ETV Bharat / state

বেসরকারি হাসপাতালগুলিতে কোরোনা চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলার আহ্বান রাজ্য সরকারের

বেসরকারি হাসপাতালগুলিতে কোরোনা চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলার জন্য পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী । রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালগুলি যদি কোরোনা চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করে, তাহলে তা খতিয়ে দেখে অনুমোদন দেওয়া হবে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 28, 2020, 11:09 PM IST

কলকাতা, 28 এপ্রিল : সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিও যাতে কোরোনা চিকিৎসার ব্যবস্থা করে, সেজন্য আবেদন জানাল রাজ্য সরকার। আজ নবান্নে IMA সহ চিকিৎসক সংগঠনেগুলির বৈঠকে এই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

IMA সহ চিকিৎসকদের 7টি সংগঠনের সঙ্গে আজ নবান্ন সভাঘরে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোরোনার চিকিৎসা সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়। কয়েকটি বেসরকারি হাসপাতাল কোরোনার চিকিৎসা করছে। কিন্তু তা যথেষ্ট নয়। রাজ্য সরকারের পাশাপাশি বেশিরভাগ বেসরকারি হাসপাতালে যাতে কোরোনার চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা যায় সেই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে সেকথাই জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, "বেসরকারি হাসপাতালগুলি যদি কোরোনা চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করে, তাহলে তা খতিয়ে দেখে অনুমোদন দেবে রাজ্য সরকার।"

দিন দিন যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে শুধু সরকারি হাসপাতালের উপর নির্ভর করতে পারছে না রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিরা। এই পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালে ব্যবস্থা থাকলে অনেকটাই সুবিধা হবে বলেই মনে করছেন তাঁরা। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, বেসরকারি হাসপাতালের কোরোনা চিকিৎসার খরচও দেবে রাজ্য সরকার। ফলে বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করছে প্রশাসনের একাংশ ।

কলকাতা, 28 এপ্রিল : সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিও যাতে কোরোনা চিকিৎসার ব্যবস্থা করে, সেজন্য আবেদন জানাল রাজ্য সরকার। আজ নবান্নে IMA সহ চিকিৎসক সংগঠনেগুলির বৈঠকে এই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

IMA সহ চিকিৎসকদের 7টি সংগঠনের সঙ্গে আজ নবান্ন সভাঘরে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোরোনার চিকিৎসা সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়। কয়েকটি বেসরকারি হাসপাতাল কোরোনার চিকিৎসা করছে। কিন্তু তা যথেষ্ট নয়। রাজ্য সরকারের পাশাপাশি বেশিরভাগ বেসরকারি হাসপাতালে যাতে কোরোনার চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা যায় সেই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে সেকথাই জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, "বেসরকারি হাসপাতালগুলি যদি কোরোনা চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করে, তাহলে তা খতিয়ে দেখে অনুমোদন দেবে রাজ্য সরকার।"

দিন দিন যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে শুধু সরকারি হাসপাতালের উপর নির্ভর করতে পারছে না রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিরা। এই পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালে ব্যবস্থা থাকলে অনেকটাই সুবিধা হবে বলেই মনে করছেন তাঁরা। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, বেসরকারি হাসপাতালের কোরোনা চিকিৎসার খরচও দেবে রাজ্য সরকার। ফলে বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করছে প্রশাসনের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.