ETV Bharat / state

ভিনরাজ্য থেকে শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য সরকার : বিমান বসু - লকডাউন

রাজ্যের মুখ্যমন্ত্র্রী সহ মুখপাত্ররা মুখে অনেক ভাষণ দিলেও শ্রমিকদের জন্য কিছুই করতে পারেননি । ফলে শ্রমিকরা ভিন রাজ্যেই আটকে রয়েছেন । তাঁদের ফিরিয়ে আনতে উপযুক্ত পদক্ষেপ করুক সরকার । দাবি বিমান বসুর ।

ছবি
ছবি
author img

By

Published : May 4, 2020, 3:08 PM IST

কলকাতা, 4 মে : লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়েছেন বহু শ্রমিক । রোজগার না থাকায় পকেটে টাকাও নেই । এতদিনে সঞ্চয়ও শেষ । এই পরিস্থিতিতে দেশের বাকি রাজ্যগুলি নিজেদের শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও, এবিষয়ে তেমন কোনও পদক্ষেপ করেনি রাজ্য সরকার । বাম পরিষদলীয় দলনেতার সুরে একই অভিযোগ তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ।

তাঁর দাবি, রাজ্যের মুখ্যমন্ত্র্রী ও মুখপাত্ররা মুখে অনেক ভাষণ দিলেও শ্রমিকদের জন্য কিছুই করতে পারেননি । ফলে শ্রমিকরা ভিনরাজ্যেই আটকে রয়েছেন । তাঁদের ফিরিয়ে আনতে উপযুক্ত পদক্ষেপ করুক সরকার । এই দাবিতেই রাজ্যের সমস্ত শ্রমিক সংগঠন আন্দোলন কর্মসূচি শুরু করেছে । যাকে সমর্থন করছে রাজ্যের 16 টি বামপন্থী ও সহযোগী দল । এবিষয়ে বিমান বসু জানান, রাজ্য সরকার অবিলম্বে এই বিষয়টিতে গুরুত্ব না দিলে বৃহৎ আন্দোলনে যাওয়া হবে ।

এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে রাজ্যের 16 টি বামপন্থী ও সহযোগী দল । তাদের দাবি, ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ছাড়াও যাঁরা চিকিৎসাসহ বিভিন্ন কাজে বাইরে লকডাউনের ফলে আটকে পড়েছেন, তাঁদের ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে । পরিবহনের যাবতীয় খরচ কেন্দ্রীয় সরকারকে বহন করতে হবে । রাজ্যে ফেরত আসার পর শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করে কোয়ারানটিনের ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে ।

কলকাতা, 4 মে : লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়েছেন বহু শ্রমিক । রোজগার না থাকায় পকেটে টাকাও নেই । এতদিনে সঞ্চয়ও শেষ । এই পরিস্থিতিতে দেশের বাকি রাজ্যগুলি নিজেদের শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও, এবিষয়ে তেমন কোনও পদক্ষেপ করেনি রাজ্য সরকার । বাম পরিষদলীয় দলনেতার সুরে একই অভিযোগ তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ।

তাঁর দাবি, রাজ্যের মুখ্যমন্ত্র্রী ও মুখপাত্ররা মুখে অনেক ভাষণ দিলেও শ্রমিকদের জন্য কিছুই করতে পারেননি । ফলে শ্রমিকরা ভিনরাজ্যেই আটকে রয়েছেন । তাঁদের ফিরিয়ে আনতে উপযুক্ত পদক্ষেপ করুক সরকার । এই দাবিতেই রাজ্যের সমস্ত শ্রমিক সংগঠন আন্দোলন কর্মসূচি শুরু করেছে । যাকে সমর্থন করছে রাজ্যের 16 টি বামপন্থী ও সহযোগী দল । এবিষয়ে বিমান বসু জানান, রাজ্য সরকার অবিলম্বে এই বিষয়টিতে গুরুত্ব না দিলে বৃহৎ আন্দোলনে যাওয়া হবে ।

এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে রাজ্যের 16 টি বামপন্থী ও সহযোগী দল । তাদের দাবি, ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ছাড়াও যাঁরা চিকিৎসাসহ বিভিন্ন কাজে বাইরে লকডাউনের ফলে আটকে পড়েছেন, তাঁদের ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে । পরিবহনের যাবতীয় খরচ কেন্দ্রীয় সরকারকে বহন করতে হবে । রাজ্যে ফেরত আসার পর শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করে কোয়ারানটিনের ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.