে মাঝেমধ্যে ৷ কিন্তু লোকের চোখে ধরা পড়ে যাবে ৷ এখন এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষক আন্দোলনের জয় ৷"

সিপিআই(এমএল) লিবারেশন-এর (CPIML) সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বললেন, "ক্ষমা প্রধানমন্ত্রী কৃষকদের কাছে চাননি । তিনি ক্ষমা চেয়েছেন কৃষি বিলের সমর্থকদের কাছে ৷ কৃষকরা গত একবছর ধরে মাটি কামড়ে পড়েছিলেন । এই জয় কৃষক আন্দোলনের জয়, সমস্ত গণআন্দোলনের জয় ।" তাঁর মতে একটি প্রশ্নে মোদী সরকার পিছু হটলেও এবার অনেক প্রশ্ন বাকি আছে । এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ, সারাদেশ জুড়ে নতুন শ্রম কোড, দেশের সম্পত্তি নিলাম করার যে অ্যাসেট পাইপ লাইন মোদি সরকার এনেছে, তাতেও এভাবেই পিছু হটতে হবে প্রধানমন্ত্রীকে ।

আরও পড়ুন : Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

তবে এই জয় সমস্ত গণআন্দোলনকে অনুপ্রেরণা দেবে বলে আশা প্রকাশ করেছেন দীপঙ্কর ভট্টাচার্য । পাশাপাশি কৃষকদের সতর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, "আইন প্রত্যাহার করে চোর যেন অন্য দরজা দিয়ে না ঢোকে অন্যভাবে না হয় ।" এই সিদ্ধান্তের পিছনে উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের ভোটের অঙ্ক রয়েছে বলে মনে করেন সিপিআই(এমএল) লিবারেশন-এর সম্পাদক ।

আরও পড়ুন : Adhir Chowdhury : খাগড়ায় আক্রান্ত কংগ্রেস নেতা, তৃণমূলকে কাঠগড়ায় তুললেন অধীর

Last Updated : Nov 19, 2021, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.