কলকাতা, ১৫ মার্চ : রাজ্য সরকার 'ভবিষ্যতের ভূত' সিনেমার প্রদর্শনী বন্ধ করেনি। আজ হাইকোর্টে একথা বলেন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল (AG) কিশোর দত্ত। তিনি বলেন, "রাজ্যের পুলিশের তরফে এই সিনেমার প্রোডিউসারকে একটা চিঠি পাঠানো হয়েছিল। যেখানে বলা হয় এই সিনেমার বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আইনশৃঙ্খলার উপর প্রভাব ফেলতে পারে। এরপরই বিভিন্ন হল মালিকরা নিজেরাই সিনেমাটি দেখানো বন্ধ করে দেন। রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে বলে একটা মিথ্যা প্রচার চালানোর চেষ্টা করা হয়েছে।"
কেন্দ্র বা রাজ্য সরকার 'ভবিষ্যতের ভূত' সিনেমাটির প্রদর্শন বন্ধ রাখার জন্য কি কোন নির্দেশ দিয়েছে? এই প্রশ্ন তুলে ৬ মার্চ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বিদ্যুৎ সরকার ও ঈশানমাধব সাহা নামে দুই দর্শক মামলা করেন হাইকোর্টে।
আজ মামলার শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "হল মালিকদের বক্তব্য, উপরতলা থেকে নির্দেশ এসেছে। তাই বন্ধ রাখতে হয়েছে। কিন্ত সেন্সর বোর্ড একবার কোনও ছবির প্রদর্শনীর অনুমতি দিলে সেটাকে কি এভাবে বন্ধ করা যায়? আর রাজ্যের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা।" রাজ্যের তরফে AG কিশোর দত্ত পালটা প্রশ্ন তোলেন, "বিকাশবাবু যাদের হয়ে মামলা লড়ছেন তারা কী ভাবে এই সিনেমার সাথে যুক্ত?"
সময় শেষ হয়ে যাওয়ার জন্য এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী মঙ্গলবার। যদিও ইতিমধ্যেই আজ সুপ্রিম কোর্ট 'ভবিষ্যতের ভূত' সিনেমা সংক্রান্ত একটি মামলায় রায় দিয়েছে যে এই সিনেমার প্রদর্শনী বন্ধ করা যাবে না। ফলে হাইকোর্টে এই মামলার আর কতটা গুরুত্ব রইল সেটা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।