ETV Bharat / state

SSC-র অফিসে অভিযানের অনুমতি দেয়নি পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন চাকরিপ্রার্থীরা

স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত আপার প্রাইমারির মেধাতালিকায় অসঙ্গতি রয়েছে । তাই 18 অক্টোবর স্কুল সার্ভিস কমিশনের অফিস অভিযানের ডাক দেয় শিক্ষকদের একটি সংগঠন । কিন্তু পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে তারা ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 12, 2019, 7:17 PM IST

কলকাতা, 12 অক্টোবর : SSC-র আপার প্রাইমারির যে মেধা তালিকা প্রকাশ হয়েছে তাতে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ । এর প্রতিবাদে স্কুল সার্ভিস কমিশনের অফিসে অভিযানের ডাক দিয়েছিল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ । কিন্ত বিধাননগর কমিশনারেটের তরফে নির্দেশ জারি করা হয়েছে তাদের এলাকায় কোনও মিটিং-মিছিল করা যাবে না । পুলিশের এই নির্দেশের বিরুদ্ধে 17 অক্টোবর কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ।

1 অক্টোবর স্কুল সার্ভিস কমিশনকে আপার প্রাইমারির মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে প্রকাশ করতে মেধা তালিকা । তালিকায় থাকতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, প্রাপ্ত নম্বর এবং তিনি টেট উত্তীর্ণ কি না, সে সম্পর্কিত যাবতীয় তথ্য । প্রকাশিত মেধা তালিকা নিয়ে কোনও প্রার্থীর অভিযোগ থাকলে তাঁকে তা তিন সপ্তাহের মধ্যে কমিশনকে জানাতে হবে । অভিযোগ মেনে ব্যবস্থা নেবে কমিশন । উচ্চ আদালত আরও জানায়, তাদের নির্দেশ ছাড়া কোনও নিয়োগ করা যাবে না ।

হাইকোর্টের নির্দেশ মেনে পুজোর মধ্যেই মেধা তালিকা প্রকাশ করে কমিশন । সেই তালিকায় অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ করেন অনেক প্রার্থী ৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ নামে একটি সংগঠন অস্বচ্ছতার অভিযোগ তুলে 18 অক্টোবর কমিশনের অফিসে অভিযানের ডাক দেয় । বিধাননগর পুলিশের কাছে অভিযানের জন্য অনুমতি চায় তারা । কিন্তু পুলিশ অনুমতি দিতে অস্বীকার করে ৷

মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, "আপার প্রাইমারিতে দুর্নীতির অভিযোগে আমরা 18 অক্টোবর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছিলাম । অভিযানের জন্য অনুমতি চেয়ে বিধাননগর নর্থ থানায় চিঠি পাঠাই আমরা । কিন্তু বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয় গোটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । ফলে কোনও সংগঠন সেখানে জমায়েত বা মিটিং-মিছিল করতে পারবে না । পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়, আমরা না কি এর আগে বিধাননগর এলাকায় অনেক আন্দোলন করেছি । তাতে সেখানে আইনশৃঙ্খলায় বিঘ্ন হয়েছে । সেই জন্য বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে আমরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি । কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার ।"

মঞ্চের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "জমায়েত করা আমাদের সাংবিধানিক অধিকার । এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে । সরকার ঠিক করতে পারে না কোন বিষয়ে প্রতিবাদ করা হবে আর কোন বিষয়ে প্রতিবাদ করা যাবে না । 17 অক্টোবর আমরা এ নিয়ে মামলা দায়ের করব ।"

কলকাতা, 12 অক্টোবর : SSC-র আপার প্রাইমারির যে মেধা তালিকা প্রকাশ হয়েছে তাতে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ । এর প্রতিবাদে স্কুল সার্ভিস কমিশনের অফিসে অভিযানের ডাক দিয়েছিল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ । কিন্ত বিধাননগর কমিশনারেটের তরফে নির্দেশ জারি করা হয়েছে তাদের এলাকায় কোনও মিটিং-মিছিল করা যাবে না । পুলিশের এই নির্দেশের বিরুদ্ধে 17 অক্টোবর কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ।

1 অক্টোবর স্কুল সার্ভিস কমিশনকে আপার প্রাইমারির মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে প্রকাশ করতে মেধা তালিকা । তালিকায় থাকতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, প্রাপ্ত নম্বর এবং তিনি টেট উত্তীর্ণ কি না, সে সম্পর্কিত যাবতীয় তথ্য । প্রকাশিত মেধা তালিকা নিয়ে কোনও প্রার্থীর অভিযোগ থাকলে তাঁকে তা তিন সপ্তাহের মধ্যে কমিশনকে জানাতে হবে । অভিযোগ মেনে ব্যবস্থা নেবে কমিশন । উচ্চ আদালত আরও জানায়, তাদের নির্দেশ ছাড়া কোনও নিয়োগ করা যাবে না ।

হাইকোর্টের নির্দেশ মেনে পুজোর মধ্যেই মেধা তালিকা প্রকাশ করে কমিশন । সেই তালিকায় অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ করেন অনেক প্রার্থী ৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ নামে একটি সংগঠন অস্বচ্ছতার অভিযোগ তুলে 18 অক্টোবর কমিশনের অফিসে অভিযানের ডাক দেয় । বিধাননগর পুলিশের কাছে অভিযানের জন্য অনুমতি চায় তারা । কিন্তু পুলিশ অনুমতি দিতে অস্বীকার করে ৷

মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, "আপার প্রাইমারিতে দুর্নীতির অভিযোগে আমরা 18 অক্টোবর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছিলাম । অভিযানের জন্য অনুমতি চেয়ে বিধাননগর নর্থ থানায় চিঠি পাঠাই আমরা । কিন্তু বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয় গোটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । ফলে কোনও সংগঠন সেখানে জমায়েত বা মিটিং-মিছিল করতে পারবে না । পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়, আমরা না কি এর আগে বিধাননগর এলাকায় অনেক আন্দোলন করেছি । তাতে সেখানে আইনশৃঙ্খলায় বিঘ্ন হয়েছে । সেই জন্য বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে আমরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি । কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার ।"

মঞ্চের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "জমায়েত করা আমাদের সাংবিধানিক অধিকার । এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে । সরকার ঠিক করতে পারে না কোন বিষয়ে প্রতিবাদ করা হবে আর কোন বিষয়ে প্রতিবাদ করা যাবে না । 17 অক্টোবর আমরা এ নিয়ে মামলা দায়ের করব ।"

Intro:আপার প্রাইমারীর মেধা তালিকায় অস্বচ্ছতার দাবিতে বিক্ষোভ সন্মতি দেয়নি পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন শিক্ষকরা Body:মানস নস্কর


আপার প্রাইমারীর মেধা তালিকাতেও অস্বচ্ছতা! বিক্ষোভে সন্মতি না দেওয়ায় হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষক সংগঠনের

কলকাতা ১২ অক্টোবর ঃ
ssc আপার প্রাইমারীতে যে মেধা তালিকা প্রকাশ হয়েছে তাতে অস্বচ্ছতার দাবিতে স্কুল সার্ভিস কমিশনের অফিস অভিযানের ডাক দিয়েছিল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ নামে একটি সংগঠন। কিন্ত বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে বিধাননগর এলাকায় কোনো মিটিং মিছিল করা যাবেনা। এর বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ।আগামী ১৭ অক্টোবর মামলা দায়ের হবে।

কলকাতা হাইকোর্ট গত ১ অক্টোবর স্কুল সার্ভিস কমিশনকে আপার প্রাইমারীর মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয়।
নির্দেশে বলা হয়, সেই মেধা তালিকায় থাকতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, প্রাপ্ত নম্বর, এবং টেট উত্তীর্ণ কিনা।সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে এই লিস্ট। এর তিন সপ্তাহের মধ্যে প্রার্থীর কোনো অভিযোগ থাকলে তিনি জানাবেন স্কুল সার্ভিস কমিশনকে। কমিশন সেই মতো ব্যাবস্থা নেবে।তবে কোর্টের নির্দেশ ছাড়া কোনো নিয়োগ এখনি করা যাবেনা।হাইকোর্টের এই নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন পুজার মধ্যেই মেধা তালিকা প্রকাশ করে দেয়। এরপর একাধিক চাকরিপ্রার্থী সার্ভিস কমিশনের বিভিন্ন গলদ নিয়ে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে জানিয়েছেন। পাশাপাশি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ নামে একটি সংগঠন আপার প্রাইমারীর এই মেধা তালিকায় অস্বচ্ছতা রয়েছে দাবি জানিয়ে স্কুল সার্ভিস কমিশন অফিস অভিযানের ডাক দেয়।আগামী ১৮ অক্টোবর এই বিক্ষোভ কর্মসূচি ও কমিশনের চেয়ারম্যানকে ডেপুটেশন প্রদানই তাদের মুল কর্মসুচী ছিল। কিন্ত পুলিশের কাছে যখন এই ব্যাপারে তারা অনুমতি চাইতে যায়। পুলিশ সেই অনুমতি দেয়নি।এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম জানালেন,"আপার প্রাইমারিতে দূর্নীতির অভিযোগে আমরা আগামী ১৮ অক্টোবর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার কর্মসুচী গ্রহণ করেছিলাম।সেই জন্য বিধাননগর নর্থ থানায় চিঠি পাঠাই আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিস অভিযানের সন্মতি চেয়ে।কিন্ত বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে গোটা বিধাননগর এলাকার নিয়োম পাল্টানো হয়েছে। গোটা বিধাননগরে এখন ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে কোনো সংগঠন সেখানে জমায়েত বা মিটিং মিছিল করতে পারবে না।পাশাপাশি আমরা নাকি এর আগে অনেক গুলো আন্দোলন করেছি বিধাননগর এলাকায়। তাতে বিধাননগর এলাকার আইনশৃঙ্খলার বিঘ্ন হয়েছে। সেই জন্য বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে আমরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি।কারন এটা আমাদের গনতান্ত্রিক অধিকার। "

সংগঠনের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানালেন, "জমায়েত করা আমাদের সাংবিধানিক অধিকার। মৌলিক অধিকারের মধ্যে পড়ে।সরকার ঠিক করতে পারে না আমি কোন বিষয়ে প্রতিবাদ করবো আর কোনো বিষয়ে প্রতিবাদ করতে পারবো না।এটা কখনোই সম্ভব নয়।আগামী ১৭ অক্টোবর মামলা দায়ের করবো আমরা।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.