ETV Bharat / state

চৌরঙ্গিতে 15 টা EVM খারাপ, রোজার সময় এতক্ষণ দাঁড় করানো প্রত্যাশিত নয় : সুদীপ - election

"আমি সরকারি আধিকারিকদের সাথে কথা বলেছি । তাঁরা স্বীকার করেছেন চৌরঙ্গি এলাকায় 22 টার মধ্যে 15টা EVM-ই খারাপ ।" ভোট দিয়ে বেরিয়ে একথা বললেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ।

সস্ত্রীক সুদীপ বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 19, 2019, 10:23 AM IST

Updated : May 19, 2019, 10:40 AM IST

কলকাতা, 19 মে : স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ক্যালকাটা বয়েজ় স্কুলে ভোট দিলেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, "চৌরঙ্গির একাধিক জায়গায় EVM বিকলের খবর আছে । ওটা মুসলিম অধ্যুষিত এলাকা । ওদের রোজা চলছে । ফলে এতক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা প্রত্যাশিত নয় ।"

চৌরঙ্গি এলাকায় 22 টার মধ্যে 15টা EVM-ই খারাপ বলে অভিযোগ করেন সুদীপ । বলেন, "আমি উপরমহলের সাথে কথা বলেছি । পরে জানলাম 62 নম্বর ওয়ার্ডের EVM খারাপ । আমি সরকারি আধিকারিকদের সাথেও কথা বলেছি । তাঁরা স্বীকার করেছেন চৌরঙ্গি বিধানসভা-য় EVM বিকলের বিষয়টি । এই এলাকাগুলো মূলত মুসলিম অধ্যুষিত এলাকা । ওদের রোজা চলছে । এখানে ভোটগ্রহণ ব্যাহত হওয়ায় ওদের অসুবিধা হবে । ভোট দিয়ে ওদের তাড়াতাড়ি বাড়ি পাঠাতে হবে ।"

ভোট দিলেন সস্ত্রীক সুদীপ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 19 মে : স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ক্যালকাটা বয়েজ় স্কুলে ভোট দিলেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, "চৌরঙ্গির একাধিক জায়গায় EVM বিকলের খবর আছে । ওটা মুসলিম অধ্যুষিত এলাকা । ওদের রোজা চলছে । ফলে এতক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা প্রত্যাশিত নয় ।"

চৌরঙ্গি এলাকায় 22 টার মধ্যে 15টা EVM-ই খারাপ বলে অভিযোগ করেন সুদীপ । বলেন, "আমি উপরমহলের সাথে কথা বলেছি । পরে জানলাম 62 নম্বর ওয়ার্ডের EVM খারাপ । আমি সরকারি আধিকারিকদের সাথেও কথা বলেছি । তাঁরা স্বীকার করেছেন চৌরঙ্গি বিধানসভা-য় EVM বিকলের বিষয়টি । এই এলাকাগুলো মূলত মুসলিম অধ্যুষিত এলাকা । ওদের রোজা চলছে । এখানে ভোটগ্রহণ ব্যাহত হওয়ায় ওদের অসুবিধা হবে । ভোট দিয়ে ওদের তাড়াতাড়ি বাড়ি পাঠাতে হবে ।"

ভোট দিলেন সস্ত্রীক সুদীপ বন্দ্যোপাধ্যায়
Intro:ছবি ও বাইটBody:ছবিConclusion:
Last Updated : May 19, 2019, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.